ছোটবেলা থেকে হাতে ধরে সব কিছু শিখিয়েছেন বাবা-মা। শুক্রবার ওয়াংখেড়েতে দাঁড়িয়ে মেয়ের কাছ থেকে ছোটখাটো কিছু বিষয় শিখে নিলেন রিচার মা স্বপ্না ও বাবা মানবেন্দ্র ঘোষ। কীভাবে মাইক্রোফোন হাতে নিতে হয়, ক্যামেরার সামনে কথা বলার সময়ে কোন দিকে তাকাতে হয়, ছবি তোলার সময়ে কীভাবে একই দিকে তাকিয়ে পোজ দিতে হয়, খেলা নিয়ে আলোচনার ফাঁকেই মা-বাবাকে শেখাচ্ছিলেন রিচা।
দেশের হয়ে ১৭টি ওয়ান ডে ও ৪১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা হয়ে গিয়েছে রিচার। তবে এই প্রথমবার টেস্ট খেলার সুযোগ পেলেন তিনি। ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় বাংলার তারকা ক্রিকেটারের। কেরিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেন রিচা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্টের প্রথম ইনিংসে তিনি ৫২ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন।
বৃহস্পতিবার মা-বাবার সামনেই রিচার হাতে টেস্ট ক্যাপ তুলে দেন স্মৃতি মন্ধনা। শুক্রবার মেয়ের দুরন্ত ইনিংসের পরে বিসিসিআই টিভির সাক্ষাৎকারে রিচার মামা-বাবা নিজেদের প্রাণখোলা অনুভূতি প্রকাশ করেন নিতান্ত সরলভাবে।
অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি করার জন্য রিচাকে অভিনন্দন জানান তাঁর বাবা। সঙ্গে এটাও মনে করিয়ে দেন যে, আসল লক্ষ্য হল দেশের জয়। ভারতের জয়ে ইতিবাচক ভূমিকা নেওয়াই যে তাঁর প্রধান কর্তব্য, রিচাকে সেটা স্মরণ করিয়ে দিতে ভোলেননি মানবেন্দ্র। তিনি বলেন, ‘আজকে ভালোই খেলেছ। তবে দিনের শেষে আসল লক্ষ্য হচ্ছে ভারতের জয়। নিজের একশো শতাংশ দিয়ে দেশকে জেতাতে হবে।’
পরক্ষণেই রিচাকে তাঁর বাবা বলেন, ‘তোমার কঠিন পরিশ্রম ফল দিয়েছে। আমাদের বিশ্বাস ছিল, কখনও না কখনও তুমি টেস্ট খেলার সুযোগ পাবে। এটা সবে শুরু মাত্র। তোমাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’
মা-বাবার সঙ্গে রিচার কথোপকথনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন এখানে
মেয়ের সাফল্যে গর্বিত রিচার মা স্বপ্না। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঝরঝরে বাংলার তিনি বলেন, ‘আমার খুবই ভালো লেগেছে। এখানে এসে তোমার অভিষেক ম্যাচ দেখছি। তার উপর তুমি হাফ-সেঞ্চুরি করেছে। আমার খুব গর্ব হচ্ছে।’
শেষে রিচার বাবা বলেন, ‘অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। এমন দলের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ভালো খেলেছ, এটা বড় বিষয়। কখনও কখনও অনুভূতিকে কথায় প্রকাশ করা যায় না। এর পরে যেখানেই টেস্ট খেলা হোক না কেন, আমরা মাঠে উপস্থিত থাকার চেষ্টা করব।’
উল্লেখ্য, অভিষেক টেস্টে বোনের খেলা দেখতে ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন রিচার দিদি সোমাশ্রীও।