বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘কোনটা অরিজিৎ… এআর রহমান গাইতেই পারে না!’, ভাইরাল অভিজিতের পুরনো সাক্ষাৎকার, ছাড়লেন না শাহরুখ খানকেও

‘কোনটা অরিজিৎ… এআর রহমান গাইতেই পারে না!’, ভাইরাল অভিজিতের পুরনো সাক্ষাৎকার, ছাড়লেন না শাহরুখ খানকেও

অরিজিৎ সিং থেকে এআর রহমান, সমালোচনা অভিজিৎ ভট্টাচার্যের। 

গায়ক অভিজিৎ ভট্টাচার্যের পুরনো সাক্ষাৎকার ভাইরাল। যা তিনি দিয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়কে। যেখানে শাহরুখ থেকে এআর রহমান, অরিজিৎ সিং-এর সমালোচনা করেন তিনি। 

পাঠানের সাফল্য নিয়ে এখন গোটা দেশে এখন মাতামাতি। শাহরুখ খানের সিনেমা যদিও ভারতের বাইরেও খুব ভালো ব্যবসা করেছে। চার বছর পর ফিরেই ধামাকা করেছেন কিং খান। তবে এই ছবির সাফল্যের মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটা পুরনো ভিডিয়ো ভাইরাল। যা বছরখানেক আগের। শাহরুখকে নিয়ে এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বলিউড গায়ক অভিজিৎ ভট্টাচার্য। ঠোঁটকাটা-স্পষ্টবাদী হিসেবে তিনি পরিচিত। তা হঠাৎ কেন আক্রমণ করেছিলেন শাহরুখকে? বলে রাখা ভালো, অভিজিতের এই আক্রমণের তালিকায় ছিলেন সুরকার এআর রহমান থেকে অরিজিৎ সিং সকলেই।

শাহরুখ প্রসঙ্গে গায়ক অভিজিতের মত, ‘ভীষণ সাকসেসফুল বিজনেজম্যান’। সঙ্গে লিখেছিলেন, ‘ভালো সিনেমা যাঁরা বানান তাঁদের সঙ্গে কাজও করেন না কিং খান।’ নিজের প্রসঙ্গ টেনে এনে বলেছিলেন, ‘শাহরুখের লিপে মানুষ এখনও আমার গান পছন্দ করে। একটা অথেনটিক গলা কার না পছন্দ। কিন্তু সিনেমায় দেখলাম গায়কের নাম সবার শেষে আসে। স্পট বয় থেকে ছবির সমস্ত কলাকুশলীর নাম আসলেও, দর্শক হল থেকে বেরিয়ে গেলে তারপর গায়কদের নাম দেখানো হয়। এসব দেখে একদিন প্রেস কনফারেন্স করে বলে দিলাম, শাহরুখের সিনেমায় আর গান গাইব না।’

সঙ্গে এই সাক্ষাৎকারেই অভিজিৎ জানিয়েছিলেন, শাহরুখ এত বড় স্টারই হত না, যদি অভিজিৎ ভট্টাচার্য গান না গাইতেন। একই কথা প্রযোজ্য নাকি দেবের ক্ষেত্রেও। তাঁর কণ্ঠে ঢাকের তালে কোমর দোলে গানটাও নাকি দেবকে এনে দিয়েছে সাফল্য।

এরপরই সঞ্চালকের আসনে থাকা শাশ্বত চট্টোপাধ্যায় অভিজিৎকে এআর রহমানকে নিয়ে প্রশ্ন করলে আসে আরও কড়া জবাব। জানান, ‘ওঁকে মিউজিশিয়ানই মনে করি না। কোনও গান কীভাবে গাইতে হবে সেটাই ও গেয়ে শোনাতে পারেন না। মিউজিক ইন্সট্রুমেন্টের ব্যবহারও জানেন না। সমস্ত মিউজিশিয়ানদের পেটে এদিকে লাথি মেরেছেন। গান গাওয়ার জন্য শেখার প্রয়োজনও বোধ করেন না। জগতকে শিখিয়েছেন স্কুলে যাওয়ার দরকার নেই, সরস্বতীর আরাধনার দরকার নেই। এখান-ওখান থেকে বিভিন্ন কিছু ডাউনলোড করে, ল্যাপটপে এটা-ওটা করো। কাউকে দিয়ে গাইয়ে দাও। হয়ে গেল।’

এরপর ওঠে অরিজিৎ সিং প্রসঙ্গ। বলে ওঠেন, ‘তুমি ২ বছর আগে জিজ্ঞেস করেছ মোহিত চৌহান কেমন, তার আগে জানতে চেয়েছ কেকে কেমন। এখন অরিজিৎ। নামগুলো বদলাতে থাকবে। প্রশ্নটা এক থাকবে। আজকাল যে গানই শুনি লোকে বলে এটা অরিজিতের। আবার কেউ বলে এটা অরিজিৎ না। কোনটা অরিজিৎ সেটাই আমি জানি না। তবে ছেলেটা ভালো গায়।’

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন