বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs AUS, ICC CWC 2023 Final: সেমির মতোই কি ফাইনালেও পুরনো পিচ? সিরাজের পরিবর্তে খেলবেন অশ্বিন?

IND vs AUS, ICC CWC 2023 Final: সেমির মতোই কি ফাইনালেও পুরনো পিচ? সিরাজের পরিবর্তে খেলবেন অশ্বিন?

পিচ পরীক্ষা করছেন রোহিত শর্মা।

হয়তো বা সেমিফাইনালের মতো ফের 'পিচ পরিবর্তন' হওয়ার সম্ভাবনা রয়েছে ফাইনালেও। শোনা যাচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচটি যে পিচে হয়েছিল, সেখানেই হতে পারে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ। আর এই হাইভোল্টেজ ম্যাচের জন্য কিউরেটররা দু'টি পিচ প্রস্তুত রেখেছেন। সেই পিচ দু'টি কোনওটিই মাঠের কেন্দ্রে নয়।

ভারতের মাটিতে প্রথম বারের মতো বিশ্বকাপ ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হচ্ছে। আর আমদাবাদে ফাইনালের আগেই পিচ নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। সেমিফাইনালে পিচ বিতর্কের পর এই জল্পনা আরও চার গুণ বেড়ে গিয়েছে। সেমিফাইনাল ম্যাচের আগে মুম্বইয়ের ওয়াংখেড়েতে স্থানীয় অ্যাসোসিয়েশনের কিউরেটররা সেমিফাইনালের দেড় দিন আগে পিচ পরিবর্তন করে দিয়েছিল। ভারতীয় স্পিনাররা যাতে সুবিধে পায়, সেই রকম পিচ তৈরি করা হয়েছিল। যদিও এই বিষয়ে আইসিসি সম্মতি দেওয়ার পরেই পিচ পরিবর্তন করা হয়েছিল। এবং আইসিসি-র পিচ পরামর্শদাতার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরেই এটি করা হয়েছিল এবং বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে এটি অস্বাভাবিক কিছু ছিল না। এছাড়া, আইসিসি নকআউট ম্যাচের জন্য একটি নতুন পিচ বাধ্যতামূলক বলে কোনও নিয়মের উল্লেখও করেনি।

হয়তো ফাইনালের জন্য মাঠের পরিবর্তন হয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভেন্যু পরিবর্তিত হয়েছে। তবে পিচকে কেন্দ্র করে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত দু'টি ভেন্যুতে ব্যবহৃত মাটির ধরন একই- লাল বা কালো। এই কারণেই হয়তো বা সেমিফাইনালের মতো ফের 'পিচ পরিবর্তন' হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, হয়তো ভারত-পাকিস্তান ম্যাচটি যে পিচে হয়েছিল, সেখানেই হতে পারে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনালের হাইভোল্টেজ ম্যাচের জন্য কিউরেটররা দু'টি পিচ প্রস্তুত রেখেছেন। সেই পিচ দু'টি কোনওটিই মাঠের কেন্দ্রে নয়। ফাইনালের জন্য যে পিচটি ব্যবহার করা হতে পারে, সেটি মাঠের ডান দিকে। কিন্তু কিউরেটরদের আবার বাঁ-দিকের অন্য একটি পিচে কাজ করতে দেখা গেছে। কভারগুলি সরিয়ে দুই পিচেই সঠিক ভাবে রোলিং চলছিল।

শুধু তাই নয়, ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে দু'টি পিচেরই পরিদর্শন করতে দেখা গিয়েছে। এটা বলা কঠিন যে, কোন পিচে খেলা হবে। তবে রোহিত, রাহুল পিচ নিয়ে বেশ স্বস্তিতে বলেই মনে হয়েছে। রোহিত হাঁটু গেড়ে বসে তাঁর বুড়ো আঙুল দিয়ে পিচে একাধিকবার চাপ দেন- সম্ভবত দৃঢ়তা পরীক্ষা করার জন্য। দ্রাবিড়ও নিজের মতো করে ভালো ভাবে পিচ পরিদর্শন করেন। দ্রাবিড় অবশ্যই গোটা বিশ্বকাপ জুড়েই পিচ নিয়ে খুব সতর্ক ছিলেন। তিনি ম্যাচের আগে বিভিন্ন শহরে পৌঁছেই আগে ছুটতেন স্টেডিয়ামের পিচ পরিদর্শন করতে।

তবে যে পিচেই খেলা হোক না করে, সেটি কিছুটা ধীর গতির হতে পারে। কিন্তু এর মানে এই নয় যে রান-স্কোর করা কঠিন হবে। কিছু স্পঞ্জি বাউন্স আশা করা হচ্ছে। তবে রোহিত এবং দ্রাবিড় যখন পিচ পরিদর্শন করছিলেন, তখন ঘাস দেখা গিয়েছে। তবে শনিবার তা ছেঁটে ফেলা হতে পারে।

