ত্রিপুরা বিধানসভা নির্বাচন ১৬ ফেব্রুয়ারি। গতকাল ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছে তিপ্রা মোথা। আর আজ, রবিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আজ, আগরতলায় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ইনচার্জ, রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব।
এদিকে ৬ জন তফসিলি উপজাতি, দু’জন তফসিলি জাতি, দু’জন মহিলা প্রার্থীর নাম এবারের প্রার্থী তালিকায় আছে। পেচারথাল এবং কমলাসাগর আসন থেকে এবার তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করবেন পূর্ণিতা চাকমা এবং সুতপা ঘোষ বলে জানান রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়া আজকে ইস্তেহার প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে বেকার যুবক–যুবতীদের মাসিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। যা বেশ আকর্ষণীয়।
অন্যদিকে এই ইস্তেহারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা হয়েছে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরে ২ লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করা হয়েছে। চাকরি না পাওয়া বেকার এক লক্ষ যুবক–যুবতীদের প্রতি মাসে ১ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে। আর বছরে ১০ হাজার টাকা কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে ইস্তেহারে। এমনকী উত্তর–পূর্ব রাজ্যে ককবরোক ভাষা কেন্দ্র গড়ে তোলা হবে।
আর কী আছে ইস্তেহারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে ত্রিপুরায় ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। ১১ দিন আগে ইস্তেহার প্রকাশ করে তাক লাগিয়ে দিল ঘাসফুল শিবির। কারণ এখানে বছরে ২০০০ ছোট–মাঝারি শিল্প গড়ে তোলার কথা বলা হয়েছে। ১০ হাজার ৩২৩ জন শিক্ষকের চাকরি হারিয়েছে বিজেপি জমানায়। তাঁদেরও মাসিক আর্থিক সাহায্য করার কথা বলা হয়েছে। এছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তফশিলী জাতি–উপজাতিদের স্কলারশিপ এবং সবুজ সাথী প্রকল্প এখানে চালু করার কথা উল্লেখ করা হয়েছে। যা এককথায় বেশ আকর্ষণীয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup