বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs NZ- আমার এই ক্যাচটা ছেড়ে দেওয়াটা উচিত হয়নি- ম্যাচের সেরা পারফর্ম করেও হতাশ মহম্মদ শামি

IND vs NZ- আমার এই ক্যাচটা ছেড়ে দেওয়াটা উচিত হয়নি- ম্যাচের সেরা পারফর্ম করেও হতাশ মহম্মদ শামি

উইকেট পাওয়ার পরে মহম্মদ শামিকে ঘিরে টিম ইন্ডিয়ার সেলিব্রেশন (ছবি-AP)

Mohammed Shami disappointed- ম্যাচের পরে মহম্মদ শামি বলেন, ‘উসকা ক্যাচ ছুটা, বোহুত খারব লাগা। ও ক্যাচ না ছুটনা চাহি থা (আমি যখন তাঁর ক্যাচ ফেলেছিলাম তখন আমার খুব খারাপ লেগেছিল। আমার এটা ছেড়ে দেওয়া উচিত হয়নি)। ফোকাস করেছিলাম গতি বাড়িয়ে এটিকে বাতাসে মুভ করানোর। একটা সুযোগ নিয়েছিলাম।’ 

Mohammed Shami disappointed- নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩ সেমিফাইনালে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন মহম্মদ শামি। যেই দিনে, সচিন তেন্ডুলকরের ৪৯টি ওডিআই সেঞ্চুরি অতিক্রম করলেন বিরাট কোহলি সেই দিনে সাত উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন মহম্মদ শামি। নকআউট পর্বের আগেই মহম্মদ শামি ইতিমধ্যেই বিশ্বকাপে ভারতের সবচেয়ে সফল বোলার হয়ে উঠেছিলেন। এবার নক আউট পর্বে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে নিজের সেরাটা তুলে ধরেন মহম্মদ শামি।

মহম্মদ শামি এদিন ৫৭ রান খরচ করে সাত উইকেট শিকার করেন। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট শিকার করা প্রথম ভারতীয় হয়েছেন। মিচেল স্টার্কের (অস্ট্রেলিয়া) ১৯ ইনিংসের রেকর্ড টপকে শামি মাত্র ১৭ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছেন। ১৭ ম্যাচে, মহম্মদ শামি ১২.৯০ গড়ে ৫৪টি উইকেট শিকার করেন। এই সময়ে পাঁচের বেশি ইকোনমি রেট এবং ১৫.৩৩ স্ট্রাইক রেট রয়েছে। ওডিআইতে সাত উইকেট নেওয়ার জন্য তিনি প্রথম ভারতীয় হয়েছিলেন। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে শামি এখন চারটি পাঁচ উইকেট শিকার করেছেন। যে কোনও বোলারের থেকে যা সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়ান বাঁহাতি দ্রুত মিচেল স্টার্ক তিনবার পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন।

এখন পর্যন্ত WC 2023-এর ছয়টি ম্যাচে, শামি ২৩টি উইকেট নিয়েছেন। এর আগে ২০১১ বিশ্বকাপে জাহির খান ২১টি উইকেট নিয়েছিলেন। তিনি শামির পরেই রয়েছেন। তবে বুধবারটা শামির জন্য প্রথম দিকটা ভালো ছিল না। তিনি তার স্পেলের প্রথম বলে ডেভন কনওয়ের উইকেট তুলে নিয়ে স্বপ্নের সূচনা করেছিলেন এবং তারপরে ফর্মে থাকা রাচিন রবীন্দ্রকে সস্তায় ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু ২৯তম ওভারে কেন উইলিয়ামসনের একটি সহজ ক্যাচ ফেলে দেওয়ার জন্য তিনি দোষী ছিলেন। নিউজিল্যান্ডের অধিনায়ক তখন ৫২ রানে খেলছিলেন।

ম্যাচের পরে মহম্মদ শামি বলেন, ‘উসকা ক্যাচ ছুটা, বোহুত খারব লাগা। ও ক্যাচ না ছুটনা চাহি থা (আমি যখন তাঁর ক্যাচ ফেলেছিলাম তখন আমার খুব খারাপ লেগেছিল। আমার এটা ছেড়ে দেওয়া উচিত হয়নি)।’ কিন্তু তিন ওভার পরেই কেন উইলিয়ামসনের উইকেট নেওয়ার জন্য জোরালোভাবে ফিরে আসেন তিনি। বোলিং পরিকল্পনা সম্পর্কে শামি বলেন, ‘ফোকাস করেছিলাম গতি বাড়িয়ে এটিকে বাতাসে মুভ করানোর। একটা সুযোগ নিয়েছিলাম।’

গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫-৫৪ এর পরিসংখ্যান নিয়ে ধরমশালায় দুর্দান্ত প্রবেশের আগে শামি বিশ্বকাপে ভারতের প্রথম চারটি খেলায় অংশ নেননি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিরল উইকেটহীন খেলায় ফিরে আসার আগে ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরের তিনটি ম্যাচে তিনি আরও ১১টি উইকেট নিয়েছিলেন। ভারতের ফাস্ট বোলার মহম্মদ শামি বলেন, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধেই আমি ফিরতে শুরু করেছিলাম।’ শামি আরও বলেন, ‘আমরা অনেক বৈচিত্র্যের কথা বলি, কিন্তু আমি এখনও পিচ করতে এবং নতুন বলে উইকেট পেতে বিশ্বাস করি।’ ইংল্যান্ডে গত বিশ্বকাপের সেমিফাইনালে ব্ল্যাক ক্যাপসের কাছে হেরে যাওয়া ভারতের জন্য প্রতিশোধ ছিল মিষ্টি, এবং টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারত যেভাবে খেলেছে তাতে সন্তুষ্ট ছিলেন শামি। তিনি বলেন, ‘এটা আশ্চর্যজনক লাগছে। গত দুটি বিশ্বকাপে আমরা হেরেছিলাম (সেমিফাইনালে)। কখন বা আমরা সুযোগ পাব কে জানে, তাই আমরা এর জন্য সবকিছু করতে চেয়েছিলাম, এই সুযোগটা আমরা ছেড়ে দিতে চাইনি।’

ক্রিকেট খবর

Latest News

কতটা নিরাপদ কলকাতার স্ট্রিট ফুড? নামী বিরিয়ানিতেও বিষ রং!রইল পুরসভার রিপোর্ট তিন মাসেই শেষ হয়ে গেল ৩ বছরের নিষেধাজ্ঞা! মাঠে ফিরছেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার সেরা মানের স্বাস্থ্য পরিষেবা বিশ্বের এই ১০ দেশেই মেলে! দেখে নিন তালিকায় ফ্রিতে রাহাত আলি খানের কনসার্টের জন্য স্টেডিয়াম দিচ্ছে বাংলাদেশ সেনা ভিডিয়ো- ব্রিসবেনে অলিম্পিক্স আয়োজক কমিটির বৈঠকে যোগ দিলেন জয় শাহ নীচে আরবসাগর, আকাশে যুদ্ধবিমানের মহড়া, অংশ নিল ভারত-ফ্রান্স-UAE অকারণে স্টার্ককে খেপিয়েই ভারতের সমস্যা বাড়িয়েছেন যশস্বী, মত পন্টিংয়ের 'এত সুন্দর....কাজে লাগানো দরকার', হাওড়ায় শৈলেন মান্নার নামে রাস্তা উদ্বোধনে মমতা ISL 2024-25: তালালের চোট, জিকসনের লাল কার্ড! ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারাল ওড়িশা অতীতে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে কোন কোন বলিউড তারকাদের বিরুদ্ধে

IPL 2025 News in Bangla

ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.