বাংলায় এখনও আনুষ্ঠানিকভাবে জোট হয়নি। তবে লোকসভা নির্বাচনের জন্য লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সঙ্গে হাত মিলিয়ে পড়শি রাজ্য বিহারে আসন বণ্টনের ফর্মুলা চূড়ান্ত করে ফেলল বাম এবং কংগ্রেস। শুক্রবার যৌথ সাংবাদিক বৈঠকে করে জানানো হয় যে বিহারের ২৬টি আসনে লড়াই করবে আরজেডি। যে তালিকায় গয়া, মুঙ্গের, দ্বারভাঙা, পূর্ণিয়া, হাজিপুরের মতো আসন আছে। অন্যদিকে, পাটনা সাহিব, কাটিহার, কিষানগঞ্জ, মুজফ্ফপুর-সহ ন'টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। আর নালন্দা, বেগুসরাই-সহ পাঁচটি আসনে লড়বে বামেরা। তার মধ্যে তিনটি আসনে লড়াই করবে দীপঙ্কর ভট্টাচার্যের সিপিআই-এমএল। একটি করে আসনে লড়াই করবে সিপিআই এবং সিপিএম।
বিহারের কোন কোন আসনে লড়াই করবে আরজেডি?
১) গয়া।
২) নওয়াদা।
৩) জাহানাবাদ।
৪) ঔরঙ্গাবাদ।
৫) বক্সার।
৬) পাটলিপুত্র।
৭) মুঙ্গের।
৮) জামুই।
৯) বাঙ্কা।
১০) বাল্মিকীনগর।
১১) পূর্ব চম্পারণ।
১২) শিওহর।
১৩) সীতামাঢ়ি।
১৪) বৈশালী।
১৫) সারন।
১৬) সিওয়ান।
১৭) গোপালগঞ্জ।
১৮) উজিয়ারপুর।
১৯) দ্বারভাঙা।
২০) মধুবনী।
২১) ঝঞ্জারপুর।
২২) সুপৌল।
২৩) মাধেপুরা।
২৪) পূর্ণিয়া।
২৫) আরারিয়া।
২৬) হাজিপুর।
বিহারের কোন কোন আসনে লড়াই করবে কংগ্রেস?
১) কিষানগঞ্জ।
২) কাটিহার।
৩) ভাগলপুর।
৪) মুজফ্ফপুর।
৫) সমস্তিপুর।
৬) পশ্চিম চম্পারণ।
৭) পাটনা সাহিব।
৮) সাসারাম।
৯) মহারাজগঞ্জ।
বিহারের কোন কোন আসনে লড়াই করবে বামেরা?
১) আরা (সিপিআই-এমএল)।
২) কারাকাট (সিপিআই-এমএল)।
৩) নালন্দা (সিপিআই-এমএল)।
৪) বেগুসরাই (সিপিআই)।
৫) খাগাড়িয়া (সিপিআইএম)।
বাংলায় বাম ও কংগ্রেসের জোট
পশ্চিমবঙ্গে অবশ্য এখনও বাম এবং কংগ্রেসের জোট নিয়ে জট কটেনি। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ আসনে কোনও প্রার্থী দেওয়া হবে না। কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার করবেন তাঁরা। একইভাবে কলকাতা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বামেরা তাঁদের সমর্থন করছেন বলে কংগ্রেস প্রার্থীর প্রদীপ ভট্টাচার্যের ঘনিষ্ঠ এক নেতা জানিয়েছেন। কিন্তু সার্বিকভাবে জোট নিয়ে ধন্দ আছে। বিশেষত কোচবিহারে যে আসনে বামেরা প্রার্থী দিয়েছে, সেই আসনেও লড়াইয়ের কথা ঘোষণা করে দিয়েছে কংগ্রেস।
আরও পড়ুন: Ruby to Beleghata Metro: রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে