বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Lok Sabha Election BJP-BJD Alliance Talks: মাঠে মারা গেল মোদী-নবীন ব্রোম্যান্স? BJP-BJD জোট আলোচনায় জল ঢাললেন জগন্নাথ!

Lok Sabha Election BJP-BJD Alliance Talks: মাঠে মারা গেল মোদী-নবীন ব্রোম্যান্স? BJP-BJD জোট আলোচনায় জল ঢাললেন জগন্নাথ!

নরেন্দ্র মোদী এবং নবীন পট্টনায়েক (ANI)

লোকসভা নির্বাচনে ওড়িশার ২১টির মধ্যে ১৪টি আসনে লড়তে চাইছে বিজেপি। এদিকে বিধানসভা নির্বাচনে ১৪৭টি আসনের মধ্যে ১০০টিতে লড়তে চাইছে বিজু জনতা দল। এই সবের মাঝেই দু'টি লোকসভা আসন নিয়ে দুই দলের মতবিরোধ চরমে উঠেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। সেই প্রতিবেদন অনুযায়ী, ২ দলই ভুবনেশ্বর এবং পুরী আসনগুলি চাইছে। 

পুরনো সম্পর্ক জুড়তে জুড়তে জুড়ল না। বিগত বেশ কয়েকদিন ধরেই ওড়িশায় বিজেপি-বিজেডি জোটের প্রবল সম্ভাবনা দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত নাকি আসন বণ্টন নিয়ে মতবিরোধের জন্যে জোট আলোচনা ভেস্তে গিয়েছে দুই দলের মধ্যে। রিপোর্ট অনুযায়ী, বিজেপি এবং বিজেডি আসন বণ্টন নিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকায় জোট সম্ভাবনায় জল ঢালা হয়েছে আপাতত। এই আবহে দুই দলই একা লড়াই করতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনে। (আরও পড়ুন: সম্পর্ক না জুড়লেও 'বন্ধুত্ব' থাকুক, অন্ধ্রে TDP-র সঙ্গে যেন 'সিচুয়েশনশিপে' BJP)

রিপোর্টে দাবি করা হচ্ছে, লোকসভা নির্বাচনে ওড়িশার ২১টির মধ্যে ১৪টি আসনে লড়তে চাইছে বিজেপি। এই আবহে বিজু জনতা দলের বক্তব্য, ১০টির কম লোকসভা আসনে যদি আমরা লড়াই করি, তাহলে তা আমাদের জন্য আত্মঘাতী হয়ে যাবে। এদিকে বিধানসভা নির্বাচনে ১৪৭টি আসনের মধ্যে ১০০টিতে লড়তে চাইছে বিজু জনতা দল। এই আবহে ওড়িশার বিজেপি নেতৃত্বর বক্তব্য, রাজ্যে আমাদের অস্তিত্বই সংকটের মুখে পড়বে এমনটা হলে। এই সবের মাঝেই দু'টি লোকসভা আসন নিয়ে দুই দলের মতবিরোধ চরমে উঠেছে বলে দাবি করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে। সেই প্রতিবেদন অনুযায়ী, দুই দলই ভুবনেশ্বর এবং পুরী আসনগুলি চাইছে। কেউ কাউকে এই দুই আসন ছাড়তে নারাজ। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে পুরী আসনে জিতেছিল বিজু জনতা দল এবং ভুবনেশ্বর দখল করেছিল বিজেপি।

