বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC ODI WC: পেঁয়াজের ক্ষীর সহ হরেক হায়দরাবাদি রেসিপি, বিশ্বকাপে নামার আগে রেস্তোরাঁয় খোশ মেজাজে পাকিস্তানিরা

ICC ODI WC: পেঁয়াজের ক্ষীর সহ হরেক হায়দরাবাদি রেসিপি, বিশ্বকাপে নামার আগে রেস্তোরাঁয় খোশ মেজাজে পাকিস্তানিরা

নৈশভোজে পাক দল। 

বিশ্বকাপে নামার আগে খোশ মেজাজে পাক দলের ক্রিকেটাররা। রেস্তোরাঁয় গিয়ে খেলেন হায়দরাবাদি খাবার। পেঁয়াজের ক্ষীর ও বিরিয়ানিতে মজলেন আফ্রিদিরা।

বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে পাকিস্তান দল। ২০১৬ সালের পর এই প্রথমবার তারা ভারতের মাটিতে পা রাখল। ইতিমধ্যে একটা প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে তারা। সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে তাদের। নিজামের শহর হায়দরাবাদেই এখন রয়েছেন বাবর আজমরা। সেখানেই মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে পুরো পাক ক্রিকেট দলকে। হায়দরাবাদের বিখ্যাত হোটেল জুয়েল অফ নিজামে নৈশভোজ সারতে দেখা গিয়েছে তাদের।

এ বছরের বিশ্বকাপে ভারতে আশা নিয়ে জলঘোলা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘটনার সূত্রপাত হয় পাকিস্তানে এশিয়া কাপ খেলা নিয়ে। যদিও সেই সমস্যার সমাধান হয়ে যায়। হাইব্রিড মডেলে হয় এশিয়া কাপ। তবে প্রথম দিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তবে বিস্তর টালবাহানার পর অবশেষে বিশ্বকাপ খেলতে এসেছে পাকিস্তান। এখন পাক দল রয়েছে হায়দরাবাদে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দর্শক ছাড়াই প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। এই পাকিস্তান দল প্রথমবার ভারতের মাটিতে খেলতে এসেছে। বলা ভালো দল হিসেবে তারা প্রথমবার ভারতে এসেছে। ফলে হায়দরাবাদে থেকে চুটিয়ে মজা করছে তারা। বিশ্বকাপে নামার আগে একেবারে হালকা মেজাজে। সঙ্গে ভারতীয় খাবারের প্রেমেও পড়েছেন পাক ক্রিকেটাররা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক্স হান্ডেলে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে হাসিমুখে জুয়েল অফ নিজাম হোটেলে ঘুরে বেড়াচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। গলায় হার পরিয়ে ও একটি করে গোলাপ দিয়েও তাদের স্বাগত জানানো হয় হোটেলের পক্ষ থেকে। হোটেলে উপস্থিত অনেক জনের সঙ্গে ছবিও তুলেছেন তারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়ে একটি ছবিতে দেখা যাচ্ছে পেঁয়াজ দিয়ে তৈরি ক্ষীর নিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। বিশেষ ধরনের মিষ্টি ও খেয়েছেন তারা। সেই ছবি শেয়ার করেছেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার।

বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিন অর্থাৎ ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে পাকিস্তান দল। ১৪ অক্টোবর গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে তারা। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারত পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে। ফের ভারত পাক ম্যাচ নিয়ে উন্মাদনার সৃষ্টি হয়েছে সমর্থকদের মধ্যে। বিশ্বকাপে কি হয় এখন সেই দিকেই তাকিয়ে সবাই।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

ভারত রত্ন দেওয়া হোক রতন টাটাকে, শিল্পপতির প্রয়াণে প্রস্তাবনা পাশ সরকারের ‘পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে টিকিয়ে থাকাই কঠিন'…বলিউড নিয়ে সোজাসাপটা বেবো বন্যা দেখতে গিয়ে ওল কিনে বাড়ি ফিরেছিলেন, হয় তীব্র ট্রোলিং, এবার জবাব দিলেন রচনা খেলোয়াড়দের না জানিয়েই নিয়ম! ATPর ওপর বিরক্ত জোকার…আবারও আম্পায়ারের সঙ্গে ঝামেলা ফল ও সবজির দামের মাত্র এক-তৃতীয়াংশ পান কৃষকেরা! বাকি লাভ কোথায় যায়? ধনীদের তালিকায় আম্বানিদের ধারের কাছে ছিলেন না, জানুন রতন টাটার সম্পত্তির বিশদ মাত্র ৩ মিনিটে ১ কেজি হট সস খেয়ে বিশ্ব রেকর্ড ইউটিউবারের! সীমান্তে মেরামতের সময় আফগানি হামলা, পালটা গুলি চালাল পাক সেনা, নিহত বেশ কয়েকজন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট! টি২০ বিশ্বকাপে ভারতের দ্রুততম ফিফটির মালিক হরমনপ্রীত… স্বপ্নের ক্যাচ নিলেন পরিবর্ত প্লেয়ার রাধা, মেডেল পেয়েই লজ্জায় ঢাকলেন মুখ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.