পিচের প্রকৃতি এবং অস্ট্রেলিয়ার একাদশে বাঁ-হাতিদের সংখ্যা খুব স্বাভাবিক ভাবেই অশ্বিনের নির্বাচনকে সমীকরণে নিয়ে এসেছে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেও খেলেছিলেন অশ্বিন। শুক্রবার ঐচ্ছিক নেট সেশনে খুব কম ভারতীয় ক্রিকেটার উপস্থিত ছিলেন। তবে অভিজ্ঞ স্পিনার অশ্বিন কিন্তু হাজির হয়েছিলেন। এবং তাঁর স্পিন বোলিং সঙ্গী রবীন্দ্র জাদেজার সঙ্গে কৌশল নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছে।

বাংলাদেশের বিপক্ষে লিগের ম্যাচে হার্দিক পান্ডিয়ার গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে। তারা সূর্যকুমার যাদবকে ৬ নম্বরে খেলাচ্ছে। শার্দুল ঠাকুরকে বাদ দিয়ে তাঁর জায়গায় মহম্মদ শামিকে খেলানো হচ্ছে। আর শামি দুরন্ত ছন্দে রয়েছএ। ইতিমধ্যে ৬ ম্যাচ খেলে তিনি ২৩ উইকেট নিয়ে ফেলেছেন। তবে অশ্বিন যদি একাদশে সুযোগ পান, তবে দল থেকে বাদ পড়বেন মহম্মদ সিরাজ।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

হবে না বৃষ্টি? আরও ভাজাভাজা হবে দক্ষিণবঙ্গ, ডিগবাজি হাওয়া অফিসের? রোহিত-দ্রাবিড়-আগরকরের ২ ঘণ্টার বৈঠক! কী নিয়ে আলোচনা হল? সামনে আসছে বড় খবর বিস্ফোরণে উড়ল টালির চাল, পড়ল দেওয়াল, মুর্শিদাবাদের রেজিনগরের পর এবার বেলডাঙা ‘দিল ধড়কনে দো’-র ৯ বছর পর একসঙ্গে জোয়া-আমির! কোন সিনেমা নিয়ে আসছেন এই দুই ICC Champions Trophy 2025-এর জন্য সম্ভাব্য তিনটি জায়গা শর্টলিস্ট করল PCB ছেলেদের থেকে মেয়েরা বেশি অ্যালকোহল পান করেন! সমীক্ষায় উঠে এল তথ্য ভাইয়ের ধর্ষণের শিকার স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর,বললেন ‘তুমি আমার বউ নও, বউদি' হাই মাদ্রাসার রেজাল্টের দিন ঘোষণা হল, কোন ওয়েবসাইটে, কোন অ্যাপে দেখবেন সব জানুন শাহের ভুয়ো ভিডিয়ো মামলায় মুখ্যমন্ত্রীকে তলব দিল্লি পুলিশের! হাজিরা দিতে হবে বুধে IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন শ্রেয়স আইয়ার

Latest IPL News

রোহিত-দ্রাবিড়-আগরকরের ২ ঘণ্টার বৈঠক! কী নিয়ে আলোচনা হল? সামনে আসছে বড় খবর IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন শ্রেয়স আইয়ার সৌরভদের নেটে তোমরা কেন? ইডেনে KKR-কে DC-র অনুশীলন পিচ ব্যবহারে বাধা কিউরেটরের! ভারত সফরে না গিয়ে ঠাকুমার শেষ দিনে পাশে থাকতে পেরে খুশি ব্রুক, জানালেন মনের কথা LSG-র বিরুদ্ধে দলকে জিতিয়ে চিৎকার করে উঠলেন সঞ্জু! এই গর্জন কি নির্বাচকদের জন্য কীভাবে স্পিন সামলাতে হবে, টিপস দিয়েছিলেন কোহলি,ঝড় তুলে সেঞ্চুরির পর অকপট জ্যাকস IPL 2025 -এর নিলামে দল পাবেন না অশ্বিন! কেন এমন ভবিষ্যদ্বাণী করলেন সেহওয়াগ? ক্রিকেটের মরশুমে নতুন রূপে সৃজিত, অনিন্দ্যর সঙ্গে জমালেন আইপিএলের কমেন্ট্রি ভাগ্যিস ছক্কাটা মারতে পারিনি- জ্যাকসের শেষ বলে ছক্কা মারার গল্প শোনালেন কোহলি কহি পে নিগাহে, কহি পর নিশানা: শশাঙ্কের প্রশংসায় লারা আসলে কাকে ঠুকলেন? ঘোর রহস্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.