এদিকে দুই দলের সম্পর্কে নতুন করে চিড় ধরায় দিল্লি থেকে রাজ্যে ফিরে এসেছেন ওড়িশা বিজেপি সভাপতি মনমোহন সমাল। তিনি দাবি করেন, দুই দলের জোট আলোচনা কখনও হয়নি। এমনকী একার শক্তিতে রাজ্যে সরকার গঠন করার দাবি করেন মনমোহন। এদিকে জোট আলোচনা করতে সম্প্রতি দিল্লি গিয়েছিলেন বিজেডি সভাপতি তথা নবীন পট্টনায়েকের ঘনিষ্ঠ নেতা ভিকে পান্ডিয়ান এবং প্রণব প্রকাশ দাস। তাঁরাও গতকাল ভুবনেশ্বরে ফিরে এসেছেন। তবে তাঁরা মুখে কুলুপ এঁটে বসে আছেন। জোট নিয়ে ইতিবাচক বা নেতিবাচক কোনও বার্তাই তাঁদের মুখে শোনা যাচ্ছে না। উল্লেখ্য, গতবার একা লড়ে ৮টি লোকসভা আসনে জিতেছিল এই রাজ্যে। আর বিজেডি জিতেছিল ১২টি আসনে। এদিকে ১৪৭টি বিধানসভা আসনের মধ্যে গতবার বিজেডি জিতেছিল ১১২টি আসনে। বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র ২৫টি। 

এক সময়ে বিজু জনতা দলের হাত ধরেই ওড়িশায় নিজেদের প্রসার ঘটিয়েছিল বিজেপি। তবে অটল জমানার অবসানের পর এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিলেন নবীন পট্টনায়েক। এরপর বিগত কয়েক বছরে ওড়িশার প্রধান বিরোধী দল হয়ে উঠেছিল বিজেপি। ২০১৯ সালে ওড়িশায় একই সঙ্গে হয়েছিল লোকসভা এবং বিধানসভা নির্বাচন। সেই সময় লোকসভা নির্বাচনে নবীনের দলকে কড়া টক্কড় দিয়েছিল পদ্ম শিবির। তবে বিধানসভায় বিজেডির থেকে বহু পিছনে ছিল বিজেপি। তবে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা পেয়েছিল গেরুয়া শিবিরই। এরই মাঝে বিজেডি ভাঙিয়ে নিজেদের দল আরও শক্তিশালী করেছিল বিজেপি। তবে গতবছর থেকে নবীন পট্টনায়েকের গলায় ভিন্ন সুর শোনা গিয়েছিল। মোদী বন্দনায় পঞ্চমুখ হয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এরপর বিগত কয়েক সপ্তাহে সরকারি সভাতেও ধরা পড়েছে মোদী-নবীন রসায়ন। তবে সেই ‘ব্রোম্যান্সে’ আসন বণ্টনের অঙ্কের জটিলতা কাটল না। 

ভোটযুদ্ধ খবর

Latest News

অলিম্পিক চ্যাম্পিয়ন কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপে সোনা ভারতের, গোল্ড মেডেল এল ৫টি গুরুর রাশি পরিবর্তনে ৫ রাশির প্রেম জীবন হবে বিকশিত, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল 'তখন বয়স মাত্র ৭, এক আত্মীয় আমায় একা পেয়ে… আমার ছোটবেলায় লেগে থাকা সেই কালো দাগ' কলকাতায় ৪০ ডিগ্রি পার হতেই রেকর্ড ছুঁল বিদ্যুতের চাহিদা! বিদ্যুৎমন্ত্রী কী বললেন ‘কোনও অজুহাত নয়’, স্যাটের সব মামলা শুনতে হবে সদস্যকেই, নির্দেশ হাইকোর্টের রবি প্রদোষে শিবের এই রূপে পুজোয় মেলে অনন্ত ফল, জেনে নিন মে এর প্রথম প্রদোষের সময় মোদীকে সমালোচনা করে বহিষ্কৃত বিজেপির মুসলিম নেতা আটক-রিপোর্ট ওপেনার হিসেবে IPL-এ ৪০০০ রান, গেইল-কোহলির সঙ্গে এলিট লিস্টে রাহুল, দেখুন তালিকা গ্রেফতার 'স্টাইল' অভিনেতা! আগাম জামিন খারিজ হাইকোর্টে, কোন কেসে পুলিশের জালে? নজরে ভোট?পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলল কেন্দ্র,পাঠানো হবে বাংলাদেশ সহ বহু দেশে

Latest IPL News

কেন ভারতের বিশ্বকাপ দলে ১ম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর, বলে দিচ্ছে পরিসংখ্যান IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.