বিজেপি প্রার্থীর দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার। তাতে আশ্বাস দেওয়া হয়েছে, রাজ্যে বিজেপি ক্ষমতা এলে ভাতা তিন হাজার টাকা করা হবে। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদায় বিজেপি প্রার্থী খগেন মুর্মুর দেওয়াল লিখনকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ইতিমধ্যে বিজেপির এমন দেওয়াল লিখনের প্রতিবাদ জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এমনকি পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথাও জানিয়েছে তৃণমূল। পুরাতন মালদা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডেই বিজেপি প্রার্থীর সমর্থনে এভাবেই তিন হাজার টাকা দেবার কথা বলে মানুষকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের ।
আরও পড়ুন। বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী
এবারে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন বর্তমান সাংসদ খগেন মুর্মু। তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস কর্তা প্রসূন ব্যানার্জি। এছাড়াও কংগ্রেস প্রার্থী রয়েছেন মোস্তাক আল । কিন্তু এই নির্বাচনের মুখে বিজেপির প্রার্থীর সমর্থনে পুরাতন মালদা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখন নিয়ে বিপাকে পড়েছে বিজেপির জেলা নেতৃত্ব। যদিও এতে নির্বাচন আচরণবিধি লঙ্ঘণ হয়েছে বলে, মানতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব।
বিজেপির উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, ‘দল যেটা বলে সেটাই করে। এই ধরনের দেওয়াল লিখনের মাধ্যমে যা বলা হয়েছে তা একেবারেই বাস্তব। এখানে কোনো রকম নির্বাচন আচরণবিধি লংঘন করা হয়নি।’
আরও পড়ুন। প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও
তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন, ‘এর আগেও মোদী সরকার অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তার আজও বাস্তব হয় নি। গরিব মানুষের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢোকে নি। কর্মসংস্থান হয় নি। বেকারত্ব বাড়ছে দেশে। এমনকি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। অথচ এই লক্ষী ভান্ডার প্রকল্পটি আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফল ভাবে চালাচ্ছেন। সেটাকেই নকল করে ওরা প্রচার চালাচ্ছে। নির্বাচনের মুখে মানুষকে এভাবেই প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে যথাযথভাবে অভিযোগ জানানো হবে।’