বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > কলকাতায় তৃণমূলের মিছিলে উঠল বাংলার ‘গদ্দারদের’ গুলি মারার স্লোগান

কলকাতায় তৃণমূলের মিছিলে উঠল বাংলার ‘গদ্দারদের’ গুলি মারার স্লোগান

কলকাতায় তৃণমূলের মিছিল। (ছবি সৌজন্য পিটিআই)

বছরখানেক আগে দেশের ‘গদ্দারদের’ গুলি মারার নিদান দিয়েছিলেন অনুরাগ ঠাকুর।

বছরখানেক আগে দেশের ‘গদ্দারদের’ গুলি মারার নিদান দিয়েছিলেন অনুরাগ ঠাকুর। এবার তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে বাংলার ‘গদ্দারদের’ গুলি মারার স্লোগান উঠল। তবে বিশাল মিছিলে সার্বিকভাবে সেই স্লোগান দেওয়া হয়নি। মিছিলের একটি অংশ থেকে হিন্দিতে স্লোগান ওঠে। 

সোমবার বিজেপির মিছিল থেকে যে ‘হিংসা’ ছড়িয়েছিল, তার প্রতিবাদে মঙ্গলবার টালিগঞ্জ বড়সড় মিছিলের আয়োজন করে তৃণমূল। তাতে নেতৃত্বে দেন মন্ত্রী অরূপ রায় এবং শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মিছিলের একটি অংশ থেকেই স্লোগান ওঠে ‘বঙ্গাল কে গদ্দারো কো গুলি মারো…।’ হিন্দিতে সেই স্লোগান যাঁরা দেন, তাঁরা মিছিলের একেবারে শেষের দিকে ছিলেন। শোভন এবং অরূপদের থেকে তাঁরা অনেকটাই দূরে ছিলেন। 

সেই স্লোগানের মন্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মন্তব্যের কড়া নিন্দা করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, এরকম ভাষায় কথা বলা তৃণমূলের সংস্কৃতি। রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতির কী অবস্থা, তা প্রমাণিত হচ্ছে। কিন্তু বিজেপির নেতা তথা নরেন্দ্র মোদীর সরকারের অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তো গত বছর শাহিনবাগ আন্দোলনেরও সময় এক কথা বলেছিলেন, তাহলে? তাতে ‘জাতীয়তাবাদী’ তাস খেলে শমীকের সাফাই, ‘আমাদের দল সেই মন্তব্যের সমর্থন করেনি। তবে উনি (অনুরাগ) আলাদা দৃষ্টিভঙ্গি থেকে সেই স্লোগান তুলেছিলেন। মঙ্গলবার আমরা যা শুনেছি, তাতে তৃণমূলের হিংসাত্মক সংস্কৃতি প্রকাশ্যে এসে গিয়েছে।’

যদিও বিষয়টি নিয়ে বাড়তি বিতর্কে ঢুকতে রাজি নয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, ওটাই কথা বলার ছন্দ, প্রচলিত কথায় বলা হয়েছে। এটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। প্রাক্তন মদন মিত্র আবার বলেছেন, ‘গুলি মোটেও বাংলার রাজনৈতিক সংস্কৃতির অঙ্গ নয়। তবে বাংলার মানুষ অবশ্যই বিজেপি নেতাদের মুখে চড়ের বর্ষণ ঘটাবেন।’

ভোটযুদ্ধ খবর

Latest News

বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.