দলের গোষ্ঠীকোন্দলের জেরে পঞ্চায়েত ভোটে ব্যাপক প্রভাব পড়েছে। বীরভূমের বেশ কয়েকটি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। এবার লোকসভা ভোটে সেরকম যাতে না ঘটে তার জন্য দলের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার বার্তা দিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শুধু তাই নয়, গোষ্ঠীকোন্দল মেটাতে প্রকাশ্যে মঞ্চেই একে অপরের বিরোধী দুই নেতার হাত মিলিয়ে দিলেন তৃণমূল প্রার্থী।
আরও পড়ুনঃ বোকামি করেছে, দল নিশ্চই সমর্থন করে না, সন্দেশখালি হামলা নিয়ে শতাব্দী রায়
রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েত আগে তৃণমূলের দখলে ছিল। তবে গত পঞ্চায়েত নির্বাচনে তা ছিনিয়ে নিয়েছে বিজেপি। যদিও এই পঞ্চায়েতের মাসড়া এবং দখলবাটি পঞ্চায়েতে তৃণমূল ভালো ফল করেছে। তবে কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতে ১৩ টি আসনের মধ্যে মাত্র ৩ টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে, পঞ্চায়েত সমিতির ৩ টি আসনের মধ্যে ১ টিতে তৃণমূল জয়ী হয়েছিল। তবে বাকি দুটিতে জয়ী হয়েছিল বিজেপি। কেষ্টগড়ে এমন হারের ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছিল ঘাসফুল শিবির। তবে পর্যালোচনা করে দলের নেতৃত্ব জানতে পারেন, গোষ্ঠীদ্বন্দ্ব এবং সঠিক প্রার্থী নির্বাচন না হওয়ার ফলেই তৃণমূল কংগ্রেসের এরকম হাল হয়েছিল।
এরপরে দলের অন্দরের গোষ্ঠী কোন্দল মেটাতে তৎপর হয় তৃণমূল কংগ্রেস। এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ও একাধিবার এই সমস্যা মেটাতে উদ্যোগে হয়েছিলেন। তবে তাতে বিশেষ কাজ হয়নি।
এবার সামনেই লোকসভা নির্বাচন। কিন্তু, দুই গোষ্ঠীর বিবাদের জেরে ওই পঞ্চায়েতে দলীয় কর্মীদের সেরকমভাবে সক্রিয় হতে দেখা যাচ্ছে না। শনিবার সেখানে দলের কর্মীদের নিয়ে বৈঠক করেন শতাব্দী রায়। জানা যায়, এখানকার দুই নেতা সঞ্জয় দত্ত এবং নিখিল কোনাইয়ের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। তাই এই দুই নেতাকে মঞ্চে ডেকে হাত মিলিয়ে দেন শতাব্দী রায় এবং দুজনকে একসঙ্গে কাজ করার বার্তা দেন।
এবারের নির্বাচনে প্রতিটি বুথ থেকে লিড দেওয়ার বার্তা দিয়েছেন শতাব্দী রায়। এর পাশাপাশি মাসড়া এবং দখলবাটি পঞ্চায়েতের কর্মীদের নিয়েও বৈঠক করেন তৃণমূল প্রার্থী। সেখানেও কর্মীদের একসঙ্গে কাজ করার বার্তা দেন তিনি। অন্যদিকে, প্রচারে নেমে বিজেপি প্রার্থী দেবাশিস ধর বিদায়ী সাংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। একাধিক সরকারি প্রকল্পের সুবিধা স্থানীয়রা না পাওয়ার জন্য তিনি তৃণমূল প্রার্থীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন।