শহরের রাস্তায় বাস কমে গিয়েছে। কারণ আগামীকাল শনিবার গ্রামবাংলা জুড়ে পঞ্চায়েত নির্বাচন হবে। তাই সেখানে বাস লাগবে। ইতিমধ্যেই প্রায় ৪০ শতাংশ বাস ভোটের কাজে তুলে নেওয়া হয়েছে। তার জেরে নিত্যযাত্রী থেকে স্কুলপড়ুয়াদের যাতায়াতে ব্যাপক প্রভাব পড়েছে। কলকাতার অনেক স্কুল ছুটি পর্যন্ত দিয়ে দিয়েছে বলে খবর। বিশেষ করে যেসব স্কুলে পুলকারে পড়ুয়ারা যাতায়াত করে তারা স্কুলে যেতে পারছে না বলে অভিযোগ। বিজ্ঞপ্তি জারি করে কিছু স্কুল ছুটি ঘোষণা করলেও অনেক স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি ছাড়াই জানান, শুক্রবার স্কুলে কম পড়ুয়া আসবে।
এদিকে শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। তাই ভোটকর্মীদের সংশ্লিষ্ট কেন্দ্রে নিয়ে যেতে বাস তুলে নেওয়ায় শহরে গণপরিবহণের আকাল পড়েছে। একধাক্কায় শহর থেকে প্রায় ৪০ শতাংশ বাস কমে গিয়েছে। উত্তর থেকে দক্ষিণে কয়েকটি মূল রুট ছাড়া বাকিগুলিতে বাসের সংখ্যা অত্যন্ত কম। ইতিমধ্যেই বাস না থাকার জেরে অফিসটাইমে চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকী দিনের অন্য সময়েও বাসের হাল খুব ভাল ছিল না। এই পরিস্থিতি চলবে আগামী রবিবার পর্যন্ত। আর যেসব স্কুলের নিজস্ব বাস নেই অথচ ভাড়া করা বাস স্কুলের কাজে লাগানো হয় সেগুলিও ভোটের কাজে গিয়েছে। ফলে পড়ুয়াদের পঠনপাঠনে প্রভাব পড়েছে।
অন্যদিকে গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলের নিজস্ব বাস নেই। ভাড়া করা বাস এখন ভোটের কাজে গিয়েছে। তাই আজ, শুক্রবার সেখানে পড়ুয়ার সংখ্যা অনেক কমে গিয়েছে। আবার পঞ্চায়েত নির্বাচন রয়েছে রাজারহাট, নিউটাউনের গ্রামীণ এলাকায়। সুতরাং ওই এলাকার প্রায় সব বেসরকারি স্কুল বেশ চাপে পড়েছে। কারণ এইসব স্কুলের বাস ভোটের কাজে নেওয়া হয়েছে। তাই আজ, শুক্রবার নিউটাউনের নারায়ণা স্কুল, ডিপিএস নিউটাউন, ডিপিএস মেগাসিটি বন্ধ থাকছে। শনিবার এমনই ছুটি। আর রবিবার তো ছুটিই থাকে।
আরও পড়ুন: ভোট ট্রান্সফার রুখতে মরিয়া সিপিএম, পঞ্চায়েত নির্বাচনের আগে জারি নয়া নির্দেশ
আর কী জানা যাচ্ছে? আর এই পরিস্থিতিতে বাস মালিকদের দাবি, শনিবার ডিউটি করে দূরের জেলা থেকে বাস গ্যারেজ করতেই রবিবার সন্ধ্যা হয়ে যাবে। তারপর একদিন বিশ্রামের জন্য চালকরা ডিউটি নিতে চান না। তাই শহরে স্বাভাবিকভাবে বাস নামাতে সোমবার কিংবা মঙ্গলবার হয়ে যাবে। লালবাজার সূত্রে খবর, আগামী রবিবার পর্যন্ত শহরের সব সিগন্যাল স্বয়ংক্রিয় করে দেওয়া হবে। যাতে নির্দিষ্ট সময় অন্তর তা লাল এবং সবুজ হয়ে যেতে পারে। হেরিটেজ স্কুলের অধ্যক্ষা সীমা সাপ্রু সংবাদমাধ্যমে বাসের সমস্যা নিয়ে বলেন, ‘স্কুলের ৭০টি বাস নিয়ে নেওয়া হয়েছে। তাই বৃহস্পতিবার এবং শুক্রবার স্কুল বন্ধ থাকছে।’