'তোমাদের মারামারি নকল, তোমাদের প্রেম নকল, তোমাদের বন্ধুত্ব নকল, সবই নকল। তোমরা যদি জিততে চাও, তাহলে সুষ্ঠু ভাবে, মর্যাদার সঙ্গে জয়ী হও... বড় মনের হও'। বিগ বস ওটিটি-২ এর নতুন পর্বে প্রতিযোগীদের উপর বেজায় চটলেন পূজা ভাট। সম্প্রতি বিগ বস ওটিটি-২ এর প্রতিযোগীদের নতুন টাস্ক দেওয়ার আগে বেজায় রাগান্বিত মেজাজে ধরা পড়েন পূজা।
নতুন প্রমোয়, বিগ বস হাউজের বাগানে দেখা যায় পূজা ভাটকে। তাঁর সামনে চেয়ারে বসে থাকতে দেখা যায় অবিনাশ সচদেব, বেবিকা ধুরভে এবং জাদ হাদিদ সহ বাকি প্রতিযোগীদের। বহু প্রতিযোগীকেই কাদা মাখা অবস্থায় দেখা যায়। পূজা বলেন, পূজা বলেছেন, ‘তোমরা প্রত্যেকেই এখানে একে অপরকে হেয় করার চেষ্টা করেছো। তোমাদের মারামারি নকল, তোমাদের প্রেম নকল, তোমাদের বন্ধুত্ব নকল। তোমরা যদি জিততে চাও, তাহলে সুষ্ঠু ভাবে, অনেক মর্যাদার সঙ্গে জয়ী হও…। এখানে কাউকে পাপী বলবনা, তবে আমি তোমাদের কয়েকজনকে বোকা বলে মনে করি। তবে আমি নিজেই এই কাদা মাখব।’
আরও পড়ুন-সিনেমায় আমাকে মরে যেতে দেখে আমার ছোট্ট দুই ছেলের উপর খারাপ প্রভাব পড়ে: রেণুকা
এর আগে, যখন অভিষেক মালহান এই শোয়ের প্রথম ফাইনালিস্ট হয়েছিলেন, তখন পূজা ভাট আবেগপ্রবণ হয়ে পড়েন। সেসময় ফাইনাল টাস্কে টিকিট হারানোর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন পূজা। সেই কাজটি ছিল ঝুড়িতে সর্বাধিক সংখ্যক ফল সংগ্রহ করা। আর অভিষেক বেশ অনেকটা ব্যবধানে পূজাকে হারিয়ে জিতে যান। এই মৌসুমের শেষ অধিনায়কও হয়েছেন তিনি। অভিষেক বলেছিলেন, ‘মর্যাদা কাহা চালি জাতি হ্যায় ইয়ার (আপনার মর্যাদা কোথায়)? আমি বিচলিত নই।আমি বুঝতে পারছি না।’
আশিকা ভাটিয়া গত সপ্তাহে বিগ বস ওটিটি-২ থেকে বহিষ্কৃত হওয়ার পর, পূজা ছাড়াও শোতে বাকি প্রতিযোগীরা হলেন অবিনাশ সচদেব, জাদ হাদিদ, মনীষা রানী, জিয়া শঙ্কর, অভিষেক মালহান, এলভিশ যাদব এবং বেবিকা ধুরভে। সম্প্রতি বিগ বস OTT ২-এর ঘরে মেয়ে পূজার সঙ্গে দেখা করেছিলেন মহেশ ভাট। প্রসঙ্গত মহেশ ভাটের প্রথম স্ত্রী কিরণ ভাটের সঙ্গে মহেশের মেয়ে হলেন পূজা।