বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs NZ: ‘মাঠ নিস্তব্ধ, আমরা চাপে’- কেন, মিচেল জুটি নিয়ে বললেন রোহিত; প্লেয়ারদের কীভাবে তাতিয়েছিলেন ফাঁস শ্রেয়সের

IND vs NZ: ‘মাঠ নিস্তব্ধ, আমরা চাপে’- কেন, মিচেল জুটি নিয়ে বললেন রোহিত; প্লেয়ারদের কীভাবে তাতিয়েছিলেন ফাঁস শ্রেয়সের

রোহিত শর্মার হার্ডল এবং শ্রেয়স আইয়ার। (ছবি সৌজন্যে এক্স ও রয়টার্স)

নিউজিল্যান্ডকে প্রায় ৪০০ রানের লক্ষ্যমাত্রা দিয়েও একটা সময় প্রবল চাপে পড়ে যায় ভারত। কেন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেলের জুটি যে কতটা চাপ তৈরি করেছিল, তা ম্যাচের পর জানান রোহিত শর্মা। তিনি বলেন, ওই সময় দর্শকরা পুরো নিস্তব্ধ ছিলেন। তারইমধ্যে হার্ডলে রোহিত কী বলেন, তা ফাঁস করলেন শ্রেয়স আইয়ার। 

স্কোরবোর্ডে বড় রান তুলেও একটা সময় প্রবল চাপে পড়ে গিয়েছিল ভারত। তৃতীয় উইকেটে কেন উইলিয়ামসন এবং ড্যারেল মিচেলের দুর্দান্ত পার্টনারশিপে টিম ইন্ডিয়ার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। ক্রিজে যত সময় কাটাচ্ছিল সেই জুটি, তত ভারতের চাপ বাড়ছিল। যে চাপ ভারতের ফিল্ডিংয়েও ফুটে উঠছিল। বাজে থ্রো হচ্ছিল, ক্যাচ ফস্কাচ্ছিল। সেই পরিস্থিতিতে একবার ড্রিঙ্কস ব্রেকের সময় পুরো দলকে নিয়ে হার্ডল করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বেশ জোরে-জোরে কিছু বলতে দেখা যায়। সেটার কিছুক্ষণ পরে কামব্যাক করে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত ৭০ রানে ভারত জিতে যায়। আর সেইসময় রোহিত কী বলেন, সেটা ফাঁস করলেন ভারতের তারকা শ্রেয়স আইয়ার। যে রোহিত ম্যাচের শেষে বলেন, যখন ভারত চাপে পড়ে গিয়েছিল, তখন পুরো ওয়াংখেড়ে স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: Harsha's vada pav comment on Rohit: ‘বড়া পাও’-র দম! রোহিত ছক্কা মারতেই বললেন ভোগলে, হাসি নেটপাড়ার, চটলেনও অনেকে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানে জয়ের পর বিশ্বকাপের সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে শ্রেয়স বলেন, ‘(রোহিত) বলে যে আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। আমাদের সেরা যেটা, সেটার থেকেও ভালো করার দরকার নেই আমাদের (উই ডোন্ট হ্যাভ টু বি বেটার দ্যান বেস্ট)। (এতদিন যা করে আসা হচ্ছে), সেটার বাইরে গিয়ে কিছু করতে হবে না। যা করে আসছ, সেটাই করতে থাক। এটা সেমিফাইনাল, এটা বড় ম্যাচ। এটা আসলে একটা যুদ্ধ।’

সার্বিকভাবে এবারের বিশ্বকাপে রোহিত যেভাবে অধিনায়কত্ব করছেন, সেটার প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। যেভাবে বোলিং পরিবর্তন করেছেন, যেভাবে আক্রমণাত্মক বোলিংয়ের উপর জোর দিচ্ছেন, যেভাবে ফিল্ডিং সাজাচ্ছেন রোহিত, তাতে মুগ্ধ হয়েছেন তাঁরা। বিশেষত সেমিফাইনালে প্রবল চাপ তৈরি হওয়ার পরেও ম্যাচের উপর থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেননি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়েছেন। 

আর সেমিফাইনালে যে সময় ভারত চাপে পড়েছিল, সেইসময় কীরকম পরিবেশ ছিল, তা নিয়ে ম্যচের পর মুখ খোলেন ভারতীয় অধিনায়ক রোহিত। তিনি বলেন, 'উইলিয়ামসন এবং মিচেল দুর্দান্ত ব্যাটিং করেছে। আমাদের শান্ত থাকাটা অত্যন্ত জরুরি ছিল। দর্শকরা পুরো নিস্তব্ধ হয়ে গিয়েছিলেন। তবে আমরা জানতাম যে আমাদের একটা উইকেট বা রান-আউটের দরকার। শামি দুর্দান্ত বোলিং করেছে।'

আরও পড়ুন: Indian team celebration after semifinal: শামির হাতে চুমু অশ্বিনের, ‘মুম্বই কা ভাই কৌন? রোহিত, রোহিত’-এ স্লোগানে উঠল ঝড়

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও ধর্মার সব ছবির প্রি-রিলিজ স্ক্রিনিং বন্ধ করল করণ, জিগরা মুক্তির আগেই সিদ্ধান্ত LGBTQ+ প্রাইড প্যারেডস আর স্পনসর করবে না টয়োটা! কেন? জয়নগরকাণ্ডে কি সত্যি যৌন হেনস্থা হয়েছিল নাবালিকার? সামনে ময়নাতদন্তের রিপোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.