অসুস্থ ফেলুদা। হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। খবর বলছে, হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে পরিবারের তরফে। যদিও পরিবারের তরফে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। সব্যসাচীর অসুস্থতার খবরে স্ববাবতই বেশ চিন্তিত টলিপাড়া ও তাঁর ভক্তরা।
কদিন আগেই ছিল বড় ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের একমাত্র সন্তান ধীরের অন্নপ্রশনের অনুষ্ঠান। সেদিন শুধু উপস্থিতিই ছিলেন না, সবটা যাতে ঠিকমতো হয় তার তদারকিও করেন। দাদুর খুব প্রিয় নাতি ধীর। ভালোবাসেন নিজের বংশধরের সঙ্গে সময় কাটাতে, তা গৌরব আগেই জানিয়েছিলেন।
আরও পড়ুন: কাঞ্চনের বুকেই শান্তি, বরকে কাছে টানলেন শ্রীময়ী! লাল সিঁথি আর টিপে সাজলেন টুকটুকে বউ
ঠিক কী কারণে সব্যসাচীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা জানা যায়নি। তবে স্বামীর হাসপাতালে ভর্তির খবরে শিলমোহর দিয়েছেন স্ত্রী মিঠু। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে বুকে ব্যথা হয় তারকার। সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন অবস্থা অনেকখানি স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, হার্টে ব্লক রয়েছে ফেলুদার। পেসমেকার বসাতে হবে। আপাতত তিনি রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে।
গত বছর সব্যসাচী বলেছিলেন, এবার অভিনয় থেকে সরে দাঁড়াতে চান তিনি। ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে সেদেশের সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছিলেন, ‘আমার সময় শেষ, এখন অবসরপ্রাপ্ত’। এমনকী জানিয়েছিলেন, ‘আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। সবাইকে আমি না করে দিচ্ছি। অনেক অফার এসেছে। অভিনয় করছি না।’
আরও পড়ুন: ‘অভিষেক বচ্চনের মতো সুযোগ পেলে, দাদা মিমো সুপারস্টার হত’, বিস্ফোরক দাবি মিঠুন-পুত্র নমশির
এমনকী তাঁকে এও বলতে শোনা যায়, ‘আমি অসুস্থ, আর এবার নতুনদের জায়গা ছেড়ে দেওয়া উচিত।’ তবে কিছুদিন পরেই, অভিনেতা জানান, তাঁর কথার ভুল মানে করা হয়েছে। তিনি বলেন, 'আমাকে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল যে আমি আমার কবে পর্দায় ফিরব। তখন আমি বিরক্ত হয়ে জানি না বলায় সবাই যখন জিজ্ঞেস করে আমি অবসর নিচ্ছি কিনা আমি 'তাহলে তাই' বলে দিই। আসলে আমি বিরক্ত হয়ে গেলে এমনই উত্তর দিই। আমার সেই কথারই ভুল ব্যাখ্যা করা হয়েছে।'
আরও পড়ুন: ‘সবাই আজকাল অরিজিৎ…’! গানের বাজারের সিংহভাগ দখল বাংলার ছেলের, উষ্মা শানের
খবর, এরপর বর্ষীয়ান অভিনেতাকে দেখা যাবে দেবী চৌধুরাণী সিনমাতে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরানী’ ছবিতে হরবল্লভের ভূমিকায় অভিনয় করবেন। এছাড়া এই ছবিতে আছেন সব্যসাচী-র ছোট ছেলে অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ।