ডায়মন্ড হারবার বিধানসভায় এবারের তৃণমূলের প্রার্থী হলেন পান্নালাল হালদার। এই কেন্দ্র বিজেপির তরফে দাঁড়াচ্ছেন দীপক হালদার। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিআইএমের প্রতীক-উর-রহমান।
দক্ষিণ ২৪ পরগনা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত জেলা। জেলার সদর আলিপুরে। এই জেলার উত্তর দিকে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা, পূর্ব দিকে বাংলাদেশ, পশ্চিম দিকে হুগলি নদী ও দক্ষিণ দিকে বঙ্গোপসাগর রয়েছে। ডায়মন্ড হারবার এই জেলার একটি বিধানসভা কেন্দ্র। আগামী ৬ এপ্রিল ডায়মন্ড হারবারে তৃতীয় দফায় ভোট হবে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপককুমার হালদার জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯৬,৮৮৩৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী ড. আবুল হাসনাত৷ তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৮১,৭৯৬৷ তৃণমূল প্রার্থী দীপককুমার হালদার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী ড. আবুল হাসনাতকে ১৫,০৩৭ ভোটে পরাজিত করেছিলেন।
২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দীপককুমার হালদার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের শুভ্রা সাউকে পরাজিত করেছিলেন তিনি। ২০০১ ও ২০০৬ রাজ্য বিধানসভা নির্বাচনে সিপিআইএমের ঋষি হালদার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী যথাক্রমে তৃণমূল কংগ্রেসের শুভাশিস চক্রবর্তীকে ও তৃণমূলের আমজাদ আলি সর্দারকে পরাজিত করেছিলেন ঋষি।
১৯৯৬ সালে বামপ্রার্থী আবদুল কিয়ম মোল্লাকে পরাজিত করেছিলেন কংগ্রেসের শেখ দৌলত আলি। ১৯৯১ সালে বামেদের আবদুল কিয়ম মোল্লা, কংগ্রেসের নজরুল ইসলাম মোল্লা, ১৯৮৭ সালে কংগ্রেসের মনোরঞ্জন কয়াল, ১৯৮২ সালে কংগ্রেসের দিবাকর ঘোষ ও ১৯৭৭ সালে জনতা পার্টির শংকরীপ্রসাদ মণ্ডলকে ধারাবাহিকভাবে পরাজিত করেছিলেন। ১৯৭২ সালে কংগ্রেসের দৌলত আলি শেখ এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন। ১৯৭১, ১৯৬৯ ও ১৯৬৭ সালে বামপ্রার্থী আবদুল কিয়ম মোল্লা ডায়মন্ড হারবার কেন্দ্রে জিতেছিলেন। ১৯৬২ সালে কংগ্রেসের জগদীশচন্দ্র হালদার এই আসনে জয়লাভ করেছিলেন। ১৯৫৭ সালে পিএসপি রামনুজ হালদার এই কেন্দ্র থেকে জিতেছিলেন।১৯৫১ সালে দেশের প্রথম নির্বাচনে কেএমপিপি—র চারুচন্দ্র ভাণ্ডারী ডায়মন্ড হারবার কেন্দ্রে জয়ী হয়েছিলেন।