প্রিয়াঙ্কা দেব বর্মন
ত্রিপুরার আগরতলায় সোমবার ভোট প্রচারে ফের বাম কংগ্রেকে নিশানা করে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন জানিয়ে দেন, ডবল ইঞ্জিন সরকারই আগামী দিনে ত্রিপুরার আরও উন্নতি আনবে। পাশাপাশি বাম-কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, কেরলে কুস্তি আর ত্রিপুরায় দোস্তি। এটাই বাম কংগ্রেস।
আগরতলার স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে ভাষণ রাখার সময় মোদী বলেন, ত্রিপুরার মানুষ তাঁদের চোখের সামনে উন্নয়ন দেখছেন। এমন কোনও বাড়ি নেই যেখানে ত্রিপুরা সরকার উন্নয়নের আলো পৌঁছে দেয়নি। সেকারণেই চাঁদা আর ঝান্ডাওয়ালা সরকারকে রেড কার্ড দেখিয়েছে জনতা। তাদের দরকার সবকা সাফ সবকা বিকাশের সরকার।
বাম কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, ওরা ক্ষমতায় থাকার সময় কোনও উন্নয়ন করেনি। শুধু মাত্র নিজেদের সিন্দুক ভর্তি করেছে। আর রাজ্য়ের মানুষ গরিবই থেকে গিয়েছেন। এর সঙ্গেই তিনি বলেন, ওরা ত্রিপুরা ধ্বংস করে দেবে। রাজ্যের উন্নতির জন্য আপনাদের সন্তানদের ভালোর জন্য আপনারা বিজেপিকে ভোট দিন। এই আবেদন রাখছি। ত্রিপুরার ডবল ইঞ্জিন সরকার দরকার।
মোদী বলেন, বাম জমানায় ত্রিপুরা পিছিয়ে গিয়েছিল। এবার বিজেপি ক্ষমতায় এসে সেই ত্রিপুরাকে এগিয়ে আনার চেষ্টা করেছে। কাজে গতি এনেছে। ১৬ ফেব্রুয়ারির পরে যখন আমাদের সরকার তৈরি হবে আবাস যোজনার কাজ শুরু হবে। গরিব মানুষের ঘর তৈরির জন্য আমরা ৮০,০০০ কোটি টাকা বরাদ্দ করেছি। চার লাখ পরিবারের কাছে আমরা জল পৌঁছে দিয়েছি। এলপিজি সিলিন্ডার. আয়ুস্মান কার্ড পৌঁছে দিয়েছি। জানিয়েছেন মোদী।
মোদী বলেন, মানুষ চান ভয় ও আতঙ্ক বিহীন একটা পরিবেশ। এমন একটা পরিবেশ দরকার যেখানে গরিব মানুষ তাঁদের সম্মান পাবেন। এদিকে কংগ্রেস কর্মীদের তিনি মনে করিয়ে দেন, একটা সময় সিপিএম আপনাদের উপর অত্য়াচার চালাত। সেটা কি আপনারা ভুলতে পারবেন? সেই পরিস্থিতি থেকে আপনাদের পরিত্রান পাওয়া দরকার। বিজেপি একমাত্র উন্নয়নের গ্য়ারান্টি দিতে পারে। আমরা বদলের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা বদলার রাজনীতিতে বিশ্বাসী নই। আমাদের বিশ্বাস আমরা এবার ত্রিপুরায় আগের তুলনায় বেশি ভোটে জিতব।
এদিকে এর আগে গত ১১ ফেব্রুয়ারি মোদী ধলাই জেলায় ও গোমতী জেলায় বক্তব্য় রেখেছিলেন। সেদিনও তিনি বাম কংগ্রেসকে একহাত নিয়েছিলেন। পাশাপাশি তিনি সেদিন ডবল ইঞ্জিন সরকার গঠনের ব্যাপারে আবেদন করেছিলেন।