আজকে দিল্লিতে এনডিএ-র বৈঠক। বিজেপি ঘনিষ্ঠ ৩৮টি দলের এই বৈঠকে অংশ নেওয়ার কথা। তবে বৈঠক অংশগ্রহণকারী দলের মধ্যে হাতে গোনা কয়েকটা ছাড়া কোনওটারই সাংসদ সংখ্যা ১০-এর বেশি না। এদিকে আজকে বেঙ্গালুরুতে দ্বিতীয় দিনের বৈঠকে বসতে চলেছে বিজেপি বিরোধী দলগুলি। সেখানে রয়েছে একাধিক হেভিওয়েট নাম। মোট ২৬টি দলের এই জোটেরও অনেক দলের সাংসদ সংখ্যা ডবল ফিগার ছোঁয় না। তবে আঞ্চলিক ভাবে বিরোধী দলগুলি বেশ শক্তিশালী। এই আবহে দেশের দুই প্রান্তের দুই বৈঠকের দিকে রয়েছে সবার নজর। আর তার আগে আজ এক সরকারি অনুষ্ঠান থেকে বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (দিল্লিতে এনডিএ-র বৈঠক এবং বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের যাবতীয় লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে)
উল্লেখ্য, আজ ভার্চুয়াল মাধ্যমে পোর্ট ব্লেয়ারের বীর সাভরকর আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। সেই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিরোধীদের আক্রমণ শানান নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'তাদের (বিরোধীদের) মন্ত্র' হল - পরিবারের দ্বারা এবং পরিবারের জন্য। তারা বাংলার পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার বিষয়ে কথা বলে না। তামিলনাড়ুতে দুর্নীতির মামলা থাকা সত্ত্বেও তারা ক্লিনচিট (ডিএমকে) পায়।' রাহুল গান্ধীর নাম না করে মোদী আজ বলেন, 'আদালতে সাজাপ্রাপ্তরা এই বিরোধী জোটকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে।'
মোদী আরও বলেন, 'যারা ভারতের দুর্দশার জন্য দায়ী তারা এখন তাদের দোকান খুলেছে। ২০২৪-এর লক্ষ্যে ২৬টা দল এক হয়েছে। এই দলগুলির ক্ষেত্রে এটাই মানায়। তারা মুখে অন্য গান গাইছেন। কিন্তু বাস্তবতা অন্য কিছু। অন্য কিছুর একটি লেবেল লাগানো হয়েছে। কিন্তু আসল পণ্যটি অন্য কিছুর। তাদের দোকানে জাতপাতের বিষবাষ্প ও বিপুল দুর্নীতি রয়েছে। এখন তারা বেঙ্গালুরুতে বৈঠক করছে।'
এদিতে আজ দিল্লির এক নাম করা হোটেলে এনডিএ জোটের বৈঠক। সেখানে বক্তব্য রাখার কথা নরেন্দ্র মোদীর। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা দাবি করেছেন, সব মিলিয়ে ৩৮টি রাজনৈতিক দল অংশ নেবে বলে সম্মতি জানিয়েছে। তামিলনাড়ুর এআইএডিএমকে, অন্ধ্র প্রদেশের পবন কল্য়াণের জনসেনাও এই বৈঠকে থাকবে। এদিকে বিগত কয়েকদিনে বিজেপি বেশ কয়েকটি দলকে এনডিএ-তে শামিল করেছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির জোট সঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এনডিএ-তে যোগ দিয়েছে। এদিকে চিরাগ পাসওয়ানও এনডিএ-তে যোগ দিয়েছেন। এদিকে অন্ধ্রে চন্দ্রবাবু নাইডুর টিডিপি বিজেপির সঙ্গে ফের হাত মেলাতে চাইলেও তা করতে নারাজ মোদী-শাহরা।