সেক্স টেপ ফাঁসের হুমকি, মায়ের প্রেমিককে খুনে দোষী সাব্যস্ত টিকটক তারকা মাহেক বুখারি, যাঁর বয়স কিনা মাত্র ২৪ বছর। তবে শুধে মাহেক নন, ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন মাহেকের মা নিজেও। ৪ অগস্ট, শুক্রবার ইংল্য়ান্ডের লিসেস্টার ক্রাউন কোর্ট গত তিন মাসের বিচার প্রক্রিয়ার পর জুরিদের সঙ্গে ২৪ ঘন্টা আলোচনার পর এই রায়ে পৌঁছোয়।
গতবছর (২০২২) ফেব্রুয়ারি মাসে শাকিব হুসেন ও তাঁর বন্ধু হাশিম ইজাজউদ্দিন নামে ২১ বছর বয়সী দুই যুবকে পিষে দেয় একটি গাড়ি। এই ঘটনার পর খুনের মামলা দায়ের হয়। বিচার চলাকালীন উপস্থাপিত প্রমাণ থেকে জানা যায় যে টিকটক তারকা মাহেক বুখারি সাকিব হুসেনকে মিথ্যা অজুহাতে দেখা করতে ডাকে। আদালত জেনেছে নিহতদের গাড়িটি অনুসরণ করেছিলেন দুউ আসামী রেখান কারওয়ান এবং রইস জামালের দুটি গাড়ি। অনুগামীরা টার্গেট করে রাখা গাড়িটিকে ধাক্কা দেয়, যাতে সেটি একটি গাছে গিয়ে ধাক্কা মারে এবং তাতে আগুন ধরে যায়।
আরও পড়ুন-‘তোমাদের বন্ধুত্ব, প্রেম, ঝগড়া, সবই তো নকল’! বেজায় রেগে বললেন পূজা ভাট
জানা যায়, সামনের সিটের যাত্রী, শাকিব হুসেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগে মরিয়া হয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। ফোনে তিনি সাহায্যের জন্য আবেদন করেছিলেন কারণ আততায়ীরা তাঁদের গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। দ্য নিউজ ইন্টারন্যাশনাল সূত্রে খবর, এই মামলায় রেখান কারওয়ান, রইস জামালকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়। এছাড়াও এই মামলায় নাতাশা আখতার, আমির জামাল এবং সানাফ গুলামমুস্তফাকে খুনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। পাশাপশি আরেক সহ-অভিযুক্ত মহম্মদ প্যাটেলকে দোষী সাব্যস্ত করা হয়নি।
ওই দিন বিচারক টিমোথি স্পেন্সার কেসি আসামীদের সতর্ক করে দিয়ে জানান অপরাধীদের শাস্তি আরও কঠোর হবে। ১লা সেপ্টেম্বর সাজা ঘোষণার কথা জানানো হয়েছে।
লেস্টার পুলিশ জানিয়েছে, যখন হত্যার তদন্ত শুরু হয়েছিল, তখন প্রমাণিত হয় যে নিহত শাকিব হুসেনের সঙ্গে প্রায় তিন বছর ধরে মাহেক ভুখারির মা আনসরিন বুখারির সঙ্গে সম্পর্কে ছিলেন। তদন্তে জানা যায়, আনসরিন বুখারি হুসেনের সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে হুসেন তা মেনে নিতে পারেননি। এর ফলে তিনি আনসরিন বুখারির স্বামীকে সম্পর্কের কথা জানানোর এবং আনসরিন বুখারির যৌন ছবি ও ভিডিও শেয়ার করার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। আর তারপরই এমন পরিকল্পনা করা হয়। এদিন আদালতের রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন ২৪ বছরের টিকটক তারকা ও তাঁর মা।