বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > Darjeeling, kalimpong Result Update: বিজেপির দিক থেকে মুখ ফেরাচ্ছে দার্জিলিং পাহাড়, অশনি সংকেত পঞ্চায়েত ভোটে

Darjeeling, kalimpong Result Update: বিজেপির দিক থেকে মুখ ফেরাচ্ছে দার্জিলিং পাহাড়, অশনি সংকেত পঞ্চায়েত ভোটে

বিজনবাড়িতে চলছে ভোট গণনা। 

বিজেপি এবার অন্যান্য আঞ্চলিক শক্তিকে নিয়ে জোট করার চেষ্টা করেছিল। কিন্তু সেই জোট কার্যত মুখ থুবড়ে পড়েছে বলে খবর।

পাহাড়ের পঞ্চায়েত ভোটের রেজাল্টের প্রতি বাড়তি আগ্রহ রয়েছে অনেকের। কারণ পাহাড়ে দীর্ঘদিন পরে দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছে এবার। তবে পাহাড়ের রীতি মেনে এবারও ভোটে সেভাবে অশান্তি কিছু হয়নি। কিন্তু ভোটের ফলাফলের ট্রেন্ড কোনদিকে সেটাই এখন প্রশ্নের।

দার্জিলিংয়ে ভোটের ফলাফলের নিরিখে এগিয়ে রয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। পাহাড়ের দখল নিচ্ছে অনীত থাপার দল। এমনটাই খবর। কালিম্পংয়েও একই ছবি। প্রসঙ্গত বিজিপিএমের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা রয়েছে। অন্যদিকে বিজেপি এবার অন্যান্য আঞ্চলিক শক্তিকে নিয়ে জোট করার চেষ্টা করেছিল। কিন্তু সেই জোট কার্যত মুখ থুবড়ে পড়েছে বলে খবর।

দার্জিলিংয়ের ভোটের ফলাফলের আপডেট

দার্জিলিংয়ে মোট আসন ৫৯৮টি। ১১টি জয়ী বিজেপি। অন্যান্যরা ৭২টিতে জয়ী হয়েছে। ২৩টিতে এগিয়ে রয়েছে। নির্দলদের মধ্য়ে ৪১টি আসনে জয়ী তারা। এগিয়ে রয়েছে ১০টিতে।

কালিম্পংয়ে ভোটের ফলাফলের আপডেট

কালিম্পংয়ে ২৮১টি আসন। ভোট হয়েছে ২৮০টি আসনে। একটিতে এগিয়ে তৃণমূল। বিজেপি ১৯টিতে জয়ী ও ২টিতে এগিয়ে রয়েছে। অন্যান্যরা ৮৮টিতে জয়ী হয়েছেন। ৩২টিতে অন্যান্যরা এগিয়ে রয়েছেন। নির্দলরা ৪৩টিতে জয়ী হয়েছেন। তারা ২২টিতে এগিয়ে রয়েছেন।

তবে তাৎপর্যপূর্ণভাবে এবার পাহাড়ে বড় ধাক্কার মুখে বিজেপি। সূত্রের খবর, কিছুটা হলেও এগিয়ে রয়েছে অনীত থাপার নেতৃত্বে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অন্যদিকে মোর্চা নেতা বিমল গুরুংয়ের জনপ্রিয়তায় যে ভাটা পড়ছে পাহাড়ে সেটা ক্রমশ প্রকাশ্য়ে। অন্যদিকে বিজেপির দিক থেকে মুখ ফেরাচ্ছে পাহাড় তারও ইঙ্গিত মিলছে পাহাড়ে।

সেই ২০০০ সালে শেষবার পঞ্চায়েত ভোট হয়েছিল পাহাড়ে। এরপর দীর্ঘদিন পরে ভোট পাহাড়ে। এদিকে বর্তমানে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএমের দাপট রয়েছে পাহাড়ে। এদিকে সংসদ আসনের দিক থেকে পাহাড় বিজেপির দখলে রয়েছে। আবার দুটি বিধানসভা কেন্দ্রও বিজেপির দখলে। অন্যদিকে বরাবরের মতো মোর্চাও তাদের মতো করে তৃণমূলস্তরে ঘর গোছানোর কাজ করেছিল। আবার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার বিরুদ্ধেও মোর্চা ঘুঁটি সাজিয়েছে। আর এসব লড়াইয়ের মাঝে পড়ে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে তৃণমূল।

 

বন্ধ করুন