স্থানীয় নাগা জনজাতি সম্পর্কিত ইস্যু ও স্থায়ী শান্তি বারবার নাগাল্যান্ডের ভোটে বড় ফ্যাক্টর। এবারেও তার অন্যথা হয়নি। বিজেপি-এনডিপিপি জোট ছাড়াও ভোট ময়দানের অন্যান্য উজ্জ্বল চরিত্রদের মধ্যে রয়েছে কংগ্রেস ও এনপিএফ। দেখে নেওয়া যাক এক্সিট পোলের সমীক্ষায় নাগাল্যান্ডে কোন ভোট গণিত উঠে এল।
1/5নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে ২৭ ফেব্রুয়ারি। এরপর ২ মার্চ রয়েছে ফলাফল। তার আগে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলে রাজ্যের রাজনৈতিক ভোট মানচিত্র ঘিরে কিছু আভাস উঠে এল। উল্লেখ্য, এই রাজ্যে ৫৯ আসনে ভোট হয়েছে। মোট ৬০ আসনের নাগাল্যান্ড বিধানসভা ভোটে আকুলুতো আসনে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী মনোনয়ন তুলে নেওয়ায় বাকি ৫৯ আসনে ভোট হয়। রাজ্যের ভোট সমীকরণে ম্যাজিক ফিগার ৩১।(ANI Photo) ( Caisii Mao)
2/5স্থানীয় নাগা জনজাতি সম্পর্কিত ইস্যু ও স্থায়ী শান্তি বারবার নাগাল্যান্ডের ভোটে প্রভাব ফেলেছে। এবারেও তার অন্যথা হয়নি। বিজেপি-এনডিপিপি জোট ছাড়াও ভোট ময়দানের অন্যান্য উজ্জ্বল চরিত্রদের মধ্যে রয়েছে কংগ্রেস ও এনপিএফ। দেখে নেওয়া যাক এক্সিট পোলের সমীক্ষায় নাগাল্যান্ডে কোন ভোট গণিত উঠে এল। (ANI Photo) ( Caisii Mao)
3/5জি নিউজ ও ম্যাট্রিজের সমীক্ষায় দেখা যাচ্ছে, নাগাল্যান্ডে বিজেপি ৩৫ থেকে ৪৩ টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ১ থেকে ৩ টি আসন। এনপিএফ পেতে পারে ২ থেকে ৫ টি আসন। ANI Photo) ( Caisii Mao)
4/5ইন্ডিয়া টুডে- মাইঅ্যাক্সিস ইন্ডিয়ার সমীক্ষা বলছে, এনডিপিপি ও বিজেপি পাবে নাগাল্যান্ডে ২৮-৩৪ টি আসন ও ১০ থেকে ১৪ আসন যথাক্রমে। এনপিএফ পেতে পারে ৩ থেকে ৮ টি আসন। কংগ্রেস ১-২ টি আসন, ও বাকিরা ৫-১৫ টি আসন পেতে পারে। (ANI Photo) ( Caisii Mao)
5/5নাগাল্যান্ডে ২০১৮ সালের ভোটের ফলাফলে দেখা গিয়েছে, ২০১১৮ সালের বিধানসভা ভোটে নাগাল্যান্ডে বিজেপি পেয়েছিল ১২ টি আসন। এনডিপিপি পেয়েছিল ১৮ টি আসন। এই বছর বিজেপি ও এনডিপিপি জোট গড়ে ভোট লড়ছে। বিজেপি লড়ছে ২০ টি আসনে, এনডিপিপি লড়ছে ৪০ আসনে। ২০১৮ সালের ভোটে কংগ্রেস পেয়েছিল কংগ্রেস কোনও আসন পায়নি, এনপিপি পেয়েছিল ২ টি আসন। (PTI Photo) (PTI02_27_2023_000152B) ( Caisii Mao)