প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষোভ তৈরি হয়েছিল কর্মীদের মধ্যে। পোস্টারও পড়েছিল বিজেপির জেলা অফিস ও প্রার্থীর কার্যালয়ে। এবার বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন দলীয় কর্মীদের একাংশ। যদিও প্রার্থীর দাবি, গোটাই তৃণমূলের ‘চক্রান্ত’।
বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে গত ভোটে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে কমিশনে নালিশ জানালেন কর্মীরা। স্বাভাবিকভাবেই, ভোটের মুখে অস্বস্তিতে গেরুয়া শিবির। অশোকনগরের বিজেপি নেত্রী উৎপলা বিশ্বাস এবং বারাসতের বিজেপি নেতা সুভাষচন্দ্র রায় বৃহস্পতিবার কমিশনকে প্রার্থীর বিরুদ্ধে চিঠি দিয়েছেন।
বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন, গত ভোটে হলফনামায় অসমে মাদক পাচার সংক্রান্ত একটি মামলা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা ও সম্পত্তি নিয়েও ‘মিথ্যা’ তথ্য দিয়েছিলেন প্রার্থী বলেও দাবি করেছেন বিজেপি কর্মীরা। পুরো বিষয়টি নিয়ে তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। এমনকি, ওই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে তাঁরা মেনে নিতে পারছেন না বলেও জানানো হয়।
আরও পড়ুন। লোকসভার সান্ত্বনা বিধানসভার উপ-নির্বাচনে! সায়ন্তিকাকে টিকিট TMC-র, ভগবানগোলায় কে?
বিজেপি নেত্রী উৎপলা বিশ্বাস বলেন, ‘ওনার বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে। এমন এক জন প্রার্থীর হয়ে কী ভাবে আমরা ভোটপ্রচারে যাব?’
যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তিনি বলেন, ‘এই কাজ তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে এইসব করছে। তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই এমন কাজ করছে।’
আরও পড়ুন। প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও
দিন কয়েক আগেেই তৃণমূল নেতা কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডলে একটি খবরের কাগজের কাটিং এবং ২০২১ সালের বিধানসভা ভোটে স্বপনের মনোনয়নপত্রের একটি অংশের ছবি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘ইনিই কি সেই বিজেপির বারাসতের প্রার্থী? যদি তা-ই হন, তা হলে তিনি মাদককাণ্ডে ঘোষিত অপরাধী। বিজেপি এর ব্যাখ্যা দিক।’
আরও পড়ুন। ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে