বিশ্বকাপের মতো ক্রিকেট বিশ্বের বড় টুর্নামেন্টগুলিতে বরাবরই ভালো পারফর্ম করে নিউজিল্যান্ড, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারে না কোনও ট্রফি। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষবার বড় খেতাব পকেটে তোলে নিউজিল্যান্ড। তাও আবার স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বে। এরপর সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত গিয়েও দেশে ট্রফি আনতে পারেনি কেন উইলিয়ামসনরা। বিশেষ করে ২০১৯ সালের বিশ্বকাপের দোরগোড়ায় এসেও হতাশ হতে হয়েছে কিউয়ি বাহিনীদের। তবে কোনদিনও ক্ষোভ উগ্রে দেননি কেন। বরাবরই ঠান্ডা মাথার ক্রিকেটার হিসেবে পরিচিত তিনি। এই বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড, তবে এটাই কিউয়ি ক্রিকেটের স্বর্ণযুগের শুরু, এমনটাই দাবি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। এক সাক্ষাৎকার কেন জানিয়েছেন, বিশ্বকাপ কপালে না জুটলেও এখনও সবকিছু শেষ হয়ে যায়নি। বিশেষ করে এই তরুণ দলের ক্ষেত্রে।
এক সাক্ষাৎকারে কেন উইলিয়ামসন দাবি করেছেন, এখনও চেষ্টা অব্যাহত রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটের তরফ থেকে। তিনি বলেন, 'বিশ্বকাপ জেতার চেষ্টা আমাদের এখনও চলছে। আমরা নিজেদেরকে আরও ভালোভাবে তৈরি করছি আগামী দিনের জন্য। আমাদের দলে বহু তরুণ ক্রিকেটাররা রয়েছেন যারা এই বিশ্বকাপে ভালো খেলেছেন। আমি তাদের মধ্যে অনেক ভালো জিনিস লক্ষ্য করেছি গত সাত সপ্তাহ ধরে। তাই আমি মনে করি এখনও সবকিছু শেষ হয়ে যায়নি।'
এছাড়াও দলের ছিটকে যাওয়ার পিছনে চোটের হাত রয়েছে কিনা, সেই প্রশ্ন করায় কেন জানান, 'কোনও দলই চাইবে না তাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা চোটের কারণে মাঠের বাইরে বসে থাকুক। কিন্তু তবুও আমরা ভালো ক্রিকেট খেলেছি এবং দলকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছিলাম এই প্রতিযোগিতায়। দোরগোড়ায় এসে অনেক ম্যাচ হেরেছি। তবে ওগুলো আমরা বেশি মাথায় রাখিনি। মনোযোগ দিয়ে পরবর্তী ম্যাচগুলি খেলেছিলাম। পরিস্থিতির সঙ্গে আমরা মানিয়ে নিয়েছিলাম। তবে দল এতো ভালো ফল করেছে, এর জন্য আমি গর্বিত।'
সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার প্রশংসাও করেন তিনি। কিউই অধিনায়ক জানান, 'ইন্ডিয়া দারুণ খেলেছে এবং নিঃসন্দেহে ওরা একটি শক্তিশালী দল। রান তাড়া করা ওই পিচে খুবই শক্ত। আমরাও সেদিন টসে জিতলে প্রথমে ব্যাট করতাম। তবে টস জেতা বড় ব্যাপার নয়। ইন্ডিয়া প্রথমে ব্যাট করে সেদিন পুরো সুযোগের সদ্ব্যবহারও করেছিল সত্যি বলতে গেলে। আমরাও চেষ্টা করেছিলাম কিন্তু শেষ অবধি পেরে উঠিনি। মিচেল সেইদিন যতটা সম্ভব চেষ্টা করেছিল। ও খুব দারুণ ক্রিকেটার।' টিম ইন্ডিয়ার পারফরম্যান্স প্রসঙ্গে তিনি আরোও জানান, 'ভারত এই মুহূর্তে ক্রিকেটের সেরা দল। যেভাবে গোটা টুর্নামেন্ট ওরা খেলে গিয়েছে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। সমস্ত সুযোগেরই সদ্ব্যবহার করেছে। ওরা পুরো আত্মবিশ্বাসের সঙ্গে ফাইনাল খেলবে।'