
West Bengal election 2021: '১০ বার শো-কজ করেও লাভ নেই, একই জবাব দেব', কমিশনকে বার্তা মমতার
১ মিনিটে পড়ুন . Updated: 09 Apr 2021, 07:17 AM IST- মমতার প্রশ্ন, ‘নন্দীগ্রামে মুসলিমদের যাঁরা পাকিস্তানি বলেছিলেন, তাঁদের বিরুদ্ধে ক’টা অভিযোগ হয়েছে?’
বার বার তাঁকে শোকজ করে কোনও লাভ হবে না। শো—কজ করলেও তাঁর জবাব পালটাবে না, একই থাকবে। বৃহস্পতিবার ডোমজুড়ের সভা থেকে নির্বাচন কমিশনের উদ্দেশে এমনই বার্তা দিলেন মমতা বন্দোপাধ্যায়।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মমতাকে শো-কজ নোটিস পাঠিয়েছে কমিশন। হুগলির তারকেশ্বরে গত ৩ এপ্রিল মমতা বিধি বহির্ভূত মন্তব্য করেছেন বলে কমিশন ওই চিঠিতে জানিয়েছিল। যদিও কমিশনের বিরুদ্ধে পালটা পক্ষপাতদুষ্ট আচরণ করার অভিযোগ তুলেছেন মমতা।
ডোমজুড়ের সভা থেকে মমতা বলেন, ‘আমায় ১০ বার শো-কজ করেও লাভ নেই। একই জবাব দেব।’ কমিশনের নোটিশের জবাবে পালটা মমতা বলেন, ‘নন্দীগ্রামে মুসলিমদের যাঁরা পাকিস্তানি বলেছিলেন, তাঁদের বিরুদ্ধে ক’টা অভিযোগ হয়েছে? খালি তৃণমূলের বিরুদ্ধে সব অভিযোগ?’
গত ৩ এপ্রিল মমতা তারকেশ্বরের সভায় নাম না করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) আব্বাস সিদ্দিকিকে আক্রমণ শানিয়েছিলেন। সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ বসানোর আশঙ্কায় বলেছিলেন, ‘সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না। বিজেপি এলে মনে রাখবেন সমূহ বিপদ, সবচেয়ে বেশি আপনাদের।’ সেই মন্তব্যের পি