Harbhajan singh
সেরা খবর
সেরা ভিডিয়ো

শুক্রবার থেকে প্র্যাকটিস শুরু করেছে চেন্নাই সুপার কিংস। আটটি দলের মধ্যে তারাই সবচেয়ে শেষে প্র্যাকটিস শুরু করল করোনা পরীক্ষা পাস করার পর। দুই ক্রিকেটার সহ চেন্নাই টিমের ১৩ জন করোনা আক্রান্ত ছিলেন। এছাড়াও নাম প্রত্যাহার করেছেন দলের দুই স্তম্ভ সুরেশ রায়না ও হরভজন সিং। সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই কিছুটা বেসামান অন্যতম ফেভারিট দল সিএসকে।
কিন্তু এই সবের কোনও প্রভাব দেখা গেল না ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির বডি ল্যাঙ্গোয়েজে। প্র্যাকটিসে অনায়াসে বল মাঠের বাইরে পাঠালেন, কার্যত ছেলেখেলা করলেন পীযূষ চাওলার সঙ্গে। অন্যদিকে যেগুলি ঠুকে খেলার বল, সেগুলিকে সতর্ক ভাবে খেললেন। সবমিলিয়ে রক্ষণ ও আক্রমণ, উভয়ই ঝালিয়ে নিলেন তিনি। ট্রেনিংয়ের পর শ্যেন ওয়াটসন বলেন, প্রাথমিক ভাবে একটু সময় লাগবে দলের। তবে খুব দ্রুত সিএসকে আইপিএলের আগে প্রস্তুত হয়ে যাবে বলে তিনি আশাবাদী।
সেরা ছবি
- সুনীল গাভাসকর,ইরফান পাঠানা দাবি করেছিলেন যাতে ভারতীয় দলে সুপারস্টার সংস্কৃতি বন্ধ হয় এবং যোগ্যতার ওপর বিচার করে দল গড়া হয়। এবার প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংও একই কথা বললেন।দুই সিরিজেই টানা ব্যর্থ হওয়া ক্রিকেটারদের তিনি পরামর্শ দিলেন ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করে ইংল্যান্ড সিরিজের দলে ঢোকার জন্য





