বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Stone Pelting during Polling in Nagaland: নাগাল্যান্ডে পোলিং বুথের বাইরে ছোড়া হল পাথর, জখম বৃদ্ধা, অভিযুক্ত JDU

Stone Pelting during Polling in Nagaland: নাগাল্যান্ডে পোলিং বুথের বাইরে ছোড়া হল পাথর, জখম বৃদ্ধা, অভিযুক্ত JDU

নাগাল্যান্ডে ভোটের দিন পোলিং বুথের বাইরে ছোড়া হল পাথর

নাগাল্যান্ডের ওখা জেলার টিয়ুই নামক বিধানসভা কেন্দ্রে পাথর ছোড়ার ঘটনা ঘটল। এই কেন্দ্র থেকেই ভোটে লড়ছেন সেরাজ্যের উপমুখ্যমন্ত্রী ইয়ানথাঙ্গো প্যাটন। এই কেন্দ্রে চতুর্মুখী লড়াইয়ের সম্মুখীন বিজেপি প্রার্থী ইয়ানথাঙ্গো। তাঁকে এই কেন্দ্রে চ্যালেঞ্জ জানাচ্ছেন জেডিইউ-র রাজ্য সভাপতি সেনচুমো লোথা, আরজেডি প্রার্থী ওয়াই কিকন এবং নির্দল প্রার্থী হাইথুং তুঙ্গে লোথা।

নাগাল্যান্ডের ওখা জেলার টিয়ুই নামক বিধানসভা কেন্দ্রে পাথর ছোড়ার ঘটনা ঘটল। এই কেন্দ্র থেকেই ভোটে লড়ছেন সেরাজ্যের উপমুখ্যমন্ত্রী ইয়ানথাঙ্গো প্যাটন। এই কেন্দ্রে চতুর্মুখী লড়াইয়ের সম্মুখীন বিজেপি প্রার্থী ইয়ানথাঙ্গো। তাঁকে এই কেন্দ্রে চ্যালেঞ্জ জানাচ্ছেন জেডিইউ-র রাজ্য সভাপতি সেনচুমো লোথা, আরজেডি প্রার্থী ওয়াই কিকন এবং নির্দল প্রার্থী হাইথুং তুঙ্গে লোথা। এই আবহে জেডিইউ কর্মীরা আজ এই কেন্দ্রে পাথর ছুড়ে উত্তেজনার সৃষ্টি করে বলে অভিযোগ। জানা গিয়েছে সুনগিকিতে অবস্থিত একটি পোলিং বুথের বাইরে পাথর ছোড়ার এই ঘটনা ঘটে। (আরও পড়ুন: প্রেমিকাকে মেসেজ করায় বন্ধুর হৃৎপিণ্ড, যৌনাঙ্গ, আঙুল কেটে নিয়ে সেলফি তুলল যুবক!)

ভোট শুরুর আগেই গতকাল থেকেই উত্তপ্ত ছিল ওখা জেলা। পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইন ও শৃঙ্খলা) সন্দীপ তামগদগে জানান, রাজ্য জুড়ে রাজনৈতিক সহিংসতার ৩২টি মামলা নথিভুক্ত করেছে পুলিশ এবং ৪২ জনকে গ্রেফতারর করা হয় গতকাল পর্যন্ত। তবে তাতেও ভোটের দিন অশান্ত ঠেকানো গেল না। এদিকে আজকের পাথর ছোড়ার ঘটনায় এক বৃদ্ধা নারী ও এক যুবক জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এর জেরে ভোটগ্রহণ প্রক্রিয়া এক ঘণ্টারও বেশি সময় ধরে স্থগিত ছিল বলে জানানো হয়েছে। তবে পরে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এক ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। একই নির্বাচনী এলাকার চুকিটংয়েও এই একই ধরনের পাথর ছোড়ার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

ওখা জেলার অন্তর্গত টিয়ুই বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা চুকিটংয়ে, ওখা বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা ওখা শহর, ওখা গ্রামীণ অঞ্চল, লংসা গ্রামে অশান্তি হতে পারে বলে আগে থেকেই আশঙ্কা ছিল পুলিশের। এই আবহে এই এলাকাগুলিতে বিপুল সংখ্যক নিরাপত্তাারক্ষী মোতায়ন করা হয়েছিল। ওখাতে সহিংসতার ঘটনা নির্বাচনের আগে থেকেই বেড়ে গিয়েছিল। গত বৃহস্পতিবারও সংঘর্ষ বেঁধেছিল এখানে। এই আবহে ওখার জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট অজিত কুমার রঞ্জন গণনা শেষ হওয়ার একদিন পরে, অর্থাৎ ৩ মার্চ পর্যন্ত দুটি বিধানসভা কেন্দ্রেই (টিয়ুই এবং ওখা) ১৪৪ ধারা জারি করেছিলেন। তবে এত কড়াকড়ি, নজরদারির মাঝেও অশান্তি দেখা গেল ওখাতে। ওখা বিধানসভায় কেন্দ্রে বিজেপি এবং এনসিপির মধ্যে সংঘর্ষ বেঁধেছিল এর আগে। এদিকে স্থানীয়দের অভিযোগ, নির্বাচন হলেই ওখা জেলা প্রতিবার উত্তপ্ত হয়ে ওঠে।

 

বন্ধ করুন