ঋষভ পন্তের ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে শিক্ষা নেননি রোহিত শর্মা। বিশ্বকাপের মাঝেই ভারত অধিনায়কের এমন এক কাণ্ডের কথা সামনে আসে, যা ক্রিকেটপ্রেমীদের উদ্বিগ্ন করবে নিশ্চিত।
ব্যাট হাতে বিশ্বকাপের পরপর ২টি ইনিংসে ঝড় তুলে এমনিতেই স্পটলাইটে রয়েছেন রোহিত। এবার বিদ্যুৎ গতিতে গাড়ি চালিয়ে শিরোনামে চলে চেলেন হিটম্যান। পুণে মিররের খবর অনুযায়ী মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা ছাড়িয়ে তিনবার ট্রাফিক আইন ভাঙেন রোহিত। তিনটি ক্ষেত্রেই ভারত অধিনায়কের নামে অনলাইন ট্রাফিক চালান ইস্যু করা হয়।
আশঙ্কাজনক বিষয় হল, রোহিতের ল্যাম্বরগিনি ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি পার করে যায়। একসময় রোহিতের গাড়ি ছুটছিল ২১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে, এমনটাই নাকি জানানো হয়েছে ট্রাফ্রিক পুলিশের তরফে।
ভারত বৃহস্পতিবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতেই সড়কপথে মুম্বই থেকে পুণেতে যান রোহিত। সেই সময়ই তিনি এমন কাণ্ড ঘটান বলে খবর।
বিশ্বকাপের ঠিক আগে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে জরিমানার কবলে পড়েছিলেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। নিজের অডি গাড়িতে নির্ধারিত গতিসীমা ভেঙেছিলেন তিনিও। উল্লেখযোগ্য বিষয় হল, সব ক্রিকেটারেরই কম-বেশি গাড়িপ্রীতি রয়েছে। গতিও পছন্দ করেন সকলেই। তবে এমন গতিতে গাড়ি চালালে যে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়, সেই বিষয়টাই উদ্বেগে রাখছে ক্রিকেটপ্রেমীদের।
চলতি বিশ্বকাপে রোহিত শর্মার ব্যক্তিগত পারফরম্যান্স:-
১. চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খাতা খুলতে পারেননি রোহিত শর্মা। ৬ বল খেলে শূন্য রানে আউট হন ভারত অধিনায়ক। যদিও টিম ইন্ডিয়া ৬ উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়াকে।
২. দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ১৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ১৩১ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন রোহিত শর্মা। ভারত ৮ উইকেটে ম্যাচ জেতে।
৩. আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৮৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন রোহিত শর্মা। ভারত ৭ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে।
সুতরাং, বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে ৭২.৩৩ গড়ে ভারতের হয়ে সব থেকে বেশি ২১৭ রান সংগ্রহ করেন রোহিত। তাঁর স্ট্রাইক-রেট ১৪১.৮৩। হিটম্যান এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে ২২টি চার ও ১১টি ছক্কা মেরেছেন।