বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > সচিনের ছবি ব্যবহার করেছেন ইউসুফ পাঠান, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল কংগ্রেস

সচিনের ছবি ব্যবহার করেছেন ইউসুফ পাঠান, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল কংগ্রেস

ভোট প্রচারে ইউসুফ পাঠান (PTI)

ইউসুফ পাঠান প্রার্থী হওয়ার পর থেকেই বহরমপুরের চিত্রটা পাল্টে গিয়েছে। যত দিন যাচ্ছে তত ভিড় বাড়ছে পাঠানের র‌্যালিতে। তাই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় কংগ্রেস। আবার দেদার প্রচারে ঝড় তুলছেন ইউসুফ। সেখানে এমন অভিযোগ পেয়ে উপযুক্ত পদক্ষেপ করার জন্য আবেদন করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে কংগ্রেসের পক্ষ থেকে।

লোকসভা নির্বাচনে এত কঠিন প্রার্থী এবারই পেয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আসলে বিপক্ষের প্রার্থীর সঙ্গে ক্রিকেট খেলার ইতিহাস জড়িয়ে থাকায় মানুষের আবেগ জড়িয়ে পড়ছে। আর সেটাই এখন কপালে ভাঁজ ফেলেছে পোড়খাওয়া নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীর বিপরীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ইউসুফ পাঠানকে। প্রাক্তন ক্রিকেটার এখন প্রচারে নেমে পড়েছেন। তবে ইউসুফ পাঠান নির্বাচনী প্রচারের ব্যানারে ২০১১ সালে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ের মুহূর্ত ব্যবহার করেছেন বলে অভিযোগ। সেখানে সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করেছেন ইউসুফ বলে অভিযোগ। আর তাই এটা আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস।

আসলে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নন কেউ। ইউসুফের মতো প্রার্থী তাঁর বিরুদ্ধে দাঁড়াতে পারে সেটা কল্পনাও করতে পারেননি অধীর। তাই সামান্য কিছু দেখতেই পেলে এখন রে রে করে তেড়ে আসছে কংগ্রেস। আসলে এটা অধীর চৌধুরীর অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস যদি এই আসনটি জিতে নেয় তাহলে বাংলায় কংগ্রেসের আর কিছুই থাকবে না। তাই এই ছবি সামনে আসতেই নির্বাচন কমিশনকে অভিযোগপত্র জমা দিয়েছে কংগ্রেস। আর চিঠিতে লিখেছে, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জয়ের মুহূর্ত পোস্টারে তুলে ধরা হয়েছে। যেখানে রয়েছেন ভারত রত্ন সচিন তেন্ডুলকর। এটা দেশের জন্য যেমন গর্বের তেমনই আবেগের। রাজনৈতিক লাভে এমন কিছুকে ব্যবহার করা উচিত নয়। এতে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।’‌

আরও পড়ুন: ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিলেন, কাজ চলছে আজও, রাজবধূ এখন রাজনীতিতে

ইউসুফ পাঠান প্রার্থী হওয়ার পর থেকেই বহরমপুরের চিত্রটা পাল্টে গিয়েছে। যত দিন যাচ্ছে তত ভিড় বাড়ছে পাঠানের র‌্যালিতে। তাই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় কংগ্রেস। আবার দেদার প্রচারে ঝড় তুলছেন ইউসুফ। সেখানে এমন অভিযোগ পেয়ে উপযুক্ত পদক্ষেপ করার জন্য আবেদন করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে কংগ্রেসের পক্ষ থেকে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, ইউসুফের সঙ্গে সচিনের একটি খেলার মূহূর্তের ছবি দেওয়া হয়েছে। তাতেই রে রে করে উঠেছে কংগ্রেস এবং বিজেপি। কারণ সেখানে জাতীয় পতাকাও ছিল বলে অভিযোগ।

এবার ইউসুফ পাঠানের হয়ে প্রচার করতে আসবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তাও তুঙ্গে। ১ এপ্রিল বহরমপুরে প্রচারে এলে সেটা আরও বড় চাপ হবে অধীর চৌধুরীর কাছে। যদিও জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘‌কান্দিতে ব্যবহার করা ছবি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি। সচিনের ছবি প্রচারে ব্যবহার করে তৃণমূল বিধিভঙ্গ করেছে।’‌ পাল্টা এই বিষয়ে কান্দির বিধায়ক তথা মুর্শিদাবাদ বহরমপুর ইউনিটের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‌ইউসুফ জাতীয় দলের ক্রিকেটার, ভারতের গর্ব। এই ছবি নির্বাচনী বিধি ভেঙেছে বলে আমার মনে হয় না।’‌ ১৯৯৯ সাল থেকে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে লোকসভা ভোটে বরাবর জিতে এসেছেন অধীর চৌধুরী। এবার ঘরের মাঠে খেলাটা কঠিন হয়ে উঠল।

 

ভোটযুদ্ধ খবর

Latest News

কেন ভারতের বিশ্বকাপ দলে ১ম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর, বলে দিচ্ছে পরিসংখ্যান চিন, পাকের বুক কাঁপিয়ে নৌসেনা, বায়ুসেনায় এবার অন্তর্ভূক্ত ব়্যাম্পেজ মিসাইল কাছের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ, অরিজিৎ বাস্তবে কেমন? জানালেন উজ্জ্বয়িন স্যামসনদের কাছে চলে যেতে পারে কোহলির অরেঞ্জ ক্যাপ, বেগুনি টুপি ফিরে পেলেন বুমরাহ ‘সম্পত্তি মুসলিমদের দেবে’, মোদীর সুর অনুরাগের কণ্ঠে! কমিশনে কংগ্রেস কোটি টাকার ড্রাগস-সহ গ্রেফতার জনপ্রিয় বাঙালি গায়ক, মিলল ২ দিনের পুলিশ হেফাজত ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI ‘বিয়েবাড়ির কোণে দাঁড়িয়ে বাজে কথা বলা আঙ্কেলজি’, মোদীকে কটাক্ষবাণ প্রিয়াঙ্কার ‘লোকে আমায় ঘৃণা করুক…’, টাইগারের সঙ্গে রোম্যান্স ফিকে! ব্যর্থতা নিয়ে জবাব আলিয়ার

Latest IPL News

কেন ভারতের বিশ্বকাপ দলে ১ম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর, বলে দিচ্ছে পরিসংখ্যান IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.