নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ব্যাট করার সময় হালকা চোট পান শাকিব আল হাসান। যদিও তার পরেও নিজের বোলিং কোটা পূর্ণ করেন বাংলাদেশ দলনায়ক। ম্যাচের শেষেই চোটের জায়গায় স্ক্যান করাতে শাকিব সোজা ছোটেন হাসপাতালে। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে তাঁর মাঠে নামা নিয়ে একটা অনিশ্চয়তার বাতবরণ রয়েছেই। তবে পুণেতে বুধবার অনুশীলন করতে দেখা যায় তাঁকে।
ভারতের বিরুদ্ধে মহারণের আগে প্রতিপক্ষ সম্পর্কে প্রচ্ছন্ন হুঁশিয়ারির রাস্তায় হাঁটলেন না শাকিব। তবে তিনি ইঙ্গিতে এটা মনে করিয়ে দিলেন যে, ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে ৫ বার আউট করার কৃতিত্ব রয়েছে তাঁর।
স্টার স্পোর্টসের আলোচনায় কোহলির উইকেটের গুরুত্ব নিয়ে শাকিব বলেন, ‘ও (কোহলি) অত্যন্ত স্পেশাল ব্যাটসম্যান। সম্ভবত আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটসম্যান ও। ওকে ৫ বার আউট করতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করি। ওর উইকেট নেওয়া নিশ্চিতভাবেই আমাকে তৃপ্তি দেয়।’
অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে কোহলিও প্রশংসায় ভরিয়ে দেন শাকিবকে। তিনি বলেন, ‘এতগুলো বছরে ওর (শাকিবের) বিরুদ্ধে বহু ম্যাচ খেলছি। ওর নিয়ন্ত্রণ অসাধারণ। অত্যন্ত অভিজ্ঞ বোলার ও। শাকিব নতুন বলেও দারুণ বোলিং করে এবং রানও খরচ করে না। একরম বোলারের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে হবে আপনাকে। তা যদি না পারেন, তবে ওর মতো বোলার আপনার উপর চাপ তৈরি করবে এবং উইকেটও তুলে নিতে পারে।’
চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই ২টি অঘটনের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। আফগানিস্তান হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। নেদারল্যান্ডস পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকাকে। এই প্রসঙ্গে কোহলি বলেন, ‘বিশ্বকাপে বড় দল বলে কিছু হয় না। যখনই আপনি বড় দল হিসেবে কাউকে বিবেচনা করে তাদের নিয়েই শুধু পরিকল্পনা করবেন, অঘটন ঘটার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে।’
অঘটনের প্রসঙ্গে কোহলির মতো একই সুর ধরা পড়ে ভারতের বোলিং কোচ পরশ মামব্রের গলায়। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে নিয়ে ভারত যে সতর্ক, সেটা বোঝা যায় মামব্রের কথায়। তিনি বলেন, ‘বিশ্বকাপের মঞ্চে সব দল সমান। যে কোনও দল যে কোনও প্রতিপক্ষকে হারাতে পারে। বিশ্বকাপে কোনও প্রতিপক্ষই ছোট হয় না। আমরা সব দলকেই সমান গুরুত্ব দিই। প্রতিটা ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিতে রাজি নই আমরা।’