Harbhajan singh
সেরা খবর
সেরা ভিডিয়ো
শুক্রবার থেকে প্র্যাকটিস শুরু করেছে চেন্নাই সুপার কিংস। আটটি দলের মধ্যে তারাই সবচেয়ে শেষে প্র্যাকটিস শুরু করল করোনা পরীক্ষা পাস করার পর। দুই ক্রিকেটার সহ চেন্নাই টিমের ১৩ জন করোনা আক্রান্ত ছিলেন। এছাড়াও নাম প্রত্যাহার করেছেন দলের দুই স্তম্ভ সুরেশ রায়না ও হরভজন সিং। সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই কিছুটা বেসামান অন্যতম ফেভারিট দল সিএসকে।
কিন্তু এই সবের কোনও প্রভাব দেখা গেল না ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির বডি ল্যাঙ্গোয়েজে। প্র্যাকটিসে অনায়াসে বল মাঠের বাইরে পাঠালেন, কার্যত ছেলেখেলা করলেন পীযূষ চাওলার সঙ্গে। অন্যদিকে যেগুলি ঠুকে খেলার বল, সেগুলিকে সতর্ক ভাবে খেললেন। সবমিলিয়ে রক্ষণ ও আক্রমণ, উভয়ই ঝালিয়ে নিলেন তিনি। ট্রেনিংয়ের পর শ্যেন ওয়াটসন বলেন, প্রাথমিক ভাবে একটু সময় লাগবে দলের। তবে খুব দ্রুত সিএসকে আইপিএলের আগে প্রস্তুত হয়ে যাবে বলে তিনি আশাবাদী।
সেরা ছবি
- কেরলের অলরাউন্ডার জলজ সাক্সেনা দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটের চেনা মুখ। এই ডানহাতি অফস্পিনার বহুদিন ধরেই খেলে আসছেন ঘরোয়া ক্রিকেটে। তবে জাতীয় দলে তিনি ব্রাত্য। এরই মধ্যে তিনি নয়া নজির গড়ে ফেলেছেন কদিন আগেই। রঞ্জি ট্রফিতে ৪০০ উইকেটের পাশাপাশি করেছেন ৬০০০ রান। এরপরই তাঁর হয়ে সওয়াল করলেন হরভজন সিং।