বাংলা নিউজ > ভোটযুদ্ধ > ২০২৪ লোকসভার আগে কর্ণাটক ভোট কি খেলা ঘোরানোর পিচ? কী বলছে নির্বাচনী গণিত, কী বলছে চেনা ট্রেন্ড!

২০২৪ লোকসভার আগে কর্ণাটক ভোট কি খেলা ঘোরানোর পিচ? কী বলছে নির্বাচনী গণিত, কী বলছে চেনা ট্রেন্ড!

শেষবার কর্ণাটক ভোটে এইচ ডি কুমারস্বামী মুখ্যমন্ত্রী হয়ে, কংগ্রেস জেডিএসের জোট সরকার গড়ার শপথের দিন একটি ছবি সামনে এসেছিল। সেখানে সমস্ত বিরোধী নেতাদের একমঞ্চে দেখা গিয়েছিল। এরপর ২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপি ক্লিন সুইপ করে কর্ণাটক থেকে। 

অন্য গ্যালারিগুলি