আগামী ১ জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে। সপ্তম দফায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। আর ভোটগণনা হবে আগামী ৪ জুন। যে আসন থেকে লড়াই করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার হ্যাটট্রিকের লক্ষ্যে ময়দানে নেমে পড়েছেন তিনি। গতবার বিপুল ভোটে জিতেছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালে একেবারে শেষ দফায় ভোটগ্রহণ হয়েছিল ডায়মন্ড হারবারে। সপ্তম দফায় ১৯ মে ভোট দিয়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড লোকসভা কেন্দ্রের প্রার্থী
আপাতত শুধুমাত্র ডায়মন্ড হারবার থেকে প্রার্থীর নাম ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। প্রত্যাশিতভাবেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তৃণমূলের টিকিট দাঁড়িয়েছেন অভিষেক। বিজেপি, বাম বা কংগ্রেসের তরফে এখনও জানানো হয়নি যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কে লড়াই করবেন।
২০১৯ সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলাফল
গতবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ৩,২০,৫৯৪ ভোটে জিতেছিলেন অভিষেক। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৭,৯১,১২৭। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির নীলাঞ্জন রায়। তিনি পেয়েছিলেন ৪,৭০,৫৩৩ ভোট। তৃতীয় হয়েছিলেন বামপ্রার্থী ফুয়াদ হালিম। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯৩,৯৪১।
আর ২০১৪ সালেও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন অভিষেক। সেটাই নির্বাচনী ময়দানে অভিষেক 'অভিষেক' ছিল। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে বামপ্রার্থী আবুল হাসনাতকে হারিয়ে দিয়েছিলেন। জয়ের ব্যবধান ছিল ৭১,০০০ ভোটের বেশি।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭ বিধানসভা
১) ডায়মন্ড হারবার (২০১৯ সালে লিড পেয়েছিলেন অভিষেক, প্রাপ্ত ভোট ১,০৯,১৩৪)।
২) ফলতা (২০১৯ সালে অভিষেকের লিড ছিল, প্রাপ্ত ভোট ১,১৪,৬৮৯)।
৩) সাতগাছিয়া (২০১৯ সালে লিড ছিল অভিষেকের, প্রাপ্ত ভোট ১,১১,৫৪০)।
৪) বিষ্ণপুর (২০১৯ সালে অভিষেকের লিড ছিল, প্রাপ্ত ভোট ১,১৭,৬১৭)।
৫) মহেশতলা (২০১৯ সালে লিড পেয়েছিলেন অভিষেক, প্রাপ্ত ভোট ৯৮,০৯২)।
৬) বজবজ (২০১৯ সালে অভিষেক লিড পেয়েছিলেন, প্রাপ্ত ভোট ১,১৯,৬৭৫)।
৭) মেটিয়াবুরুজ (২০১৯ সালে লিড পেয়েছিলেন অভিষেক, প্রাপ্ত ভোট ১,১৯,৯৭৮)।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী (শেষ ৫ নির্বাচন)
১) ১৯৯৯ সাল: শমীক লাহিড়ি (বামপ্রার্থী)।
২) ২০০৪ সাল: শমীক লাহিড়ি (বামপ্রার্থী)।
৩) ২০০৯ সাল: সোমেন মিত্র (তৃণমূল ও কংগ্রেস জোট)।
৪) ২০১৪ সাল: অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল প্রার্থী)।
৫) ২০১৯ সাল: অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল প্রার্থী)।
আরও পড়ুন: Mamata Banerjee Family: ৩২ জনের পরিবার! বাবুন ছাড়া মমতার বড় ফ্যামিলিতে কে কে আছেন? ভাই কতজন?