বাংলা নিউজ > বায়োস্কোপ > Abhishek Bachchan: মেয়ের সব দায়িত্ব ‘সিঙ্গেল ফাদার’ অভিষেকের কাঁধে, চুল বেঁধে পাঠালেন স্কুলে, সামনে এল ছবি

Abhishek Bachchan: মেয়ের সব দায়িত্ব ‘সিঙ্গেল ফাদার’ অভিষেকের কাঁধে, চুল বেঁধে পাঠালেন স্কুলে, সামনে এল ছবি

বাবার চরিত্রে অভিষেক বচ্চন।

অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বরাবরই বিখ্যাত সকলের মাঝে। তবে শুধু ছেলে হিসেবে নয়, বাবা হিসেবেও কোনও তুলনাই হয় না অভিষেকের। প্রমাণ এই ছবি-

অমিতাভ-পুত্র অভিষেক বচ্চনকে শেষ দেখা গিয়েছে ঘুমর ছবিতে। তবে গত কয়েকমাসে তিনি বারবার ব্যক্তিগত জীবনের কারণে এসেছেন সামনে। মাঝে খবর ছড়িয়েছিল, অভিষেক নাকি ডিভোর্স নিতে চলেছেন ঐশ্বর্য রাইয়ের সঙ্গে। এমনকী, দাবি উঠেছে মেয়ে আরাধ্যাকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

অ্যামাজন প্রাইম ভিডিয়োর তরফে মঙ্গলবার ঘোষিত একাধিক প্রকল্পের মধ্যে, রেমো ডিসুজার পরিচালনায় অভিষেকের পরবর্তী শিরোনামটিও উন্মোচন করা হয়েছে। রেমো প্রযোজিত ও পরিচালিত এই ছবিতে অভিষেককে দেখা যাবে একটি ছোট মেয়ের সিঙ্গেল ফাদারের চরিত্রে। আর অভিষেকের মায়ের চরিত্রে অভিনয় করবেন ইনায়াত বর্মা। এর আগে ইনায়াত আর অভিষেককে একসঙ্গে দেখা গিয়েছিল লুডো সিনেমাতে।

আরও পড়ুন: পরিচালক প্রেমিক থাকতেই নাকি অন্য প্রেমে জড়িয়েছিলেন এই টলি-নায়িকা, এখন সিঙ্গেল, বলুন তো কে

রেমোর সিনেমা মানেই তাতে থাকবে নাচের বড় ভূমিকা। জানা যাচ্ছে, অভিষেকের চরিত্রটি তাঁর মেয়ের স্বপ্নপূরণের জন্য সব কিছু করতে পারে। তাঁর মেয়ে বড় নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখে। অ্যামাজন প্রাইমের তরফে এই সিনেমা নিয়ে লেখা হয়, ‘একজন সিঙ্গেল ফাদার এবং তাঁর প্রতিভাবান কন্যার জার্নিকে তুলে ধরে, যিনি দেশের সবচেয়ে বড় নাচের রিয়েলিটি শোতে পারফর্ম করতে উচ্চাকাঙ্ক্ষী। একজন বাবা তাঁর মেয়ের স্বপ্নপূরণ করতে যথাসাধ্য করেন।’ অভিষেক বচ্চন সুজিত সরকারের পরবর্তী ছবিতেও বাবার চরিত্রে অভিনয় করবেন।

আরও পড়ুন: অসুস্থ সব্যসাচী, ভর্তি হাসপাতালে, জানাল পরিবার! কী হয়েছে ফেলুদার

তবে রিল লাইফে নয়, রিয়েল লাইফেও কিন্তু মেয়ের দায়িত্ববান বাবা অভিষেক। আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠান হোক বা পারিবারিক অনুষ্ঠান, মেয়েকে আগলে আগলে রাখেন তিনি। অনলাইনে কখনো কেউ মেয়েকে ট্রোল করার চেষ্টা করলেও, এগিয়ে এসে জবাব দেন। এমনী আরাধ্যাকে নিয়ে চলা বিভিন্ন ‘ভুল তথ্য ছড়ানো’ ভিডিয়ো বন্ধ করতে, আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

আরও পড়ুন: কাঞ্চনের বুকেই শান্তি, বরকে কাছে টানলেন শ্রীময়ী! লাল সিঁথি আর টিপে সাজলেন টুকটুকে বউ

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেছিলেন অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রাই বচ্চন। ২০১১ সালের নভেম্বর মাসে জন্ম হয় আরাধ্যার। বর্তমানে ১৩ বছরে পা রেখেছে অমিতাভ বচ্চনের নাতনি। সম্প্রতি অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে হেয়রস্টাইল বদলে দেখা দিয়েছিলেন। মিষ্টি আরাধ্যা মন কেড়ে নেয় সকলের। আপাতত মুম্বইয়ের বিখ্যাত ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে লেখাপড়া করছেন।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

উত্তর কলকাতার সেরা ১০ পুজো বেছে নিল HT বাংলা, কোনগুলি এই বছর না দেখলেই নয়? বড় পর্দায় টেক্কা আসতেই হল ভিজিট দেব-সৃজিতের! কী অনুরোধ করলেন দর্শকদের? ‘ফুচকাওয়ালাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে’, সিংহি পার্কের পুজো বয়কটের ডাক, এল সাফাই ‘বর্তমানেই থাকি, কালকের কথা ভাবি না’! সাফল্যের মন্ত্র জানালেন বিশ্বকাপজয়ী তারকা… ষষ্ঠীর বিকেল ভিজবে বৃষ্টিতে, এরপর সপ্তমীতেও উত্তর-দক্ষিণ মিলিয়ে ১০ জেলায় সতর্কতা ৫০০ কোটির জালিয়াতি মামলায় নাম জড়ানোর পর আবার ‘রোডিজ’-এ ফিরছেন রিয়া! উৎসবের মরশুমে ইলিশ মাছে কতটা মেশানো হচ্ছে ফরমালিন? অভিযানে নামল স্বাস্থ্য দফতর খুনের কেসে ফাঁসানো হয়েছে লোকনাথকে! মিসিং লিঙ্ক খুঁজে বের করতে পারবেন অনির্বাণ? হাজার হাজার চাকরি খাবে স্যামসাং! কতটা চাপে পড়বে ভারত প্রথম ইনিংসে ধস, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় যুব টেস্টে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.