দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লিগের ম্যাচ খেলতে ভারতীয় দল কলকাতায় পা দেওয়ার পরে কোচ দ্রাবিড় হোটেলের পথে রওনা হননি। বরং সোজা পৌঁছে যান ইডেনে। সরেজমিনে খতিয়ে দেখেন পিচের হাল-হকিকৎ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লিগের ম্যাচটি নিছক নিয়ম রক্ষার লড়াই ছিল ভারতের কাছে। কেননা তার আগেই টিম ইন্ডিয়া সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে।
নিয়ম রক্ষার লিগ ম্যাচের আগে যদি পিচ নিয়ে এতটা আগ্রহ থাকে কোচ দ্রাবিড়ের, তাহলে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাইশগজ দেখার অপেক্ষায় কতটা উদগ্রীব থাকবেন রাহুল দ্রাবিড়, সেটা অনুমান করতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়।
ভারতীয় দল সেমিফাইনাল খেলতে মুম্বইয়ে পা দেওয়ার পরেই কোচ দ্রাবিড়কে সোজা ওয়াংখেড়ের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়। একা দ্রাবিড়ই নন, বরং তাঁর সঙ্গে ছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও বোলিং কোচ পরশ মামব্রে।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে রাঠোর ও মামব্রেকে নিয়ে টিম ইন্ডিয়ার হেড কোচকে ওয়াংখেড়ের বাইশগজ খতিয়ে দেখতে দেখা যায়। দ্রাবিড়রা পিচের সম্ভাব্য গতিপ্রকৃতি নিয়ে কিউরেটরের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন বলেও খবর। আপাতত ওয়াংখেড়ের লাল মাটির বাইশগজের উপরে হালকা ঘাসের আস্তরণ দেখা যাচ্ছে দূর থেকেই। ম্যাচের আগে পিচের চেহারা কিছুটা বদলাতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।
আগামী ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ওয়াংখেড়ের সেই পিচে খেলা হবে, যেখানে আফগানিস্তানের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডাবল সেঞ্চুরি করেন গ্লেন ম্যাক্সওয়েল।
ভারতীয় দল এবার মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি লিগ ম্যাচে মাঠে নামে। সেই ম্যাচে সিংহলিদের ৩০২ রানের রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটে ৩৫৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা অল-আউট হয়ে যায় মাত্র ৫৫ রানে।
উল্লেখ্য, চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ ২০২৩ অভিযান শুরু করে ভারত। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসকে হারিয়ে লিগের অভিযান শেষ করেন রোহিত শর্মারা। মাঝের সময়ে টিম ইন্ডিয়া একে একে হারিয়ে দেয় আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে। অর্থাৎ, রাউন্ড রবিন লিগের ৯টি ম্যাচেই জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠে ভারতীয় দল।