শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। সেই ম্যাচে দুই দলই বড় রানের ইনিংস খেলে। প্রথমে ব্যাট করেতে নেমে অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রান তোলে। জোড়া শতরান করেন ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ। ১২৪ বলে ১৬৩ রানের একটি ইনিংস খেলেন ওয়ার্নার। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ১৪টি বাউন্ডারি এবং ৯টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও মার্শ ১০৮ বলে ১২১ রান করেন ১০টি বাউন্ডারি এবং ৯টি ওভার বাউন্ডারির সৌজন্যে। আর কেউ বড় রান করতে পারেনি।
৩৬৮ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নামলে আবদুল্লাহ ৬১ বলে ৬৪ রান করেন ৭টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও ইমাম-উল-হক ৭১ বলে ৭০ রান করেন ১০টি বাউন্ডারির সৌজন্যে। যদিও রিজওয়ান (৪৬) অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ৩০৫ রানে শেষ হয়ে যায় পাকদের ইনিংস। এই ম্যাচে পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন শাহিন আফ্রিদি। ৫ উইকেট নেন। এছাড়াও হ্যারিস রউফ ৩ উইকেট নেন। অন্যদিকে অজিদের হয়ে জাম্পা ৪ উইকেট নেন।
তবে এই ম্য়াচে বড় রান করতে ব্যর্থ হন বাবর আজম। ১৪ বলে মাত্র ১৮ রান করেন তিনি। তাঁর এই ইনিংসে রয়েছে মাত্র তিনটি বাউন্ডারি। এবারের বিশ্বকাপে শুধুমাত্র ভারতের বিরুদ্ধেই ৫০ রান করেন। তাছাড়া বড় রান করতে পারেননি। অজিদের বিরুদ্ধে সুযোগ ছিল। একটু ধরে খেলে দলকে জেতানোর। কিন্তু তিনি এই ম্যাচেও ব্যর্থ হন। আর এখানেই অনেকে বিরাটের সঙ্গে তুলনা করতে শুরু করে দিয়েছেন নেটিজেনরা। প্রখ্যাত এক ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তা তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, 'বাবর আজমের উচিত ছিল এই ম্যাচ জেতানোর। ঠিক যেমটা বিরাট কোহলি করে যাচ্ছেন এক যুগেরও বেশি ধরে।'
প্রখ্যাত সেই সাংবাদিকের টুইটটি রিটুইট করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। তিনি লেখেন, 'কোহলি আধুনিক যুগের কিংবদন্তি। কোনও প্রশ্ন নেই তাতে। প্রতিটি পরিস্থিতিতে এবং কন্ডিশনে রান করেছেন এবং ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। বাবর এবং আরও অনেকের কিং কোহলির কাছ থেকে শেখা উচিত। কথা শেষ। কারোর কোনও সন্দেহ আছে?'
প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার বাবরকে নিয়ে এমন মন্তব্য করেছেন, এমনটা একেবারেই নয়। এর আগেও এমন মন্তব্য অনেকেই করেছেন। কারণ বিরাট কোহলি যেভাবে দায়িত্ব নিয়ে দলকে জেতাচ্ছেন। সেখানে বাবর সেই ভাবে রানও করতে পারছেন না এমনকী দলকে ভরসাও দিতে পারছেন না। এখন এটাই দেখার আগামীতে রানের মধ্যে ফিরে আসতে পারেন কিনা পাক অধিনায়ক!