৯ দিন হয়ে গেল অভিষেক চট্টোপাধ্যায় নেই। গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিষেক। বাংলা সিনেমা যখন তলানিতে, তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালের সঙ্গে হাতে হাত মিলিয়ে ছবির হাল ধরেছিলেন অভিষেক। অভিনয় করেছেন একাধিক বাংলা ছবি ও ধারাবাহিকে। জীবনের শেষদিন পর্যন্ত কাজ করে গিয়েছেন। তাঁর এই চলে যাওয়া সত্যি বড় ধাক্কা।
অভিনয়ের পেশাটাকে যেমন মন দিয়ে ভালোবাসতেন, তেমনই ভালোবাসতেন পুজোঅর্চনা। অভিষেক ছিলেন ঘোর ঈশ্বর বিশ্বাসী। নিজে হাতেই বাড়ির পুজোআচ্ছা সামলাতেন, ঠাকুর ঘরে ছিবল রোজকার যাতায়াত। কালীমায়ের ভক্ত ছিলেন তিনি। রোজ সকালে পুজো করে বাড়ির বাইরে পা রাখতেন।
তাঁর বউ সংযুক্তা ছিল সাইবাবার ভক্ত। সংযুক্তা তো ঠিকই করে রেখেছিলেন কোনও সাই ভক্তকেই বিয়ে করবেন। পুজোর প্রতি অভিষেকের ঝোঁকই তাঁদের একে-অপরকে ভালো লাগার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। অভিষেকও ছিলেন সাইবাবার ভক্ত। বাড়িতে তাঁরও মূর্তি ছিল। এমনকী সোশ্যাল মিডিয়ায় নানা সাইমন্দিরে পুজো দেওয়ার ছবিও শেয়ার করেছিলেন অভিনেতা।
অভিষেক চলে যাওয়ার পর তাঁকে নিয়ে নানা গুজব রটেছে। যা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন সংযুক্তা। সকলের কাছে আবেদন জানিয়েছেন, এই সময়ে তাঁর পরিবারকে যেন একটু একা ছাড়া হয়। যেভাবে সবাই অভিষেকের পরিবার অর্থকষ্টে ভুগছে এমন খবর রটাচ্ছে, তা পুরো ভুয়ো। তিনি লেখেন, ‘আমি সংযুক্তা, অভিষেকের স্ত্রী। আমি অনুরোধ করছি আমায় ও আমার মেয়ে সাইনাকে এই কঠিন সময়ে একটু একা ছেড়ে দিন। অনুরোধ করছি, দয়া করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে কান দেবেন না।’