অনেকটা বয়স হয়েছে। আগের মতো সেই দৌড়ঝাঁপ করতে পারেন না। তবে এখনও মেজাজে এসে গেলে তাঁকে যে কেউ রুখতে পারবে না, সেই প্রমাণ দিলেন লালুপ্রসাদ যাদব। শুক্রবার বিহারের পাটনায় বিরোধী জোট নিয়ে গুরুগম্ভীর বৈঠকের পর সাংবাদিক বৈঠকে সটান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে বলে দিলেন যে এখনও বিয়ের সময় পেরিয়ে যায়নি। শুধু দাড়ি না বাড়িয়ে জলদি যেন বিয়েটা সেরে ফেলেন। তাঁর মা সোনিয়া গান্ধীর সঙ্গে যখনই দেখা হয়, তখনই তিনি অনুযোগ করেন যে একেবারে কথা শুনতে চান না রাহুল। লালুরাই যেন ৫৩ বছরের রাহুলকে বিয়ে করতে বলেন। যা শুনে অন্য়ান্য নেতারাও হাসিতে ফেটে পড়েন। তারইমধ্যে রাহুলকেও কিছু বলতে দেখা যায়। তবে তিনি কী বলছিলেন, তা শোনা যায়নি।
লোকসভা ভোটের রণকৌশল নির্ধারণ এবং বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধভাবে লড়াই করতে শুক্রবার পাটনায় বৈঠকে বসেন একাধিক বিরোধী দলের নেতা-নেত্রীরা। হাজির ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার, আরজেডির লালুপ্রসাদ যাদব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদম পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, এনসিপি প্রধান শরদ যাদব, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-সহ বিরোধী দলের নেতা-নেত্রীরা।
আরও পড়ুন: রাহুলের ‘লাদেনের মতো দাড়ি’ মন্তব্যে বিজেপি নেতাকে পাল্টা তোপ আরজেডির মনোজ ঝার
সেই বৈঠকের শেষে যৌথভাবে বিরোধী নেতা-নেত্রীরা সাংবাদিক বৈঠক করেন। পাটনায় সেই সাংবাদিক বৈঠকের মধ্যেই রাহুলকে বিয়ের পরামর্শ দেন লালু। যিনি বরাবরই মজাদার রাজনীতিবিদ হিসেবে পরিচিত। এমনকী তিনি যখন সংসদে রেল বাজেট পেশ করতেন, সেই সময়ের একাধিক ভিডিয়ো এখনও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। মাঝেমধ্যে এমন সব কথা বলতেন যে হাসি থামানো যেত না। শুক্রবারও সেটার ব্যতিক্রম হয়নি। লালুর কথা শুনে হাসি চাপতে পারেননি বিরোধী নেতানেত্রীরা। হেসে ফেলেন সাংবাদিকর। যা দেখে সত্যিই মনে হবে যে ‘ফর্ম ইজ টেম্পোরারি, বাট ক্লাস ইজ পার্মানেন্ট’।
তবে মজার পর একেবারে স্পষ্টভাবে রাহুলরা জানিয়ে দেন, আগামী বছর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়াই করবেন বিরোধীরা।কোন রাজ্যে কোন দল লড়াই করবে, কোন অঙ্ক মেনে এগিয়ে যাওয়া হবে, তা নিয়ে বিস্তারিতভ আলোচনার জন্য আগামী মাসে হিমাচল প্রদেশের শিমলায় বিরোধীদের বৈঠক হবে।