অমিত কাওপার
সামনেই গুজরাট ভোট। তার আগে সোমবার পরপর তিনটি সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই সঙ্গেই কংগ্রেসকে একেবারে চাঁচাছোলা আক্রমণ করলেন তিনি। দ্বারকা, গির সোমনাথ, জুনাগড় ও কচ্ছতে পরপর সভা করেছেন তিনি।
দ্বারকাতে সভা করে অমিত শাহ বলেন, ২০০৫ সালে মোদীজী অনশনে বসেছিলেন। নর্মদা বাঁধটিকে উঁচু করার জন্য তিনি এই কর্মসূচি পালন করেছিলেন। কংগ্রেসের গোটা শক্তিটাই তো জাতপাত, জাত ভিত্তিক রাজনীতি। কংগ্রেসের আমলে গুজরাটে শিল্প একেবারে মৃতপ্রায় হয়ে গিয়েছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে গুজরাটে শিল্পের জোয়ার আসে। কাশ্মীরের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। অমিত শাহ বলেন, ৩৭০ ধারা বিলোপ করার পরে কাশ্মীরে শান্তি ফিরে এসেছে।
অমিত শাহ বলেন, সোনিয়া-মনমোহন সিং সরকারের ১০ বছরের সময়কালে আলিয়া-মালিয়া, জামালিয়ারা পাকিস্তান থেকে ভারতে সীমান্ত টপকে এসে আমাদের সেনাদের মাথা কেটে ফেলত। আর মৌনি বাবার মুখে কোনও কথা থাকত না।আর পুলওয়ামা আক্রমণের ১০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এয়ার স্ট্রাইকের নির্দেশ দিয়েছিলেন।
কংগ্রেস কর্মীদের কংগ্রেসিয়া বলে কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, রাহুলবাবাকে চ্যালেঞ্জ করছি, ২০২৪ সালের ১লা জানুয়ারি টিকিট বুক করে রাখুন। অযোধ্যার জন্য টিকিট বুক করে রাখুন। সেখানে দেখবেন আকাশচুম্বী রামমন্দির।