বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Lok Sabha Election Officials Transfer: 'ফাঁক গলে রেহাই মিলবে না', লোকসভা ভোটের আগে আমলা বদলি নিয়ে কড়া নির্বাচন কমিশন

Lok Sabha Election Officials Transfer: 'ফাঁক গলে রেহাই মিলবে না', লোকসভা ভোটের আগে আমলা বদলি নিয়ে কড়া নির্বাচন কমিশন

মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার (PTI)

রিপোর্ট অনুযায়ী, আগামী ৩ মার্চ বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে, ১ মার্চই বাংলায় পৌঁছাচ্ছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

লোকসভা নির্বাচনের আগে জেলা স্তরের আমলাদের বদলি করার নিয়ম আছে। উল্লেখ্য, কোনও আমলা যদি সংশ্লিষ্ট জেলায় ৩ বছরের বেশি সময় ধরে নিযুক্ত থাকেন, সেই ক্ষেত্রে এই বদলি বাধ্যতামূলক। যাতে ভোটে সেই আমলা প্রভাগ খাটাতে না পারে, তার জন্যেই নির্বাচন কমিশনের এই নিয়ম। তবে অনেক ক্ষেত্রেই সেই নিয়মের ফাঁক গলে পদক্ষেপ করে রাজ্য সরকারগুলি। দেখা যায়, সংশ্লিষ্ট আমলাকে একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাশের জেলায় বদলি করে দেওয়া হল। তবে এবার এই ফাঁক গলে আমলা বদলি করা যাবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। এই নিয়ে রাজ্যগুলিকে কড়া বার্তা দিয়েছে কমিশন। (আরও পড়ুন: আইপ্যাক কর্মী সেজে 'পকেট টাকা' হল হুমায়ুন কবীরের, মন্ত্রী করতে নেওয়া হল ঘুষ!)

আরও পড়ুন: বিয়ে হচ্ছিল না এলাকার ছেলেদের! ঘটকালির পথ সুগম করলেন বিধায়ক, ২ কোটি দিলেন 'দিদি'

জাতীয় নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, ৩ বছরের বেশি সময় ধরে কোনও জেলায় নিযুক্ত আমলাকে একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাশের জেলায় বদলি করা যাবে না। সংশ্লিষ্ট আমলাকে অন্য লোকসভা কেন্দ্রের অধীনে থাকা কোনও জেলায় বদলি করতে হবে। যে কেন্দ্র শাসিত অঞ্চল বা ছোট রাজ্যে সর্বাধিক দু'টি লোকসভা আসন আছে, সেই জায়গাগুলি অবশ্য এই কড়া নির্দেশের আওতা পড়বে না। এর আগে বহুবার দেখা গিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ মানতে নিয়মের ফাঁক গলে বেরিয়ে যেত রাজ্যগুলি।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য সরকারগুলিকে জানানো হয়েছে, ভোট প্রক্রিয়ার সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে জড়িত কোনও আমলা যদি নিজের বাড়ির জেলাতে নিযুক্ত থাকেন বা তিনবছরের অধিক সময় ধরে কোনও জেলায় কর্মর থাকেন, তাহলে তাঁকে অন্যত্র বদলি করতেই হবে। সকল রাজনৈতিক দলের জন্যে সমান লড়াইয়ের পরিসর দিতেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে রিপোর্ট অনুযায়ী, আগামী ৩ মার্চ বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে, ১ মার্চই বাংলায় পৌঁছাচ্ছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই বাংলায় সব মিলিয়ে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। রিপোর্ট অনুযায়ী, কমিশনের তরফ থেকে মোট ৯২০ কোম্পানি কেন্দ্রীয় কোম্পানি চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। উল্লেখ্য, শনিবার সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজ্য়ের জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক ছিল নির্বাচন কমিশনের। পরে জানা যায়, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে ১৫০ কোম্পানি বাহিনী আসছে। এর আগে সন্দেশখালির পরিস্থিতির ওপরে বিশেষ ভাবে নজর রেখেছিল নির্বাচন কমিশন। এই আবহে বাংলাকে যে বেশ স্পর্শকাতর রাজ্য হিসেবে দেখা হচ্ছে, তা নিয়ে সন্দেহ নেই। কারণ, এভাবে ভোটের আগেই কমিশনের তরফ থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো নজিরবিহীন ঘটনা।

ভোটযুদ্ধ খবর

Latest News

ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা! নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.