পেটিএম-এর কিউআর কোডের মতোই দেখছে পোস্টারটা। তবে কিউআর কোডের মাঝে মুখ ঢাকা এক ব্যক্তির ছবি। দেখতে কতকটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতোই। সম্প্রতি কর্ণাটকের বিদারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, তাঁকে কংগ্রেস ৯১ রকম ভাবে গালি দিয়েছে। এই পরিস্থিতিতে এবার মোদীর বিরুদ্ধে পালটা 'ক্রাই পিএম' প্রচার অভিযান শুরু করল কংগ্রেস। উল্লেখ্য, কর্ণাটকে নির্বাচনী উত্তাপ চরমে। এই আবহে বারংবার এই দক্ষিণী রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় রাখতে নিজের 'ব্র্যান্ড'কে কাজে লাগাতে চাইছেন তিনি। এরই সঙ্গে কংগ্রেসকেও তোপ দাগছেন সুযোগ পেলেই। এই আবহে সম্প্রতি কর্ণাটকের বিদারে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন যে কংগ্রেস তাঁকে ৯১ রকম ভাবে গালিগালাজ দিয়েছে।
এই আবহে কর্ণাটক কংগ্রেস এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদীকে তোপ দেগে লেখে, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দুঃখের কথা শুনিয়ে মানুষের থেকে ভোট চান। তিনি মানুষের কষ্টের কথা শোনেন না। আপনি কি ভুলে গিয়েছেন যে প্রধানমন্ত্রীর কাজ হল মানুষের কষ্টের কথা শোনা এবং তার সমাধানসূত্র বের করা? আমাদের নেতা সিদ্দারামাইয়া এবং পরমেশ্বরের ওপর হামলা চালিয়েছিল বিজেপি কর্মী-সমর্থকরা। আমরা এটাকে কোনও দিন ইস্যু হিসেবে তুলে ধরিনি। #CryPMPayCM' এদিকে প্রধানমন্ত্রীকে এই ইস্যুতে তোপ দেগেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। সম্প্রতি এক জনসভা থেকে প্রিয়াঙ্কা বলেন, 'আমি কখনও এমন প্রধানমন্ত্রী দেখিনি যিনি জনসমক্ষে কাঁদেন লোকের দুঃখের কথা না শুনে। তাঁর অফিস একটি তালিকা বানিয়েছে। তাতে জনসাধারণের কষ্টের উল্লেখ নেই। আছে মোদীকে দেওয়া তথাকথিত গালির সংখ্যা।'
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কর্ণাটকে রাজনৈতিকদের 'কুকথা'র বন্যা বয়ে গিয়েছে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে মোদীকে সাপের সঙ্গে তুলনা করেছিলেন। জবাবে কর্ণাটকের এক বিজেপি বিধায়ক সোনিয়া গান্ধীকে 'বিষকন্যা' আখ্যা দিয়েছিলেন। এদিকে অমিত শাহ কর্ণাটকে গিয়ে দাবি করেছিলেন কংগ্রেস যদি সেরাজ্যে সরকারে আসে তাহলে সেখানে দাঙ্গা হবে। এই আবহে কংগ্রেস যোগী এবং শাহকে প্রচার থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে। এই আবহে শনিবার কংগ্রেসকে তোপ দেগে মোদী দাবি করেন, তাঁকে ৯১ রকমের গালিগালাজ করেছে কংগ্রেস। শুধু তাই নয়, লিঙ্গায়েত সম্প্রদায়, ওবিসি সম্প্রদায়ের মানুষকেও কংগ্রেস অপমান করেছে বলে দাবি করেন মোদী।
মোদী বলেছিলেন, 'আমায় অনেক গালিগালাজ দেওয়া হয়। তো সেটা নিয়ে কেউ একজন তালিকা তৈরি করে আমাকে পাঠিয়েছিল। সেখানে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত কংগ্রেসের লোকজন আমায় ৯১ রকমের গালিগালাজ করেছে। এই গালিগালাজের অভিধান তৈরিতে সময় নষ্ট না করে কংগ্রেসে যদি ভালোভাবে প্রশাসন পরিচালনা করত এবং দলের কর্মীদের মনোবল চাঙ্গা করত, তাহলে ওদের এরকম করুণ অবস্থা হত না।' এবার মোদীর দাবিকেই হাতিয়ার বানিয়ে পালটা তোপ দেগেছে কংগ্রেস।