বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > World Cup 2023: ২০০ কিলোমিটারে গাড়ি ছুটিয়ে ৩ বার ট্রাফিক জরিমানার কবলে রোহিত শর্মা- রিপোর্ট

World Cup 2023: ২০০ কিলোমিটারে গাড়ি ছুটিয়ে ৩ বার ট্রাফিক জরিমানার কবলে রোহিত শর্মা- রিপোর্ট

ট্রফিক আইন অমান্য করে জরিমানার মুখে রোহিত। ছবি- টুইটার।

India vs Bangladesh World Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচে মাঠে নামার আগে রোহিতের কাণ্ড দেখে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা।

ঋষভ পন্তের ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে শিক্ষা নেননি রোহিত শর্মা। বিশ্বকাপের মাঝেই ভারত অধিনায়কের এমন এক কাণ্ডের কথা সামনে আসে, যা ক্রিকেটপ্রেমীদের উদ্বিগ্ন করবে নিশ্চিত।

ব্যাট হাতে বিশ্বকাপের পরপর ২টি ইনিংসে ঝড় তুলে এমনিতেই স্পটলাইটে রয়েছেন রোহিত। এবার বিদ্যুৎ গতিতে গাড়ি চালিয়ে শিরোনামে চলে চেলেন হিটম্যান। পুণে মিররের খবর অনুযায়ী মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা ছাড়িয়ে তিনবার ট্রাফিক আইন ভাঙেন রোহিত। তিনটি ক্ষেত্রেই ভারত অধিনায়কের নামে অনলাইন ট্রাফিক চালান ইস্যু করা হয়।

আশঙ্কাজনক বিষয় হল, রোহিতের ল্যাম্বরগিনি ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি পার করে যায়। একসময় রোহিতের গাড়ি ছুটছিল ২১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে, এমনটাই নাকি জানানো হয়েছে ট্রাফ্রিক পুলিশের তরফে।

ভারত বৃহস্পতিবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতেই সড়কপথে মুম্বই থেকে পুণেতে যান রোহিত। সেই সময়ই তিনি এমন কাণ্ড ঘটান বলে খবর।

আরও পড়ুন:- IND vs BAN: 'ওকে পাঁচবার আউট করতে পারা ভাগ্যের বিষয়', কোহলিকে নিয়ে সম্ভ্রম ঝরে পড়ল শাকিবের গলায়

বিশ্বকাপের ঠিক আগে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে জরিমানার কবলে পড়েছিলেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। নিজের অডি গাড়িতে নির্ধারিত গতিসীমা ভেঙেছিলেন তিনিও। উল্লেখযোগ্য বিষয় হল, সব ক্রিকেটারেরই কম-বেশি গাড়িপ্রীতি রয়েছে। গতিও পছন্দ করেন সকলেই। তবে এমন গতিতে গাড়ি চালালে যে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়, সেই বিষয়টাই উদ্বেগে রাখছে ক্রিকেটপ্রেমীদের।

আরও পড়ুন:- World Cup 2023: তিন ম্যাচের শেষে বিশ্বকাপের সেরা ফিল্ডার কোহলি, প্রথম দশে রয়েছেন আরও এক ভারতীয়

চলতি বিশ্বকাপে রোহিত শর্মার ব্যক্তিগত পারফরম্যান্স:-

১. চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খাতা খুলতে পারেননি রোহিত শর্মা। ৬ বল খেলে শূন্য রানে আউট হন ভারত অধিনায়ক। যদিও টিম ইন্ডিয়া ৬ উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়াকে।

২. দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ১৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ১৩১ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন রোহিত শর্মা। ভারত ৮ উইকেটে ম্যাচ জেতে।

৩. আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৮৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন রোহিত শর্মা। ভারত ৭ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে।

সুতরাং, বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে ৭২.৩৩ গড়ে ভারতের হয়ে সব থেকে বেশি ২১৭ রান সংগ্রহ করেন রোহিত। তাঁর স্ট্রাইক-রেট ১৪১.৮৩। হিটম্যান এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে ২২টি চার ও ১১টি ছক্কা মেরেছেন।

ক্রিকেট খবর

Latest News

১৭ বছর বয়সেই ব্যাডমিন্টনে প্রথম আন্তর্জাতিক খেতাব জয়! নজির গড়লেন আনমোল খরব ‘এক উদ্দেশ্যে লড়াই করা গোষ্ঠীর ১জনকে আলাদা করা…’, কিঞ্জল নন্দকে নিয়ে টলিপরিচালক মলত্যাগের সমস্যা ডেকে আনতে পারে ক্যানসার, বাঁচার উপায় বাতলে দিলেন চিকিৎসক 'CM বাইরে ভিজেছেন…', 'অতি বাম চিকিৎসকদের' ওপর বিরক্ত সার্ভিস ডাক্তার ফোরাম আজ বামন জয়ন্তী, কেন ভগবান বিষ্ণু নিয়েছিলেন বামন অবতার জেনে নিন সেই কাহিনি ‘সাড়ে ৯ মিনিটের বক্তব্যে ৭৬ বার ‘আমি’, উনি একজন আত্মকেন্দ্রিক মেগালোম্যানিয়াক’ ফিস বা চিকেন নয়, ইন্টারনেটে জনপ্রিয় গোলাপ পাকোড়া! ভাইরাল ভিডিয়ো ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য শান্ত-শাকিবদের কোটি টাকার পুরস্কার দিল দেশের সরকার আরজি করে চিকিৎসক খুনের মামলায় সন্দীপ গ্রেফতার হতেই সরব তৃণমূলের 'বিদ্রোহী নেতা' কেনিয়ার কোচ হওয়ার এক মাসের মধ্যেই ছাঁটাই সচিন, দ্রাবিড়দের প্রাক্তন সতীর্থ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.