শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে বারবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিভিন্ন প্রাক্তন ক্রিকেটাররা নানা বিরুপ, বিতর্কিত মন্তব্য করেছেন। ভারতের দুরন্ত পারফরম্যান্স নিয়ে বারবার কটাক্ষের সুরে কথা বলেছেন তারা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম। তিনি পাকিস্তান নন শ্রীলঙ্কার নাগরিক। শুধু নাগরিক বললে হয়ত কম বলা হয়ে যায়। তিনি শ্রীলঙ্কার পার্লামেন্টের সদস্য। সাংসদ একেবারে সরাসরি আঙুল তুলেছেন ভারত বনাম শ্রীলঙ্কা চলতি ওডিআই বিশ্বকাপের ম্যাচের দিকে।এই ম্যাচে শ্রীলঙ্কার টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। আহ্বান জানিয়েছেন এই বিষয়ে তদন্তের। তাঁর প্রশ্ন আইসিসিকে, ভারতকে সুবিধা করে দিতেই কি মাহেলা জয়াবর্ধনে টসে জিতে ফিল্ডিং করার পরামর্শ দিয়েছিলেন কুশল মেন্ডিসকে!
প্রসঙ্গত মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। এই ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।ম্যাচে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা দল।তারপরেই দেশজুড়ে ওঠে সমালোচনার ঝড়। শ্রীলঙ্কার সরকারের তরফে এরপরেই গোটা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করা হয়। এমন আবহেই এবার বেশ বিতর্ক উস্কে দিয়েছেন শ্রীলঙ্কার সাংসদ উইমাল উইরাঅনসা। তিনি জানিয়েছেন টসে জিতে কুশল মেন্ডিস বল করার সিদ্ধান্ত নেওয়াতে তিনি খুব বিস্মিত। তাঁর মতে এই সিদ্ধান্তের কি কারণ তা নিয়ে তদন্ত করা উচিত।
উইমাল জানিয়েছেন, 'সেদিন ভারতের বিরুদ্ধে টসে জেতার পরে মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কার অধিনায়ককে বল করার নির্দেশ দিয়েছিলেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিস্মিত হয়ে যায়। রোহিত ও বিস্মিত হয়ে গিয়েছিল এই সিদ্ধান্তে। ওই পিচে রোহিতরা ও প্রথমে ব্যাট করতে চেয়েছিলেন। আইসিসিকে তো এই মুহূর্তে শাসন করছে ভারত। শ্রীলঙ্কার নির্বাচক কমিটি ও তো ঠিক করে দিচ্ছে বিসিসিআই। বিশ্বকাপের কোনও উদ্ধোধনী অনুষ্ঠান করা হয়নি। ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে করা হয়েছে এই অনুষ্ঠান। ক্রিকেটে অনেক বড় কিছু চলছে। এটা নিয়ে তদন্ত হওয়া উচিত কেন টসে জেতার পরেও মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কার অধিনায়ককে বল করার নির্দেশ দিয়েছেন।'