স্কোরবোর্ডে বড় রান তুলেও একটা সময় প্রবল চাপে পড়ে গিয়েছিল ভারত। তৃতীয় উইকেটে কেন উইলিয়ামসন এবং ড্যারেল মিচেলের দুর্দান্ত পার্টনারশিপে টিম ইন্ডিয়ার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। ক্রিজে যত সময় কাটাচ্ছিল সেই জুটি, তত ভারতের চাপ বাড়ছিল। যে চাপ ভারতের ফিল্ডিংয়েও ফুটে উঠছিল। বাজে থ্রো হচ্ছিল, ক্যাচ ফস্কাচ্ছিল। সেই পরিস্থিতিতে একবার ড্রিঙ্কস ব্রেকের সময় পুরো দলকে নিয়ে হার্ডল করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বেশ জোরে-জোরে কিছু বলতে দেখা যায়। সেটার কিছুক্ষণ পরে কামব্যাক করে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত ৭০ রানে ভারত জিতে যায়। আর সেইসময় রোহিত কী বলেন, সেটা ফাঁস করলেন ভারতের তারকা শ্রেয়স আইয়ার। যে রোহিত ম্যাচের শেষে বলেন, যখন ভারত চাপে পড়ে গিয়েছিল, তখন পুরো ওয়াংখেড়ে স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গিয়েছিল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানে জয়ের পর বিশ্বকাপের সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে শ্রেয়স বলেন, ‘(রোহিত) বলে যে আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। আমাদের সেরা যেটা, সেটার থেকেও ভালো করার দরকার নেই আমাদের (উই ডোন্ট হ্যাভ টু বি বেটার দ্যান বেস্ট)। (এতদিন যা করে আসা হচ্ছে), সেটার বাইরে গিয়ে কিছু করতে হবে না। যা করে আসছ, সেটাই করতে থাক। এটা সেমিফাইনাল, এটা বড় ম্যাচ। এটা আসলে একটা যুদ্ধ।’
সার্বিকভাবে এবারের বিশ্বকাপে রোহিত যেভাবে অধিনায়কত্ব করছেন, সেটার প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। যেভাবে বোলিং পরিবর্তন করেছেন, যেভাবে আক্রমণাত্মক বোলিংয়ের উপর জোর দিচ্ছেন, যেভাবে ফিল্ডিং সাজাচ্ছেন রোহিত, তাতে মুগ্ধ হয়েছেন তাঁরা। বিশেষত সেমিফাইনালে প্রবল চাপ তৈরি হওয়ার পরেও ম্যাচের উপর থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেননি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়েছেন।
আর সেমিফাইনালে যে সময় ভারত চাপে পড়েছিল, সেইসময় কীরকম পরিবেশ ছিল, তা নিয়ে ম্যচের পর মুখ খোলেন ভারতীয় অধিনায়ক রোহিত। তিনি বলেন, 'উইলিয়ামসন এবং মিচেল দুর্দান্ত ব্যাটিং করেছে। আমাদের শান্ত থাকাটা অত্যন্ত জরুরি ছিল। দর্শকরা পুরো নিস্তব্ধ হয়ে গিয়েছিলেন। তবে আমরা জানতাম যে আমাদের একটা উইকেট বা রান-আউটের দরকার। শামি দুর্দান্ত বোলিং করেছে।'