বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > TMC vs BJP in Matua belt: 'তালা ভেঙে মমতার বাড়িতে ঢোকার চেষ্টা শান্তনুদের, নিজে মারলেন হাতুড়ি'- ভিডিয়ো

TMC vs BJP in Matua belt: 'তালা ভেঙে মমতার বাড়িতে ঢোকার চেষ্টা শান্তনুদের, নিজে মারলেন হাতুড়ি'- ভিডিয়ো

মমতাবালার বাড়িতে ঢোকার চেষ্টা শান্তনুর, অভিযোগ তৃণমূলের। (ছবি সৌজন্যে, AITC ভিডিয়ো)

রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের বাড়িতে শান্তনু ঠাকুররা হামলা চালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। সংশ্লিষ্ট মহলের দাবি, বারুণী মেলায় যে প্রণামীর টাকা জমা পড়ে, সেটা কারা নেবেন, তা নিয়ে কোন্দল চরমে উঠে যায়।

ধারালো অস্ত্র নিয়ে মমতাবালা ঠাকুরের বাড়িতে ঢোকার চেষ্টা করলেন শান্তনু ঠাকুর ও তাঁর অনুগামীরা। এমনই অভিযোগ তুলল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার রাতের দিকে তৃণমূলের তরফে দুটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখিয়ে অভিযোগ করা হয়েছে যে রাজ্যসভার সাংসদ মমতাবালা উপর হামলা চালানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু। সেজন্য ধারালো অস্ত্রও নিয়ে আসা হয়েছে। তৃণমূলের তরফে যে ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে যে হলুদ জামা পরিহিত এক ব্যক্তি হাতুড়ি গিয়ে একটি গেটের তালা ভাঙার চেষ্টা করছেন। যে ব্যক্তি শান্তনু বলে দাবি করা হয়েছে। তবে ওই ব্যক্তি তালা ভাঙতে পারেননি। তিনি অপর একজনকে হাতুড়ি দিয়ে দেন এবং তাঁকে তালা ভাঙার নির্দেশ দেন। সেইসময় কয়েকজন বলে ওঠেন যে ‘(গেটের অপার থেকে) ক্যামেরা করছে।’ যদিও তাতে পাত্তা না দিয়ে হলুদ জামা পরিহিত ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘ক্যামেরা করুক।’ অপর একটি ভিডিয়োয় আবার চূড়ান্ত গালিগালাজ শোনা গিয়েছে। কে বা কারা গালিগালাজ করেছেন, তা স্পষ্ট নয়। যদিও বিষয়টি নিয়ে আপাতত শান্তনুর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: TMC workers alerted: মাদক খাইয়ে বা লোডশেডিং করে ভোটবাক্সে চিপ ঢুকিয়ে দিতে পারে, সতর্ক করলেন মমতা!

এমনিতে ঠাকুরবাড়ির দুই সদস্য মমতাবালা এবং শান্তনুর মধ্যে কোন্দল নতুন কোনও বিষয় নয়। একটা সময় তাঁরা একই শিবিরে থাকলেও পরবর্তীতে দু'জনের কোন্দল শুরু হয়। যে সংঘাত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জিকে (এনআরসি) ঘিরে লোকসভা নির্বাচনের আগে আরও বৃদ্ধি পায়। সংশ্লিষ্ট মহলের দাবি, বারুণী মেলায় যে প্রণামীর টাকা জমা পড়ে, সেটা কারা নেবেন, তা নিয়ে কোন্দল চরমে উঠে যায়।

মমতাবালা শিবিরের দাবি, বারুণী মেলা চলাচালীন রবিবার সন্ধ্যায় তালা ভেঙে বড়মা বীণাপাণি দেবীর ঘরের ভিতরে ঢোকেন শান্তনু এবং তাঁর পরিবারের সদস্যরা। যে ঘরের দেখভাল করেন মমতাবালা। মেয়েদের সঙ্গে সেখানেই থাকেন তিনি। সেখানে এসে তাঁকে হুমকি দেন শান্তনু। তারপর থেকে ওই ঘরেই আছেন তাঁরা। কেন্দ্রীয় মন্ত্রী রীতিমতো তাণ্ডব চালিয়েছেন বলে অভিযোগ তুলেছে মমতাবালা শিবির। পালটা শান্তনু শিবিরের দাবি, ওই ঘরটি প্রমথরঞ্জন ঠাকুরের। ফলে সেটি পৈতৃক সম্পত্তি। শান্তনুরা কোনওরকম অন্যায় করেননি বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রীর অনুগামীরা।

আরও পড়ুন: Ground Zero Report: আগে থাকতেন ছিটমহলে, এখন মুরগি, ছাগল নিয়ে সরকারের দেওয়া ফ্ল্যাটে, দেখুন ছবি

উল্লেখ্য, বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করছেন শান্তনু। আর এবার পশ্চিমবঙ্গ থেকে মমতাবালাকে রাজ্যসভায় পাঠিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। যে মমতাবালাকে ২০১৯ সালে হারিয়ে বনগাঁর সাংসদ হন শান্তনু। তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীও করা হয়।

আরও পড়ুন: Ustad Rashid Khan's Instagram account: ‘প্রথম ভোট দিন', রাশিদ খানের অ্যাকাউন্টে ভেসে উঠল পোস্ট, প্রয়াত হন জানুয়ারিতে

ভোটযুদ্ধ খবর

Latest News

চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, সুজয় প্রসাদকে পালটা জবাব দেবাংশুর ‘বিরোধীরা আমায় অপমান করেন কিন্তু…’ ক্ষমতার ১০০ দিনের কথা মনে করালেন মোদী ‘যেখানে খেলাবে,সেখানেই প্রমাণ করব’! সিরিজ শুরুর আগে অধিনায়ককে ভরসা দিলেন মেহেদি… ১,০০০ টাকা না দিলে টয়লেট করা যাবে না! বেঙ্গালুরু মলের 'VIP' টয়লেট পলিসি ‘ওঁর স্ত্রী সন্তানসম্ভবা,মায়ের ক্যান্সার..’, কলতানের মুক্তির দাবিতে সরব পারোমিতা ‘ঘৃণায় ভরপুর! ভারতকে অপমান করছে,’ নাম না করে ফের রাহুলকে একহাত নিলেন মোদী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.