বাংলা নিউজ > বায়োস্কোপ > Siddhant Suryavanshi death: জিম করতে করতেই হার্ট অ্যাটাক! মাত্র ৪৬ বছরেই প্রয়াত জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত

Siddhant Suryavanshi death: জিম করতে করতেই হার্ট অ্যাটাক! মাত্র ৪৬ বছরেই প্রয়াত জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত

সিদ্ধান্ত সূর্যবংশী (ফাইল ছবি)

Siddhant Suryavanshi: ফের মৃত্যু সংবাদ হিন্দি টেলিভিশন জগত থেকে। মাত্র ৪৬ বছর বয়সেই মৃত্যু হল ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত সিদ্ধান্ত সূর্যবংশীর। 

শুক্রবার আমকাই চলে গেলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। জানা গিয়েছে জিমে কসরত করছিলেন অভিনেতা। এরপরই অসুস্থবোধ করেন সিদ্ধান্ত। হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায়, সব শেষ! হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু হয়েছে অভিনেতা, প্রাথমিকভাবে এমনটাই জানা যাচ্ছে। রাজু শ্রীবাস্তবের মৃত্যু স্মৃতি উস্কে মাত্র ৪৬ বছর বয়সেই চলে গেলেন ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত এই অভিনেতা।

দীর্ঘ দু-দশক ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সিদ্ধান্ত। ‘কুসুম’, ‘ওয়ারিশ’, ‘সূর্যপুত্র কর্ণ’-এর মতো সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্তের মৃত্যুর খবর প্রথম জানান সহকর্মী জয় ভানুশালি। তিনি সিদ্ধান্তের ছবি পোস্ট করে লেখেন- ‘বড্ড তাড়াতাড়ি চলে গেল’। সিদ্ধান্ত রেখে গেলেন তাঁর স্ত্রী, সুপারমডেল আলিশা রাউত এবং দুই পুত্র সন্তানকে।

জানা গিয়েছে, জিমে অসুস্থবোধ করে তাঁকে কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ৪৫ মিনিট ধরে অভিনেতার বিকল হৃদযন্ত্র সচল করবার চেষ্টা চালান চিকিৎসকরা, কিন্তু শেষরক্ষা হয়নি। 

‘কুসুম’ সিরিয়ালের সঙ্গে অভিনয়ের দুনিয়ায় পা রাখলেও প্রথম দর্শক মনে সিদ্ধান্ত নজর কাড়েন একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি’র সঙ্গে। ‘গৃহস্থি’,'ভাগ্যবিধাতা'র মতো জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন তিনি। সম্প্রতি জি টিভির সিরিয়াল ‘কিঁউ রিস্তোমে কাট্টি বাট্টি’তে লিড রোলে দেখা গিয়েছে সিদ্ধান্তকে। তাঁর বিপরীতে দেখা মিলেছিল নেহা মারদার।

 

বন্ধ করুন