মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) এলিমিনেটর ম্যাচে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছেন ভক্তরা। লক্ষ্য তাড়া করার সময়, মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরকে রান আউটের ফাঁদে ফেলার চেষ্টা করেন প্রতিপক্ষ ফিল্ডাররা। তারা তাতে অনেকটা সফলও হয়ে গিয়েছিল, তবে তাদের আবেদনে নট আউট ঘোষণা করেন আম্পায়ার। তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকের প্রশ্ন তাহলে কি বদলে গিয়েছে রান আউটের নিয়ম?
ঘটনাটা কী ঘটেছিল?
আসলে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে WPL এলিমিনেটরে লক্ষ্য তাড়া করতে গিয়ে রানআউট হওয়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান হরমনপ্রীত কৌর। সেটা অবশ্যই নতুন নিয়মের কারণে। এদিনের ম্যাচে দ্বিতীয় উইকেটের পতনের পর ক্রিজে আসেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টে হরমনপ্রীত কৌর। এমআই-এর ক্যাপ্টেন ইনিংসের শুরুতে একটি ক্লোজ রান আউট কল থেকে বেঁচে যান, তার ব্যাট মাটিকে না ছুঁয়ে হাওয়ায় ছিল, সেই সময়ে স্টাম্প ভেঙে দেন উইকেটরক্ষক। তবে এরপরেও তৃতীয় আম্পায়ার হরমনপ্রীতকে নট আউট দেন।
ঘটনাটি ঘটে ম্যাচের অষ্টম ওভারে
রান তাড়ার করতে গিয়ে ইনিংসের ৮ম ওভারে এ ঘটনাটি ঘটেছিল। বাঁ হাতের স্পিনার সোফি মোলিনাক্স তার দ্বিতীয় ওভার করতে আসেন। ন্যাট সিভার ব্রান্ট শর্ট ফাইন লেগের দিকে বলটি খেলেন এবং রানের জন্য ছুটে যান। ক্রিজের একটু দূরে ছিলেন হরমনপ্রীত কৌর এবং সেই সময়ে রিচা ঘোষ স্টাম্প উড়িয়ে দেন। তবে অধিনায়ক হরমনপ্রীত কৌর সেই সময়ে রান সম্পূর্ণ করার জন্য ও রান আউট থেকে বাঁচতে ফুল ড্রাইভ করেছিলেন। তিনি যখন ক্রিজে আসেন, প্রথমে তার ব্যাট মাটিতে ছিল, কিন্তু টিভি-র পর্দায় দেখা যায়, রিচা ঘোষ যখন স্টাম্প উড়িয়ে দেন, তখন হরমনপ্রীতের ব্যাট হাওয়ায় ছিল।
থার্ড আম্পায়ার বেশ কয়েকবার এই ঘটনার দৃশ্যটি রিপ্লেতে দেখেছিলেন এবং অবশেষে হারমনপ্রীত কৌরকে নট-আউট দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এর কারণ হল রিচা ঘোষ যখন স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন, তখন কৌরের ব্যাট ক্রিজে পাওয়া গিয়েছিল, তারপরে তার ব্যাট বাতাসে চলে যায়। এই কারণে আম্পায়ার হরমনপ্রীত কৌরকে নট আউট দেন।
নিয়ম কী বলে?
এমসিসির নিয়ম অনুযায়ী হরমনপ্রীতকে নটআউট ঘোষণা করা হয়। নির্দিষ্ট পরিস্থিতিতে রান আউট হলে একজন ব্যাটসম্যানকে নটআউট দেওয়া যেতে পারে। হরমনপ্রীত কৌরকে MCC নিয়ম 30.1.2 এর অধীনে নটআউট দেওয়া হয়েছিল। এই নিয়মে বলা হয়েছে যে, যদি কোনও ব্যাটসম্যান তার মাটিতে দৌড়ানোর সময় বা ড্রাইভ করার সময় তার শরীরের কোনও অংশ বা ব্যাটকে পপিং ক্রিজের ভিতরে রাখে, তার পরে খেলোয়াড়ের কোনও অংশ ব্যাট যদি গ্রাউন্ডের সঙ্গে যোগাযোগ হারায় তবে ব্যাটসম্যানকে আউট দেওয়া হবে না। অর্থাৎ কেউ যদি রান নেওয়ার সময় ড্রাইভ দেয় এবং সে আগেই ক্রিজে চলে আসে এবং তারপর তার ব্যাট বা শরীরে কোনও অংশ ঝাঁকুনি বা বাউন্স করে ক্রিজ থেকে উপরে উঠে যায় সেক্ষেত্রে সেটি রান আউট হবে না।
আরও পড়ুন… WPL 2024: এলিস পেরিকে গাড়ির ভাঙা জানলার কাঁচ উপহার দিল TATA! জানেন কি পুরো ঘটনাটা
তবে আগে এমনটা হত না। আগে দেখা হত ক্রিজে ব্যাটারের ব্যাট বা শরীর লেগে আছে কিনা। যদি ব্যাটার ক্রিজে ঢুকে যেত এবং তারপরে কোনও কারণে ব্যাটারের ব্যাট হাওয়ায় থাকত তাহলেও রান আউট দেওয়া হত। তবে এখন বদলে গেল নিয়ম। এর ফলে ব্যাটাররা অনেকটাই উপকৃত হবেন।