বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > Mamata's Campaign for Panchayat Vote: নবজোয়ারের পথেই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মমতা, পাটনা থেকে ফিরেই উত্তরবঙ্গে

Mamata's Campaign for Panchayat Vote: নবজোয়ারের পথেই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মমতা, পাটনা থেকে ফিরেই উত্তরবঙ্গে

মমতা বন্দ্যোপাধ্যায় (Photo by Santosh Kumar / Hindustan Times)

পঞ্চাযেত নির্বাচনের পর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন হবে গোটা দেশে। সেখানে বাংলা একটা বড় ফ্যাক্টর। তাই গোটা উত্তরবঙ্গকেই বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এখানেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভাল ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। কোচবিহার থেকে সাংসদ হন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। 

পাটনাতে বিরোধী দলগুলির মেগা বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। এবার সেখান থেকে বাংলা ফিরছেন। আর বাংলায় ফিরেই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ঝাঁপিয়ে পড়বেন তিনি। রাজ্য–রাজনীতির পারদ চড়বে তাঁর হাত ধরেই। হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষা এখন বঙ্গে প্রবেশ করেছে। সেই বর্ষাকে মাথায় নিয়েই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে উত্তর থেকে দক্ষিণ চষে বেড়াবেন তৃণমূল সুপ্রিমো। এবারের পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়েই হতে চলেছে। তার প্রাক্কালে আগামী সপ্তাহে নবজোয়ারের পথ ধরেই প্রচারে ঝাঁপাতে চলেছেন তৃণমূলনেত্রী।

কেমন হচ্ছে প্রচারের পথ?‌ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপে শেষ করেন। আর পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার (২৬ জুন) কোচবিহারে প্রথম জনসভা করবেন বলে সূত্রের খবর। উত্তরবঙ্গের জেলা থেকে শুরু করলেও প্রত্যেকটি জেলায় প্রচারে যাবেন তিনি। আর তা শেষ হবে দক্ষিণবঙ্গে। যদিও দু’সপ্তাহের কম সময় থাকছে তৃণমূল নেত্রীর হাতে। কারণ, ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। তাই সময় নষ্ট না করে রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে পৌঁছে যাওয়ার কথা। আর সোমবার জনসভা।

কেন উত্তরবঙ্গকে বেছে নিলেন নেত্রী?‌ তৃণমূলে নবজোয়ার যাত্রার মধ্যে দিয়ে অনেক কুৎসা, অপপ্রচারের জবাব দেওয়া গিয়েছে। আবার বিরোধীদের করা ক্ষততেও প্রলেপ পড়েছে। আবার উত্তরবঙ্গের জেলা মালদা, জলপাইগুড়ি, কোচবিহার–সহ নানা জেলায় দলের গোষ্ঠীকোন্দল বেড়েছে। যা পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়ার শুরু থেকে দেখা দিয়েছে। নির্দল প্রার্থীর সংখ্যা বেড়েছে। এই নির্দল কাঁটা নিয়েই নির্বাচনে লড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আর তাই নিজে হাতে সেসব মিটিয়ে দিতেই কোচবিহার থেকে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো বলে সূত্রের খবর।

আর কী জানা যাচ্ছে?‌ পঞ্চাযেত নির্বাচনের পর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন হবে গোটা দেশে। সেখানে বাংলা একটা বড় ফ্যাক্টর। তাই গোটা উত্তরবঙ্গকেই বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এখানেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভাল ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। কোচবিহার থেকে সাংসদ হন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। এখান আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। একুশের বিধানসভা নির্বাচনেও সেই ক্ষতে প্রলেপ দেওয়া যায়নি। তাই উত্তরবঙ্গের জেলা থেকেই সাধারণ মানুষজনকে বার্তা দিতে চান তৃণমূল নেত্রী। তাই এবার এই পরীক্ষায় লাস্ট মিনিট সাজেশন দিতে উত্তরবঙ্গ থেকে শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বন্ধ করুন