বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > হায়দরাবাদে উষ্ণ অভ্যর্থনায় উচ্ছ্বসিত বাবররা, তবু ভারতকে ‘দুশমন মুল্ক’ বলে বিতর্ক বাড়ালেন PCB প্রধান- ভিডিয়ো

হায়দরাবাদে উষ্ণ অভ্যর্থনায় উচ্ছ্বসিত বাবররা, তবু ভারতকে ‘দুশমন মুল্ক’ বলে বিতর্ক বাড়ালেন PCB প্রধান- ভিডিয়ো

হায়দরাবাদে বাবরদের উষ্ণ অভ্যর্থনা, অথচ জাকা আশরাফ ভারতকে ‘শত্রু দেশ’ বলে মন্তব্য করলেন।

হায়দরাবাদে উষ্ণ অভ্যর্থনা পেয়ে পাকিস্তানের প্লেয়াররা একেবারে অভিভূত। এবং তাঁরা তাঁদের প্রতিক্রিয়া উচ্ছ্বসিত হয়েই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অথচ পিসিবি প্রধান জাকা আশরাফ ভারতকে ‘শত্রু দেশ’ বলে মন্তব্য করেছেন। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান জাকা আশরাফ ভারতকে ‘দুশমন মুল্ক’ অর্থাৎ ‘শত্রু দেশ’ বলার পর থেকেই বিতর্কের ঝড় উঠে গিয়েছে। ৫ অক্টোবর ভারতে শুরু হতে চলা ২০২৩ আইসিসি বিশ্বকাপের আগে পাকিস্তান দল হায়দরাবাদে পৌঁছানোর একদিন পরেই এই ঘটনাটি ঘটে।

বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান টিম দুবাই হয়ে বুধবার রাতেই হায়দরাবাদে পৌঁছয়। এবং বিমানবন্দরে বাবরদের স্বাগত জানাতে ভিড় ছিল চোখে পড়ার মতোই। পাশাপাশি কর্মকর্তারাও পাক দলকে আবেগপ্রবণ ভাবে স্বাগত জানিয়েছিল। যথাযথ ভাবে ভারতীয় ঐতিহ্য মেনেই পাকিস্তান ক্রিকেট টিমকে স্বাগত জানানো হয়।

২০১৬ সালের পর এই প্রথম বার পাকিস্তান ক্রিকেট টিমে ভারতের মাটিতে পা রাখল। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল পাক ব্রিগেড। এবার এল ওডিআই বিশ্বকাপে খেলতে।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন অক্ষর, পরিবর্ত হিসাবে দলে অশ্বিন

২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থগিত হয়ে যায়। এমন কী দুই দেশেপ মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজও বন্ধ হয়ে যায়। তাও ২০১২-১৩ সালে প্রতিবেশি দুই দেশ শেষ বার একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। তার পর থেকে আইসিসি এবং এসিসি-র কোনও টুর্নামেন্ট ছাড়া ভারত আর পাকিস্তান আর কোনও ক্রিকেট ম্যাচ খেলে না।

এদিকে হায়দরাবাদে উষ্ণ অভ্যর্থনা পেয়ে পাকিস্তানের প্লেয়াররা একেবারে অভিভূত। এবং তাঁরা তাঁদের প্রতিক্রিয়া উচ্ছ্বসিত হয়েই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

সব ভালোর মাঝেই বিতর্ক উস্কেছেন পিসিবি প্রধান জাকা আশরাফ। খেলোয়াড়দের ম্যাচ ফি এবং পারিশ্রমিকের অভূতপূর্ব বৃদ্ধি ঘোষণা করার জন্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ভারতকে ‘দুশমান মুল্ক’ হিসাবে মন্তব্য করে বসেন।

আরও পড়ুন: বিশ্বকাপ টিমে ল্যাবুশেনের ঢোকার রাস্তা পরিষ্কার করলেন অ্যাগার, চোট থাকলেও রেখে দেওয়া হল হেডকে

পিসিবি প্রধানকে একটি ভিডিওতে বলতে শোনা গিয়েছে, ‘পাকিস্তানের ইতিহাসে খেলোয়াড়রা এত টাকা পায়নি, যতটা আমরা তাদের দিচ্ছি। তারা যখন শত্রু দেশে খেলতে যায় বা যেখানে প্রতিযোগিতা চলছে, সেখানে তাদের পূর্ণ সমর্থন পাওয়া উচিত, যাতে তারা ভালো পারফর্ম করতে পারে।’

জাকা আশরাফের এই বক্তব্যের পর থেকেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। বিতর্কের ঝড় বয়ে চলেছে। একদিকে পাকিস্তানি খেলোয়াড়রা ভারতে প্রচুর ভালোবাসা পাচ্ছেন, অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান যদি এমন মন্তব্য করেন, তাহলে এর চেয়ে লজ্জার আর কী বা হতে পারে!

৬ অক্টোবর নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে পাকিস্তান। তার আগে অবশ্য দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

মহিলাদের আন্তর্জাতিক টি২০ ফরম্যাটে সব থেকে বেশি উইকেট কার দখলে? সাবেক স্ত্রী বিয়াঙ্কা সেন্সরির মায়ের সঙ্গে ঘুমাতে চেয়েছিলেন কানিয়ে ওয়েস্ট। ‘বহুরূপী’র গানে ভাসান ডান্স কৌশানীর! আহিরীটোলায় শশী পাঁজার সঙ্গে খেললেন সিঁদুরও বুমরাহকে ভয়! বর্ডার গাভাসকর ট্রফিতে ওপেনিং করবেন না! আগেই বোর্ডকে জানালেন স্মিথ! কলকাতার কোন রুটে কোন বাসের কী হাল? এক অ্যাপেই মিলবে সব প্রশ্নের জবাব! আন্দোলনে থেকেও অরন্ধনে সাড়া দিলেন না অনেকেই, যিনি রাঁধেন তিনি প্রতিবাদও করেন! বহু পুলিশ থাকলেও নারীদের সম্মান রক্ষা করতে পারবে না, পুরুষদের কী বার্তা কল্যাণের অনুরোধ করেও কাজ হল না! সোমবার ম্যাচ খেলল না DHFC…পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ… কামিন্সের মতই ভারতীয় দর্শকদের চুপ করালেন ম্যাচের সেরা সোফি, জানালেন অভিজ্ঞতা বাবা সিদ্দিকির ম্যাজিকেই ঘুচেছিল দূরত্ব! শাহরুখ-সলমনকে এক করেও বলেছিলেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.