একদিকে প্রত্যাশা মতোই কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হল, আবার অন্যদিকে ভোটের বাজিমাত করতে চমক দেওয়া হল, কোনও কোনও ক্ষেত্রে আবার বিদায়ী সাংসদদের আসন পালটে ফেলা হল- পশ্চিমবঙ্গে বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকার সারমর্ম হল সেটাই। দীর্ঘ টালবাহানার পরে রবিবার রাতে বিজেপির তরফে যে প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে, তাতে তমলুক থেকে টিকিট দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ব্যারাকপুর থেকে লড়বেন অর্জুন সিং। কলকাতা উত্তরে টিকিট পেয়েছেন তাপস রায়। আবার চমক হিসেবে বসিরহাট আসনে প্রার্থী করা হয়েছে সন্দেশখালির গৃহবধূ রেখা পাত্রকে। যিনি শিবু হাজরাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অন্যদিকে, দিলীপ ঘোষকে তাঁর জেতা আসন মেদিনীপুর থেকে সরিয়ে সটান বর্ধমান-দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে ঠেলে দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে।
সবমিলিয়ে রবিবার ১৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তার ফলে এখনও পর্যন্ত ৪২টি লোকসভা আসন-বিশিষ্ট পশ্চিমবঙ্গে গেরুয়া শিবির ৩৮টি আসনে প্রার্থী দিল। যে চারটি আসনে এখনও প্রার্থী দেয়নি, সেটার মধ্যে আছে হেভিওয়েট ডায়মন্ড হারবার কেন্দ্র। যেখান থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়া আসানসোল, ঝাড়গ্রাম এবং বীরভূমেরও প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি।
দ্বিতীয় দফায় বিজেপির প্রার্থীতালিকা
১) জলপাইগুড়ি: জয়ন্ত রায়।
২) দার্জিলিং: রাজু বিস্ত।
৩) রায়গঞ্জ: কার্তিক পাল।
৪) জঙ্গিপুর: ধনঞ্জয় ঘোষ।
৫) কৃষ্ণনগর: অমৃতা রায়
৬) ব্যারাকপুর: অর্জুন সিং।
৭) দমদম: শীলভদ্র দত্ত।
৮) বারাসত: স্বপন মজুমদার।
৯) বসিরহাট: রেখা পাত্র।
১০) মথুরাপুর: অশোক পুরকাইত।
১১) কলকাতা দক্ষিণ: দেবশ্রী চৌধুরী।
১২) কলকাতা উত্তর: তাপস রায়।
১৩) উলুবেড়িয়া: অরুণ উদয় পাল চৌধুরী।
১৪) শ্রীরামপুর: কবীরশংকর বসু।
১৫) আরামবাগ: অরূপকান্তি দিগর।
১৬) তমলুক: অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
১৭) মেদিনীপুর: অগ্নিমিত্রা পল।
১৮) বর্ধমান পূর্ব: অসীমকুমার সরকার।
১৯) বর্ধমান-দুর্গাপুর: দিলীপ ঘোষ।
প্রথম দফায় বিজেপির প্রার্থীতালিকা
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই গত ২ মার্চ প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছিল বিজেপি। সেই তালিকায় পশ্চিমবঙ্গের ২০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছিল। তবে নারীবিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী অভিযোগ ওঠার পরে আসানসোল কেন্দ্র থেকে নাম প্রত্যাহার করে নেন পবন সিং। তারপর দ্বিতীয় তালিকা প্রকাশ করতে তিন সপ্তাহের বেশি লাগল বিজেপির। প্রথম দফায় কোন কোন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি, সেটার তালিকা দেখে নিন।
১) কোচবিহার: নিশীথ প্রামাণিক।
২) আলিপুরদুয়ার: মনোজ টিগ্গা।
৩) বালুরঘাট: সুকান্ত মজুমদার।
৪) মালদা উত্তর: খগেন মুর্মু।
৫) মালদা দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরী।
৬) মুর্শিদাবাদ: গৌরীশংকর ঘোষ।
৭) বহরমপুর: নির্মলকুমার সাহা।
৮) রানাঘাট: জগন্নাথ সরকার।
৯) বনগাঁ: শান্তনু ঠাকুর।
১০) জয়নগর: অশোক কাণ্ডারী।
১১) যাদবপুর: অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
১২) হাওড়া: রথীন চক্রবর্তী।
১৩) হুগলি: লকেট চট্টোপাধ্যায়।
১৪) কাঁথি: সৌমেন্দু অধিকারী।
১৫) ঘাটাল: হিরণ চট্টোপাধ্যায়।
১৬) পুরুলিয়া: জ্যোতির্ময় সিং মাহতো।
১৭) বাঁকুড়া: সুভাষ সরকার।
১৮) বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ।
১৯) বোলপুর: প্রিয়া সাহা।
পশ্চিমবঙ্গে কবে এবং কোথায় ভোটগ্রহণ হবে?
১) প্রথম দফার ভোট (১৯ এপ্রিল): কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি।
২) দ্বিতীয় দফার ভোট (২৬ এপ্রিল): দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট।
৩) তৃতীয় দফার ভোট (৭ মে): মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ।
৪) চতুর্থ দফার ভোট (১৩ মে): বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম।
৫) পঞ্চম দফার ভোট (২০ মে): বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগা।
৬) ষষ্ঠ দফার ভোট (২৫ মে): তমলুক, কাঁথি, ঘাটল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর।
৭) সপ্তম দফার ভোট (১ জুন): দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর।