মুম্বইয়ে ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলেই পড়াশোনা করে শাহরুখ-গৌরী, শাহিদ-মীরা, অভিষেক-ঐশ্বর্য, সইফ-করিনাদের ছেলেমেয়েরা। একথায় স্টার কিডদের বেড়ে ওঠার 'আখাড়া' এই স্কুল। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এই স্কুলের বার্ষিক অনুষ্ঠান। তাতেই মঞ্চ মাতিয়েছেন আরাধ্যা, আব্রাম, তৈমুররা। আরও পড়ুন-‘দেখতে মায়ের মতো, অভিনয়েও’! স্কুলের নাটকের ভিডিয়োয় যেন ঐশ্বর্যের প্রতিচ্ছবি আরাধ্যা
অগস্ত্য-সুহানার প্রেম চর্চা যখন তুঙ্গে, তখনই সোশ্যালে ভাইরাল বচ্চন ও খান পরিবারের দুই খুদে সদস্যের এক ভিডিয়ো। স্কুলের অনুষ্ঠানের স্টেজে খুদে আব্রাহামকে জড়িয়ে ধরল ঐশ্বর্য-কন্যা আরাধ্যা। যার অভিনয় আগেই মন কেড়েছে সকলের। বাবার সিগনেচার স্টেপকে নকল হলে স্কুলের অনুষ্ঠানে হিট আব্রামও।
বচ্চন পরিবারের জিন সঙ্গে ঐশ্বর্যর ট্যালেন্ট আর বিউটি, জন্মসূত্রে পেয়েছে আরাধ্যা। এই খুদের রক্তে অভিনয় রয়েছে, তার প্রমাণ ইতিমধ্যেই পেয়েছে নেটিজেনরা। স্কুলের বার্ষিক অনুষ্ঠানের শেষলগ্নে ‘ওম শান্তি ওম’ ছবির টাইটেল ট্র্যাকে নাচে মশগুল ছিল সকলে। সেইসময়ই আব্রামকে জড়িয়ে ধরে আরাধ্যা।
আরাধ্যা-আব্রামের এই ভিডিয়ো দেখেই অনেকের মনে পড়ছে ‘জোশ’ ছবির একটি দৃশ্যের কথা। ২৩ বছর আগে মুক্তি পাওয়া সেই ছবি যমজ ভাই-বোনের চরিত্রে দেখা গিয়েছিল ঐশ্বর্য-শাহরুখকে। কয়েক মিনিটের বড় দাদা ছিলেন শাহরুখ। তাদের সেই রসায়ন আজও ভোলেনি দর্শক। আব্রাম-আরাধ্যকে দেখে ফের মনে পড়ল সেই সোনালি অতীত!
২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেছিলেন অভিষেক আর ঐশ্বর্য। ২০১১ সালে তাঁদের একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। আপাতত সে পড়াশোনা করছে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে। অন্য দিকে, শাহরুখ আর গৌরী আব্রামের মা-বাবা হয়েছেন সারোগেসির সাহায্য নিয়ে। ২০১৩ সালের ২৭ মে তাঁর জন্ম হয়েছে। আব্রামের চেয়ে বয়সে দু-বছরের বড় আরাধ্যা।
শাহরুখের মেয়ে সুহানা ইতিমধ্যেই বলিউড ডেবিউ সেরে ফেলেছেন ‘দ্য় আর্চিস’-এর হাত ধরে। ওদিকে পরিচালক হিসাবে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশের প্রস্তুতিতে বড় ছেলে আরিয়ান। তবে মঞ্চে আব্রামকে দেখবার পর থেকেই ভক্তদের বিশ্বাস, বাবার যোগ্য উত্তরসূরী হবে এই খুদে।
ওদিকে অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স জল্পনার মাঝেই মেয়ে আরাধ্যার চিয়ারলিডার হয়ে স্কুলের অনুষ্ঠানে পৌঁছেছিলেন দুই তারকাই। দেখা মিলেছে অমিতাভেরও। তবে হাজির হননি জয়া ও শ্বেতা। বি-টাউনে গুঞ্জন, শাশুড়ির সঙ্গ বনিবনা না হওয়ার জেরেই নাকি মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্য। যদিও প্রকাশ্যে এখনও একসঙ্গেই ধরা দিচ্ছেন অভিষেক-ঐশ্বর্য।