বড় টুর্নামেন্টে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ভরাডুবির দায় নিয়ে নেতৃত্ব ছাড়তে দেখা যায় বহু ক্রিকেটারকেই। এশিয়া কাপ ও বিশ্বকাপ, পরপর ২টি বড় টুর্নামেন্টে ব্যর্থ হওয়ার পরে পাকিস্তানের নেতৃত্বে বদল আসতে পারে বলে জল্পনা শুরু হয়ে যায়। এমন খবরও ছড়িয়ে পড়ে যে, বিশ্বকাপের পরে সীমিত ওভারের ক্রিকেটে দায়িত্ব ছাড়তে পারেন বাবর আজম। যদিও ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ লিগ ম্যাচের শেষে পাক দলনায়ক তেমন জল্পনায় জল ঢালেন।
ইংল্যান্ডের কাছে পাকিস্তানের ৯৩ রানে হারের পরে বাবর ইঙ্গিত দেন, তিনি ক্যাপ্টেন্সি চালিয়ে যেতে ইচ্ছুক। সঞ্চালক আথারটনের কৌশলী প্রশ্নের জবাবে পাক দলনায়ক জানান, কীভাবে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো যাবে, কীভাবে নতুন করে একজোট হওয়া যাবে, সেই বিষয়ে আলোচনা করবেন তাঁরা। বাবর এও জানান যে, নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে একজোট করার কাজে নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি।
বিশ্বকাপের ভরাডুবি নিয়ে যথাযথ অজুহাত দেওয়ার অবকাশ নেই। তবে ঘুরিয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচকে ঢাল করতে ভোলেননি বাবর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে তারা, পাকিস্তান শিবির থেকে ইঙ্গিতে এমন দাবি তোলা হয়েছে আগেই। সেই ম্যাচে ১ উইকেটের সংক্ষিপ্ত ব্যবধানে হার মানতে হয় বাবরদের। ইডেনে নিজেদের শেষ ম্যাচের শেষে বাবর জানান যে, দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফল যদি তাঁদের অনুকূলে যেত, তবে ছবিটা অন্যরকম হতে পারত।
আরও পড়ুন:- PAK vs ENG: ইডেনে ‘ধোনি’ হওয়ার চেষ্টা করেও পারলেন না রিজওয়ান, বোঝা গেল তফাৎ- ভিডিয়ো
বাবর বলেন, ‘অস্বীকার করার উপায় নেই যে, অত্যন্ত হতাশাজনক পারফর্ম্যান্স হয়েছে আমাদের। যদি আমরা দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জিততে পারতাম, তাহলে অন্য ছবি দেখা যেত। তবে হ্যাঁ, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, সব বিভাগেই কিছু ভুলচুক হয়েছে।’
বাবর এককথায় মেনে নেন, পাকিস্তানের স্পিন বিভাগ একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি বলেন, ‘আমাদের স্পিনাররা উইকেট নিতে পারেনি। টুর্নামেন্টে এর বড়সড় প্রভাব পড়েছে। যদি মাঝের ওভারে স্পিনাররা উইকেট তুলতে না পারে, তবে সমস্যায় পড়া অনিবার্য।’
উল্লেখ্য, পাকিস্তান এবার নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে। তবে তৃতীয় ম্যাচে ভারতের কাছে পরাজিত হওয়ার পরেই খেই হারান বাবর আজমরা। শেষমেশ ৯ ম্যাচে ৪টি জয়-সহ ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হয় তাঁদের।