রাজ্য বিধানসভা ও লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে ইস্তাহার বড় ঘোষণা করল ওড়িশা কংগ্রেস। শুক্রবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ইস্তাহার প্রকাশ করা হয়েছে। সেই ইশতেহারে কৃষকদের জন্য মাসে ২ হাজার টাকা পেনশন, গার্হস্থ্য গ্রাহকদের জন্য ২০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ ও বেকারদের জন্য তিন হাজার টাকার মাসিক ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এদিন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা অজয় কুমার বলেন, 'দল রাজ্যে ক্ষমতায় এলে প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য ৩০০০ টাকা সহ বোনাস দেবে। একই সঙ্গে মকুব করে দেওয়া হবে কৃষিঋণ।'
আরও পড়ুন। সন্দেশখালির মহিলারা দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে, জানালেন অত্যাচারের কথা
কংগ্রেস তার ইশতেহারে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলির ঋণ মকুব এবং প্রতিটি পরিবারকে ৫০০ টাকা এলপিজি সিলিন্ডার সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।
এছাড়া কংগ্রেস তার ইস্তাহার সরকারি কর্মী এবং অন্যান্য ব্যক্তিদের ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষার আশ্বাস দিয়েছে।
আরও পড়ুন। প্রার্থীর নাম ঘোষণা হয়নি, আসানসোলে বিজেপির প্রচারে ভোজপুরি তারকা দীনেশ লাল যাদব, তবে কি...?
কংগ্রেস তার ইশতেহারে সরকারি কর্মচারী এবং অন্যান্য নাগরিকদের জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার নিশ্চয়তা দিয়েছে । দল বার্ধক্য , বিধবা এবং ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য মাসিক ২ টাকা ভাতা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছে । ইশতেহারে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিষেবা ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির জন্য ২৭ তাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত ছিল ।
আরও পড়ুন। বাংলার মতো অত্যাচার সারা পৃথিবীতে কোথাও হয় না, BJPতে যোগদান করে বললেন অর্জুন