HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > দীনেশের জন্য টিকিট না পেয়ে তৃণমূল ত্যাগ, বিজেপিতে ‘‌বড় ভাই’‌ পেলেন অর্জুন

দীনেশের জন্য টিকিট না পেয়ে তৃণমূল ত্যাগ, বিজেপিতে ‘‌বড় ভাই’‌ পেলেন অর্জুন

ব্রিগেডের সভামঞ্চে কাটা ‘‌ঘা’‌—এ মলম দুই নেতার

অর্জুন সিং এবং দীনেশ ত্রিবেদী। (ছবি সৌজন্য পিটিআই এবং স্ক্রিনশট)

কার্যত কুরুক্ষেত্রের যুদ্ধ চলত দু’‌জনের মধ্যে। নয়া দলে যোগ দিয়ে সেই সমীকরণই বদলে গেল। একদা সাপে—নেউলে সম্পর্কের দুই নেতা হয়ে গেলেন 'দাদা—ভাই'। রবিবার নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভামঞ্চে অর্জুনের ‘‌বড় ভাই’‌ হয়ে গেলেন দীনেশ ত্রিবেদী। অতীতের যাবতীয় তিক্ততা ভুলে ব্রিগেডের সভামঞ্চ থেকে সদ্য দলে যোগ দেওয়া দীনেশ ত্রিবেদীকে ‘‌বড় ভাই’‌ বলে সম্বোধন করলেন বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূলের টিকিটে লড়তে চেয়েছিলেন অর্জুন৷ কিন্তু মমতা বন্দোপাধ্যায় আস্থা রাখেন দীনেশের উপরেই৷ তখন থেকেই দু্’‌জনের মধ্যে ব্যারাকপুর আসন নিয়ে বিবাদ চরমে ওঠে। এরপরই দল বদলে ফেলেন অর্জুন। যোগ দেন গেরুয়া শিবিরে৷ বিজেপির টিকিট হাতে পেতেই ঝাঁপিয়ে পড়েন ভোটের ময়দানে৷ হাতেনাতে ফলও মেলে। ভোটের ফল যায় তাঁর দিকেই৷ কারণ ব্যারাকপুরের অলিগলি চেনা অর্জুনের সঙ্গে পেরে ওঠেননি দীনেশ।ব্যারাকপুরের মানু্ষ শেষ পর্যন্ত ভরসা রাখেন অর্জুনের উপরেই। দু’বারের সাংসদকে হারিয়ে সেখানে পদ্ম ফুটিয়ে তোলেন অর্জুন৷এর আগে, অবশ্য দীনেশ ত্রিবেদী ও অর্জুন সিং একসঙ্গেই তৃণমূলের ছাতার তলায় ছিলেন।

২০০৯ সাল রাজ্যের পালাবদল তখনও হয়নি। সে বছরই ব্যারাকপুর লোকসভা আসনে তৃণমূলের টিকিটে জেতেন দীনেশ। ব্যারাকপুরের মানুষের অভিযোগ ছিল, দীনেশ এলাকার সাংসদ হলেও তাঁকে কোনওদিনও সেখানে দেখা যায়নি। সেই সময় তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় দ্বিতীয় ইউপিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন৷ ২০১১ সালে বাম জামানার পতন ঘটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন হন তিনি। তারপর রেলের দ্বায়িত্ব তাঁর আস্থাভাজন দীনেশের উপরেই ছাড়েন মমতা৷ কিন্তু রেলমন্ত্রী থাকাকালীন সেই দলনেত্রীর সঙ্গেই বিবাদে জড়ান দীনেশ৷ রেলের ভাড়া বাড়ানো নিয়ে দু’‌জনের মধ্যে মতবিরোধ তৈরি হয়৷ যার জেরে রেলমন্ত্রিত্ব হারাতে হয় দীনেশকে৷ তারপরই সেই দায়িত্ব বর্তায় মমতার সেই সময়কার আর এক আস্থাভাজন মুকুল রায়ের উপর৷ তবে এতকিছুর পরও তৃণমূলের প্রতি আনুগত্য ভোলেননি দীনেশ৷ যার ফলও মেলে হাতেনাতে৷ ২০০৯ সালের পর ২০১৪ সালেও ব্যারাকপুর থেকে দলের টিকিট পান দীনেশ৷ জিতে দ্বিতীয়বারের জন্য সাংসদ হন তিনি।এরপর আসে উনিশের লোকসভা ভোট৷ সেখান থেকেই অর্জুন—দীনেশের সম্পর্কে চিড় ধরে।

এই প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়েও দীনেশকে মনোনীত সদস্য হিসাবে রাজ্যসভায় সাংসদ করে পাঠান মমতা বন্দোপাধ্যায়৷ তবে তারপরও সমস্যা মেটেনি, তা সম্প্রতি স্পষ্ট হয়। সবাইকে অবাক করে রাজ্যসভায় দাঁড়িয়েই নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দেন দীনেশ৷এরপরই বিজেপিতে যোগদান করেন তিনি৷

কৌতূহল সৃষ্টি হয় এখান থেকেই। এই নয়া দলে যোগ দেওয়ার পর একদা প্রতিপক্ষ দুই নেতার ব্যারাকপুর আসনের সেই তিক্ততা কোন দিকে গড়ায়, সেদিকেই নজর ছিল প্রত্যেকের। যার জবাব রবিবার নিজেই দিয়ে দিলেন অর্জুন৷ ব্রিগেডের মঞ্চে তিনি বুঝিয়ে দিলেন, পুরনো সব বিবাদ এখন ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে৷ দীনেশকে ‘‌বড় ভাই’‌ বলে সম্বোধন করেন অর্জুন৷ এমনকী, সভামঞ্চে ভাষণ শেষে অর্জুন নিজেই বলেন, ‘‌এখন থেকে তাঁরা দু’জনে একসঙ্গেই রয়েছেন।’‌এদিন অর্জুন সিংয়ের এই আচরণ তিক্ত সম্পর্কের কাটা ‘‌ঘা’‌—এ মলম লাগালেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ভোটযুদ্ধ খবর

Latest News

স্পাইডারম্যান সেজে দিল্লির রাস্তায় বাইকস্টান্টে দাপাদাপি যুগলের! শেষে গ্রেফতার দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত 'অভূতপূর্ব!' অতি উত্তম দেখে চোখে জল তনুজার, প্রসেনজিৎ-পল্লবী সহ আর কারা এলেন? আমেঠি-রায়বেরেলিতে প্রার্থী কারা? খাড়গের কোর্টে বল, কী বলছেন নেতারা? ক্ষমতায় ফিরলেই সংবিধান বদলে দেবে, তবে এখন বলছে…তোপ প্রিয়াঙ্কার রোজ টিভিতে চার ছক্কার ফুলঝুরি, তবুও ওটিটিতে নজর কাড়ল চমকিলা, লজ্জার ভিউজ চঞ্চল তুলির টানে অপরূপা লগ্নজিতা, মুগ্ধ গায়িকা লিখলেন, ‘জীবনে অনেক পেয়েছি…’ অদ্ভুত অ্যাপার্টমেন্ট! বসার ঘরে রয়েছে জেল, এক মাসের ভাড়া জানলে চোখ উঠবে রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস

Latest IPL News

দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.